চেন্নাই, 20 ফেব্রুয়ারি : ইন্ডিয়ান 2 ছবির শুটিংয়ে ক্রেন ভেঙে মৃত্যু হল তিন চলচ্চিত্র কর্মীর । জখম হয়েছেন 9 জন । কমল হাসান অভিনীত এই ছবিটির শুটিং চলছিল চেন্নাইয়ের কাছে ৷
মৃত তিন ব্যক্তি ইন্ডিয়ান 2 ছবির শুটিংয়ে কর্মরত ছিলেন । একজনের নাম মধু, তিনি ছবি পরিচালক শঙ্করের সহকারী ছিলেন । আরও এক মৃতের নাম কৃষ্ণা । ইন্ডিয়ান 2 ছবির সহকারী পরিচালক ছিলেন তিনি । চন্দ্রন নামে এক চলচ্চিত্র কর্মীরও এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ।
ঘটনায় জখমদের নিকটবর্তী হাসপাতালে ভরতি করা হয়েছে । চিকিৎসকরা জানিয়েছেন, এখনও পর্যন্ত তাঁদের শারীরিক অবস্থার বিষয়ে নিশ্চিত করা যাচ্ছে না । চেন্নাইয়ের কাছে কমল হাসান অভিনীত ইন্ডিয়ান 2 ছবির শুটিং চলছিল । এই সময়ে একটি ক্রেন ভেঙে পড়ে । দুর্ঘটনায় আপাতত বন্ধ ছবির শুটিং ।