ETV Bharat / bharat

রয়েছে বিধিনিষেধ, আজ থেকে জম্মু-কাশ্মীরে চালু হচ্ছে 2জি পরিষেবা - 2G mobile internet services in jammu-kashmir

আজ থেকে জম্মু-কাশ্মীরে চালু হচ্ছে 2জি ইন্টারনেট পরিষেবা । তবে এখনই সোশাল মিডিয়ার ব্যবহার করতে পারবেন না বাসিন্দারা ।

ছবি
ছবি
author img

By

Published : Jan 25, 2020, 8:43 AM IST

শ্রীনগর, 25 জনুয়ারি : 370 ধারা প্রত্যাহারের পর জম্মু ও কাশ্মীরে ইন্টারনেট ও মোবাইল পরিষেবা বন্ধ করে দেয় কেন্দ্রীয় সরকার । পাঁচ মাস পর শেষমেশ আজ 2জি পরিষেবা চালু হচ্ছে উপত্যকায় । তবে কিছু বিধিনিষেধ রয়েছে । শুধুমাত্র শ্বেত তালিকাভুক্ত ওয়েবসাইটগুলির মধ্যে ইন্টারনেট ব্যবহার সীমাবদ্ধ থাকবে । তবে এখনই সোশাল মিডিয়া ব্যবহার করতে পারবেন না বাসিন্দারা । বিজ্ঞপ্তি অনুযায়ী পোস্টপেইডের পাশাপাশি প্রিপেইড সিমেও মিলবে এই পরিষেবা । বিধিনিষেধ কতটা শিথিল করা যায়, তা নিয়ে 31 জানুয়ারি আবার পর্যালোচনা করা হবে ।

জম্মু-কাশ্মীরে যে বিবৃতি জারি করা হয়েছে তাতে লেখা রয়েছে, কয়েকটি বিধিনিষেধের সঙ্গে কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরে মোবাইল ও ইন্টারনেট পরিষেবা চালু হবে । আজ থেকে এটি কার্যকর হবে । 31 জানুয়ারি পর্যন্ত জারি থাকবে । তারপর আবার পর্যালোচনা করা হবে । জম্মু ও কাশ্মীরে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা নিয়ে নানা মহলের তরফে একাধিক সমালোচনা হয় । এই বিধিনিষেধে কিছুটা শিথিলতা আসে এই মাসের শুরুর দিকে । একটি আবেদনের জবাবে সুপ্রিম কোর্ট তাৎক্ষণিক পর্যালোচনা করার নির্দেশ দেয় । সেইসময়, আদালত বলেছিল, "অবাধ চলাচল, ইন্টারনেট এবং মৌলিক স্বাধীনতায় বিধিনিষেধ আরোপ ক্ষমতার আস্ফালন হতে পারে না । ইন্টারনেট সংযোগ ব্যক্তির বাকস্বাধীনতা এবং মতপ্রকাশের অধিকারের অবিচ্ছেদ্য অঙ্গ ।

আরও পড়ুন : ''কাশ্মীরে নেট ? খারাপ সিনেমা দেখা ছাড়া আর কিছু করার নেই'', মন্তব্য নীতি আয়োগ সদস্যের

দিনকয়েক আগে, উপত্যকায় নেট পরিষেবা বন্ধ রাখা নিয়ে মন্তব্য করেন নীতি আয়োগ সদস্য ভি কে সারস্বত ৷ পরিষেবা বন্ধ রাখার পিছনে নিজের যুক্তিও দেন তিনি । তাঁর বক্তব্য, সেখানে ইন্টারনেট বন্ধ থাকায় কোনও ক্ষতি হয়নি ৷ কারণ খারাপ সিনেমা দেখা ছাড়া আর কিছু করার নেই সেখানে ৷ যদিও পরে তিনি বলেন, আর্থিক ক্ষতির কথা বলতে চেয়েছেন তিনি ৷

370 ধারা প্রত্যাহারের পর জম্মু ও কাশ্মীরে ইন্টারনেট ও মোবাইল পরিষেবা বন্ধ করে দেয় কেন্দ্রীয় সরকার । অশান্তি এড়াতে এই পদক্ষেপ নেওয়া হয় বলে জানানো হয় । সমস্যায় পড়ে সাধারণ মানুষ । সমস্যায় পড়ে দেশের বিভিন্ন প্রান্তে থাকা কাশ্মীরের বহু মানুষও ।

শ্রীনগর, 25 জনুয়ারি : 370 ধারা প্রত্যাহারের পর জম্মু ও কাশ্মীরে ইন্টারনেট ও মোবাইল পরিষেবা বন্ধ করে দেয় কেন্দ্রীয় সরকার । পাঁচ মাস পর শেষমেশ আজ 2জি পরিষেবা চালু হচ্ছে উপত্যকায় । তবে কিছু বিধিনিষেধ রয়েছে । শুধুমাত্র শ্বেত তালিকাভুক্ত ওয়েবসাইটগুলির মধ্যে ইন্টারনেট ব্যবহার সীমাবদ্ধ থাকবে । তবে এখনই সোশাল মিডিয়া ব্যবহার করতে পারবেন না বাসিন্দারা । বিজ্ঞপ্তি অনুযায়ী পোস্টপেইডের পাশাপাশি প্রিপেইড সিমেও মিলবে এই পরিষেবা । বিধিনিষেধ কতটা শিথিল করা যায়, তা নিয়ে 31 জানুয়ারি আবার পর্যালোচনা করা হবে ।

জম্মু-কাশ্মীরে যে বিবৃতি জারি করা হয়েছে তাতে লেখা রয়েছে, কয়েকটি বিধিনিষেধের সঙ্গে কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরে মোবাইল ও ইন্টারনেট পরিষেবা চালু হবে । আজ থেকে এটি কার্যকর হবে । 31 জানুয়ারি পর্যন্ত জারি থাকবে । তারপর আবার পর্যালোচনা করা হবে । জম্মু ও কাশ্মীরে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা নিয়ে নানা মহলের তরফে একাধিক সমালোচনা হয় । এই বিধিনিষেধে কিছুটা শিথিলতা আসে এই মাসের শুরুর দিকে । একটি আবেদনের জবাবে সুপ্রিম কোর্ট তাৎক্ষণিক পর্যালোচনা করার নির্দেশ দেয় । সেইসময়, আদালত বলেছিল, "অবাধ চলাচল, ইন্টারনেট এবং মৌলিক স্বাধীনতায় বিধিনিষেধ আরোপ ক্ষমতার আস্ফালন হতে পারে না । ইন্টারনেট সংযোগ ব্যক্তির বাকস্বাধীনতা এবং মতপ্রকাশের অধিকারের অবিচ্ছেদ্য অঙ্গ ।

আরও পড়ুন : ''কাশ্মীরে নেট ? খারাপ সিনেমা দেখা ছাড়া আর কিছু করার নেই'', মন্তব্য নীতি আয়োগ সদস্যের

দিনকয়েক আগে, উপত্যকায় নেট পরিষেবা বন্ধ রাখা নিয়ে মন্তব্য করেন নীতি আয়োগ সদস্য ভি কে সারস্বত ৷ পরিষেবা বন্ধ রাখার পিছনে নিজের যুক্তিও দেন তিনি । তাঁর বক্তব্য, সেখানে ইন্টারনেট বন্ধ থাকায় কোনও ক্ষতি হয়নি ৷ কারণ খারাপ সিনেমা দেখা ছাড়া আর কিছু করার নেই সেখানে ৷ যদিও পরে তিনি বলেন, আর্থিক ক্ষতির কথা বলতে চেয়েছেন তিনি ৷

370 ধারা প্রত্যাহারের পর জম্মু ও কাশ্মীরে ইন্টারনেট ও মোবাইল পরিষেবা বন্ধ করে দেয় কেন্দ্রীয় সরকার । অশান্তি এড়াতে এই পদক্ষেপ নেওয়া হয় বলে জানানো হয় । সমস্যায় পড়ে সাধারণ মানুষ । সমস্যায় পড়ে দেশের বিভিন্ন প্রান্তে থাকা কাশ্মীরের বহু মানুষও ।

New Delhi, Jan 25 (ANI): Google will be hosting its I/O developer conference this year from May 12-14. Alphabet and Google CEO Sundar Pichai made the announcement in his official tweet. The three-day conference will be hosted at Shoreline Amphitheatre in Mountain View, California. It is speculated that Google will showcase the Pixel 4a, new Pixel Buds, new Nest device, and the next OS iteration - Android 11.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.