ETV Bharat / bharat

রাজস্থানে নতুন করে কোরোনায় আক্রান্ত 12, মৃত 3 - coronavirus news

রাজস্থানে নতুন করে কোরোনায় আক্রান্ত হলেন 12জন । রাজস্থান সরকারের স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত মোট 2,678 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন । 65 জনের মৃত্যু হয়েছে ।

Rajasthan
Rajasthan
author img

By

Published : May 2, 2020, 1:15 PM IST

জয়পুর, 2 মে : রাজস্থানে নতুন করে কোরোনায় আক্রান্ত হলেন 12 জন । এবং 3 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রাজস্থান সরকার । এদের মধ্যে জয়পুরের দু'জন এবং যোধপুরের একজন।

রামগঞ্জ থেকে 55 বছরের এক ব্যক্তিকে জয়পুরের SMS হাসপাতালে নিয়ে আসা হয় । চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । চাঁদপোলের 15 বছরের এক কিশোরের গতকাল জেকে লোন হাসপাতালে মত্যু হয় । যোধপুরের এমজি হাসপাতালে বৃহস্পতিবার 67 বছরের এক প্রৌঢ়ের মৃত্যু হয় বলে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে ।

নতুন 12 জন কোরোনা আক্রান্তের মধ্যে জয়পুরের পাঁচজন । যোধপুর এবং ঢোলপুরের দুইজন রয়েছেন । আজ়মেরহ, চিত্রগড় এবং কোটা থেকে একজন করে ব্যক্তি কোরোনায় আক্রান্ত হয়েছেন । রাজস্থান সরকারের স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত রাজ্যে মোট 2,678 জন কোরোনায় আক্রান্ত । 65 জনের মৃত্যু হয়েছে ।

জয়পুর, 2 মে : রাজস্থানে নতুন করে কোরোনায় আক্রান্ত হলেন 12 জন । এবং 3 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রাজস্থান সরকার । এদের মধ্যে জয়পুরের দু'জন এবং যোধপুরের একজন।

রামগঞ্জ থেকে 55 বছরের এক ব্যক্তিকে জয়পুরের SMS হাসপাতালে নিয়ে আসা হয় । চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । চাঁদপোলের 15 বছরের এক কিশোরের গতকাল জেকে লোন হাসপাতালে মত্যু হয় । যোধপুরের এমজি হাসপাতালে বৃহস্পতিবার 67 বছরের এক প্রৌঢ়ের মৃত্যু হয় বলে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে ।

নতুন 12 জন কোরোনা আক্রান্তের মধ্যে জয়পুরের পাঁচজন । যোধপুর এবং ঢোলপুরের দুইজন রয়েছেন । আজ়মেরহ, চিত্রগড় এবং কোটা থেকে একজন করে ব্যক্তি কোরোনায় আক্রান্ত হয়েছেন । রাজস্থান সরকারের স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত রাজ্যে মোট 2,678 জন কোরোনায় আক্রান্ত । 65 জনের মৃত্যু হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.