আগ্রা, 2 নভেম্বর : উত্তরপ্রদেশের সরকারি শিশুকেন্দ্রে তিনদিনে মৃত্যু হল তিন শিশুর ৷ অভিযোগ, পর্যাপ্ত পুষ্টির অভাব ৷ প্রত্যেকেরই বয়স ছ'মাসের কম ৷
গত মাসের 24 তারিখ SN মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথে চার মাস বয়সি সুনীতার মৃত্যু হয় ৷ ঠিক তার পর দিন মৃত্যু হয় দু'মাসের অবনীর ৷ এ
অতিরিক্ত জেলা দায়রা জজ সেপ্টেম্বরের মাঝামাঝি সময় সিরোলি শিশুকেন্দ্র পরিদর্শনে গিয়েছিলেন । সেই রিপোর্ট অনুযায়ী জানা যায়, ওই গ্রামে পাঁচ বছরের কম বয়সি 13 শিশু অপুষ্টিতে ভুগছিল ৷ তাদের যথাযথ পুষ্টির জন্য তিনি (DPO)-কে একটি চিঠিও পাঠিয়েছিলেন । তবে এই বিষয়ে কেন্দ্রের সুপারিনটেডেন্ট যুক্তি দেয় আবহাওয়ার পরিবর্তনের ৷
জানা গেছে, তিনটি শিফটে শিশুদের দেখাশোনা করার জন্য এই স্বাস্থ্যকেন্দ্রে ছয় জন মহিলা, চুক্তিভিত্তিক কর্মী রয়েছেন ৷ যার অর্থ একটি নির্দিষ্ট সময়ে ৪৪ জন বাচ্চার দেখাশোনা করার জন্য শুধুমাত্র ২ জন কর্মচারী রয়েছেন ৷