ETV Bharat / bharat

পুলওয়ামায় খতম 3 জইশ জঙ্গি, এলাকায় বন্ধ ইন্টারনেট - জম্মু ও কাশ্মীর

সেনা সূত্রে খবর, ওই তিন জঙ্গির মধ্যে জইশ-ই-মহম্মদের একজন কমান্ডার রয়েছে । এদিকে নিরাপত্তার স্বার্থে পুলওয়ামায় ফের বন্ধ হয়েছে মোবাইল ইন্টারনেট পরিষেবা ।

Image
ঘটনাস্থানের ছবি
author img

By

Published : Jun 3, 2020, 11:38 AM IST

Updated : Jun 3, 2020, 1:13 PM IST

শ্রীনগর, 3 জুন : পুলওয়ামায় খতম তিন জইশ-ই-মহম্মদ জঙ্গি । পুলওয়ামার কঙ্গন জেলায় আজ ভোর থকে জঙ্গি ও নিরাপত্তারক্ষীদের গুলির লড়াই শুরু হয় । তাতে তিন জনকে খতম করা হয় । এদের পরিচয় এখনও পাওয়া যায়নি । তবে এরা জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের সদস্য । নিরাপত্তার স্বার্থে পুলওয়ামায় বন্ধ করা হয়েছে মোবাইল ইন্টারনেট পরিষেবা ।

গোপন সূত্রে খবর পেয়ে আজ ভোরে পুলওয়ামার কঙ্গনে অভিযান চালায় নিরাপত্তারক্ষীরা । সঙ্গে ছিল ভারতীয় সেনার রাষ্ট্রীয় রাইফেল 55 ও CRPF-এর 183 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা । আজ ভোরে কঙ্গনের আসথান মহল্লায় অভিযান চালান নিরাপত্তারক্ষীরা । সেখানে লুকিয়ে থাকা জঙ্গিরা বিনা প্ররোচনায় সেনা-জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে । পালটা জবাব দেন জওয়ানরাও । তাতে মারা পড়ে তিন জঙ্গি ।

ঘটনাস্থানের ভিডিয়ো

এই বিষয়ে একজন পুলিশকর্মী বলেন, "আমরা খবর পাই জইশ-ই-মহম্মদ জঙ্গিরা কঙ্গন এলাকায় লুকিয়ে আছে । তারপরই অভিযান চালানো হয় ।" সূত্রের খবর, ওই তিন জঙ্গির মধ্যে একজন কমান্ডারও রয়েছে । গোটা এলাকা ঘিরে রেখে তল্লাশি অভিযান চালাচ্ছে সেনা ।

প্রসঙ্গত, 28 মে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় 20 কেজি IED-সহ একটি গাড়ি আটক করেন সেনা জওয়ানরা । এই ঘটনার পর গোয়েন্দারা অনুমান করেন, 2019-র পুলওয়ামার হামলার মতো কোনও হামলার ছক কষেছিল জঙ্গিরা ।

শ্রীনগর, 3 জুন : পুলওয়ামায় খতম তিন জইশ-ই-মহম্মদ জঙ্গি । পুলওয়ামার কঙ্গন জেলায় আজ ভোর থকে জঙ্গি ও নিরাপত্তারক্ষীদের গুলির লড়াই শুরু হয় । তাতে তিন জনকে খতম করা হয় । এদের পরিচয় এখনও পাওয়া যায়নি । তবে এরা জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের সদস্য । নিরাপত্তার স্বার্থে পুলওয়ামায় বন্ধ করা হয়েছে মোবাইল ইন্টারনেট পরিষেবা ।

গোপন সূত্রে খবর পেয়ে আজ ভোরে পুলওয়ামার কঙ্গনে অভিযান চালায় নিরাপত্তারক্ষীরা । সঙ্গে ছিল ভারতীয় সেনার রাষ্ট্রীয় রাইফেল 55 ও CRPF-এর 183 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা । আজ ভোরে কঙ্গনের আসথান মহল্লায় অভিযান চালান নিরাপত্তারক্ষীরা । সেখানে লুকিয়ে থাকা জঙ্গিরা বিনা প্ররোচনায় সেনা-জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে । পালটা জবাব দেন জওয়ানরাও । তাতে মারা পড়ে তিন জঙ্গি ।

ঘটনাস্থানের ভিডিয়ো

এই বিষয়ে একজন পুলিশকর্মী বলেন, "আমরা খবর পাই জইশ-ই-মহম্মদ জঙ্গিরা কঙ্গন এলাকায় লুকিয়ে আছে । তারপরই অভিযান চালানো হয় ।" সূত্রের খবর, ওই তিন জঙ্গির মধ্যে একজন কমান্ডারও রয়েছে । গোটা এলাকা ঘিরে রেখে তল্লাশি অভিযান চালাচ্ছে সেনা ।

প্রসঙ্গত, 28 মে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় 20 কেজি IED-সহ একটি গাড়ি আটক করেন সেনা জওয়ানরা । এই ঘটনার পর গোয়েন্দারা অনুমান করেন, 2019-র পুলওয়ামার হামলার মতো কোনও হামলার ছক কষেছিল জঙ্গিরা ।

Last Updated : Jun 3, 2020, 1:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.