ETV Bharat / bharat

অমিল সিগারেট, কোয়ারান্টাইন সেন্টার থেকে পালিয়েও ফিরে এল 3 যুবক - rj_jdh_03_corona_avb_10016

কোয়ারান্টাইন সেন্টার থেকে পালিয়ে গেল 3 জন ৷ আবার ফিরেও এল ৷ রাজস্থানের যোধপুরের মন্দোর থানা এলাকার অঙ্গনওয়াড় কোয়ারান্টাইন সেন্টারের ঘটনা ৷

3 ran away from quarantine center , later returned
কোয়ারান্টাইন সেন্টার থেকে পালিয়েও ফিরে এল 3 যুবক
author img

By

Published : Apr 13, 2020, 10:25 PM IST

যোধপুর, 13 এপ্রিল : কোয়ারান্টাইন সেন্টার থেকে পালিয়ে গেল 3 জন ৷ আবার ফিরেও এল ৷ রাজস্থানের যোধপুরের মন্দোর থানা এলাকার অঙ্গনওয়াড় কোয়ারান্টাইন সেন্টারের ঘটনা ৷ প্রায় 50 টি কোয়ারান্টাইন সেন্টার তৈরি করা হয়েছে যোধপুরে ৷ শহরের কোরোনা আক্রান্ত রোগীদের রাখা হয়েছে সেই কোয়ারান্টাইন সেন্টারে ৷

ঘটনার কথা জানতে পেরে উদ্বিঘ্ন হয়ে পড়ে প্রশাসন ৷ প্রথমে তাঁদের খোঁজাখুঁজি শুরু হয় ৷ কিছুক্ষণ পর দেখা যায় আবার ফিরে আসে তারা ৷ এরপর ওই কোয়ারান্টাইন সেন্টারের ভারপ্রাপ্ত আধিকারিক ওই 3 যুবকের বিরুদ্ধে মন্দোর থানায় অভিযোগ দায়ের করে ৷ এরপর পুলিশ ঘটনার তদন্তে নামে ৷

ওই 3 যুবক ফিরে এলে তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে সিগারেট, তামাক, পান-মশলা এসবের খোঁজে কোয়ারান্টাইন সেন্টার থেকে পালায় ৷ কিন্তু লকডাউন চলায় আশেপাশের সব দোকান বন্ধ ছিল ৷ তাই কোনওকিছুই কিনতে পারেননি তারা ৷ সেকারণে আবার তারা কোয়ারান্টাইন সেন্টারে ফিরে আসে ৷ এরপর ওই যুবকদের বিরুদ্ধে 188 ধারায় মামলা করা হয় ৷ পুলিশ ঘটনার তদন্ত করছে ৷

যোধপুর, 13 এপ্রিল : কোয়ারান্টাইন সেন্টার থেকে পালিয়ে গেল 3 জন ৷ আবার ফিরেও এল ৷ রাজস্থানের যোধপুরের মন্দোর থানা এলাকার অঙ্গনওয়াড় কোয়ারান্টাইন সেন্টারের ঘটনা ৷ প্রায় 50 টি কোয়ারান্টাইন সেন্টার তৈরি করা হয়েছে যোধপুরে ৷ শহরের কোরোনা আক্রান্ত রোগীদের রাখা হয়েছে সেই কোয়ারান্টাইন সেন্টারে ৷

ঘটনার কথা জানতে পেরে উদ্বিঘ্ন হয়ে পড়ে প্রশাসন ৷ প্রথমে তাঁদের খোঁজাখুঁজি শুরু হয় ৷ কিছুক্ষণ পর দেখা যায় আবার ফিরে আসে তারা ৷ এরপর ওই কোয়ারান্টাইন সেন্টারের ভারপ্রাপ্ত আধিকারিক ওই 3 যুবকের বিরুদ্ধে মন্দোর থানায় অভিযোগ দায়ের করে ৷ এরপর পুলিশ ঘটনার তদন্তে নামে ৷

ওই 3 যুবক ফিরে এলে তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে সিগারেট, তামাক, পান-মশলা এসবের খোঁজে কোয়ারান্টাইন সেন্টার থেকে পালায় ৷ কিন্তু লকডাউন চলায় আশেপাশের সব দোকান বন্ধ ছিল ৷ তাই কোনওকিছুই কিনতে পারেননি তারা ৷ সেকারণে আবার তারা কোয়ারান্টাইন সেন্টারে ফিরে আসে ৷ এরপর ওই যুবকদের বিরুদ্ধে 188 ধারায় মামলা করা হয় ৷ পুলিশ ঘটনার তদন্ত করছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.