ETV Bharat / bharat

উত্তরপ্রদেশে পথ দুর্ঘটনায় মৃত 3, গুরুতর আহত 1 - 3 died in UP accident

এখনও পর্যন্ত কারও পরিচয় পাওয়া যায়নি । তাঁরা কোন রাজ্যের বাসিন্দা তা-ও জানা যায়নি । পুলিশ ঘটনাস্থানে রয়েছেন । চলছে উদ্ধারকাজ ।

ছবি
ছবি
author img

By

Published : May 22, 2020, 11:19 AM IST

মির্জ়াপুর, 22 মে : মহারাষ্ট্র থেকে বিহারে যাওয়ার পথে উত্তরপ্রদেশে পথ দুর্ঘটনা । মৃত তিন জন । গুরুতর আহত 1 । তাঁকে স্থানীয় সরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে । ঘটনাস্থানে রয়েছে পুলিশ । মৃতদেহগুলি উদ্ধার করে স্থানীয় ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।

গতকাল 7 জনকে নিয়ে মহারাষ্ট্র থেকে বিহার যাচ্ছিল একটি গাড়ি । রাতে লালগঞ্জ থানার অন্তর্গত বাসাহি এলাকায় রাস্তার ধারে বিশ্রাম নিতে দাঁড়ায় । কিছুক্ষণের মধ্যেই হঠাৎই পিছন থেকে গাড়িটিতে ধাক্কা মারে একটি ট্রাক । দুমড়ে মুচড়ে যায় গাড়িটি । মৃত্যু হয় 3 জনের । গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । এখনও পর্যন্ত কারও পরিচয় পাওয়া যায়নি । তাঁরা কোন রাজ্যের বাসিন্দা তা-ও জানা যায়নি । পুলিশ ঘটনাস্থানে রয়েছে । চলছে উদ্ধারকাজ ।

এবিষয়ে স্থানীয় প্রশাসন জানায়, ঠিক কীভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে । ট্রাকটিরও খোঁজ চলছে ।

মির্জ়াপুর, 22 মে : মহারাষ্ট্র থেকে বিহারে যাওয়ার পথে উত্তরপ্রদেশে পথ দুর্ঘটনা । মৃত তিন জন । গুরুতর আহত 1 । তাঁকে স্থানীয় সরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে । ঘটনাস্থানে রয়েছে পুলিশ । মৃতদেহগুলি উদ্ধার করে স্থানীয় ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।

গতকাল 7 জনকে নিয়ে মহারাষ্ট্র থেকে বিহার যাচ্ছিল একটি গাড়ি । রাতে লালগঞ্জ থানার অন্তর্গত বাসাহি এলাকায় রাস্তার ধারে বিশ্রাম নিতে দাঁড়ায় । কিছুক্ষণের মধ্যেই হঠাৎই পিছন থেকে গাড়িটিতে ধাক্কা মারে একটি ট্রাক । দুমড়ে মুচড়ে যায় গাড়িটি । মৃত্যু হয় 3 জনের । গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । এখনও পর্যন্ত কারও পরিচয় পাওয়া যায়নি । তাঁরা কোন রাজ্যের বাসিন্দা তা-ও জানা যায়নি । পুলিশ ঘটনাস্থানে রয়েছে । চলছে উদ্ধারকাজ ।

এবিষয়ে স্থানীয় প্রশাসন জানায়, ঠিক কীভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে । ট্রাকটিরও খোঁজ চলছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.