ETV Bharat / bharat

সবচেয়ে কম দামে কোরোনার ভ্যাকসিন পৌঁছে দেওয়াই লক্ষ্য : মোদি

দিল্লির লালকেল্লা থেকে কোরোনা ভ্যাকসিন বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ দেশের তিনটি জায়গায় ভ্যাকসিন পরীক্ষা চলছে ৷ বিজ্ঞানীরা ছাড়পত্র দিলেই বাজারে আসবে ভ্যাকসিন, বললেন নরেন্দ্র মোদি ৷

India will make corona vaccine in lowest cost
লালকেল্লায় প্রধানমন্ত্রী
author img

By

Published : Aug 15, 2020, 9:42 AM IST

Updated : Aug 15, 2020, 10:18 AM IST

দিল্লি, 15 অগাস্ট : কোরোনা প্রতিরোধের ক্ষেত্রে আত্মনির্ভরতার কথা প্রধানমন্ত্রীর মুখে ৷ আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লালকেল্লা থেকে জাতীর উদ্দেশ্যে ভাষণে বলেন , "কোরোনার ভ্যাকসিন তৈরিতে আত্মনির্ভরতার পথেই এগিয়েছে ভারত ৷ সবচেয়ে কম দামে সাধারণ মানুষের কাছে কোরোনা ভ্যাকসিন পৌঁছে দেওয়ায়ই একমাত্র লক্ষ্য ৷ "

আজ 74 তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী ৷ তারপর তাঁর ভাষণে স্বাভাবিকভাবেই উঠে আসে বর্তমান পরিস্থিতি ৷ বর্তমানে কোরোনার বিরুদ্ধে দেশের মানুষ যেভাবে লড়াই করছে তাতে সাধুবাদ জানান তিনি ৷ পাশাপাশি খুব দ্রুত এই পরিস্থিতি থেকে দেশ বেরিয়ে আসবে বলেও আশাবাদী প্রধানমন্ত্রী ৷ তাঁর কথায়, " ভারত নিজেরাই ভ্যাকসিন তৈরি করছে ৷ চিকিৎসক-বিজ্ঞানীরা কাজ করছেন ৷ দেশের তিনটি জায়গায় তিনটি ভ্যাকসিন পরীক্ষা স্তরে রয়েছে ৷ সবচেয়ে কম দামে মানুষের কাছে ভ্যাকসিন পৌঁছে দেওয়াই একমাত্র লক্ষ্য ৷" বিজ্ঞানী-চিকিৎসকেরা সবুজ সংকেত দিলেই ভ্যাকসিন তৈরির কাজ শুরু হবে বলেই জানিয়েছেন তিনি ৷

আরও পড়ুন : আত্মনির্ভর ভারতই নতুন ভারত, লালকেল্লা থেকে বার্তা প্রধানমন্ত্রীর

আরও পড়ুন : কোরোনার বিরুদ্ধে দেশবাসীকে একজোট হওয়ার আহ্বান মোদির

প্রধানমন্ত্রী বলেন, যেভাবে দেশের মানুষ কোরোনার বিরুদ্ধে লড়াই করেছে-করছেন তা নিসন্দেহে সাধুবাদ যোগ্য ৷ আজকের ভাষণে কোরোনা মোকাবিলায় যেসব চিকিৎসক-স্বাস্থ্যকর্মী-নার্সরা দিনরাত কাজ করেছেন তাঁদের প্রশাংসা করতেও ভোলেননি প্রধানমন্ত্রী ৷

দিল্লি, 15 অগাস্ট : কোরোনা প্রতিরোধের ক্ষেত্রে আত্মনির্ভরতার কথা প্রধানমন্ত্রীর মুখে ৷ আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লালকেল্লা থেকে জাতীর উদ্দেশ্যে ভাষণে বলেন , "কোরোনার ভ্যাকসিন তৈরিতে আত্মনির্ভরতার পথেই এগিয়েছে ভারত ৷ সবচেয়ে কম দামে সাধারণ মানুষের কাছে কোরোনা ভ্যাকসিন পৌঁছে দেওয়ায়ই একমাত্র লক্ষ্য ৷ "

আজ 74 তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী ৷ তারপর তাঁর ভাষণে স্বাভাবিকভাবেই উঠে আসে বর্তমান পরিস্থিতি ৷ বর্তমানে কোরোনার বিরুদ্ধে দেশের মানুষ যেভাবে লড়াই করছে তাতে সাধুবাদ জানান তিনি ৷ পাশাপাশি খুব দ্রুত এই পরিস্থিতি থেকে দেশ বেরিয়ে আসবে বলেও আশাবাদী প্রধানমন্ত্রী ৷ তাঁর কথায়, " ভারত নিজেরাই ভ্যাকসিন তৈরি করছে ৷ চিকিৎসক-বিজ্ঞানীরা কাজ করছেন ৷ দেশের তিনটি জায়গায় তিনটি ভ্যাকসিন পরীক্ষা স্তরে রয়েছে ৷ সবচেয়ে কম দামে মানুষের কাছে ভ্যাকসিন পৌঁছে দেওয়াই একমাত্র লক্ষ্য ৷" বিজ্ঞানী-চিকিৎসকেরা সবুজ সংকেত দিলেই ভ্যাকসিন তৈরির কাজ শুরু হবে বলেই জানিয়েছেন তিনি ৷

আরও পড়ুন : আত্মনির্ভর ভারতই নতুন ভারত, লালকেল্লা থেকে বার্তা প্রধানমন্ত্রীর

আরও পড়ুন : কোরোনার বিরুদ্ধে দেশবাসীকে একজোট হওয়ার আহ্বান মোদির

প্রধানমন্ত্রী বলেন, যেভাবে দেশের মানুষ কোরোনার বিরুদ্ধে লড়াই করেছে-করছেন তা নিসন্দেহে সাধুবাদ যোগ্য ৷ আজকের ভাষণে কোরোনা মোকাবিলায় যেসব চিকিৎসক-স্বাস্থ্যকর্মী-নার্সরা দিনরাত কাজ করেছেন তাঁদের প্রশাংসা করতেও ভোলেননি প্রধানমন্ত্রী ৷

Last Updated : Aug 15, 2020, 10:18 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.