দিল্লি, 27 এপ্রিল : চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, প্যারামেডিকস ও অন্যান্য কর্মী-সহ দিল্লির বাবা সাহেব আম্বেদকর হাসপাতালের 29 জন কোরোনায় আক্রান্ত । নয়ডার ন্যাশনাল ইন্সটিটিউট অফ বায়োলজিকালসের রিপোর্টে এই তথ্য দেওয়া হয়েছে । তাদের রিপোর্ট অনুযায়ী, হাসপাতালের আরও চারজন কর্মী কোরোনায় আক্রান্ত বলে অনুমান করা হচ্ছে ।
দিল্লির কোরোনা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছিলেন, "স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে যেসব বিধিনিষেধ দেওয়া হয়েছে তার বাইরে গিয়ে রাজ্যে লকডাউন শিথিল করা হবে না ।" অনলাইনে সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন, "আমরা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি । দিল্লিতে কোরোনা সংক্রমণ রোধ করতে আমাদের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে ।"
কেজরিওয়াল জানান, কেন্দ্রের বিধিনিষেধ অনুযায়ী তাঁর সরকার 3 মে পর্যন্ত লকডাউন চলকালীন পাড়ার দোকানগুলি খোলার অনুমতি দিয়েছে । তবে, বাজার ও মলগুলিকে সেই অনুমতি দেওয়া হয়নি । একইসঙ্গে কোরোনা কনটেনমেন্ট জ়োনগুলিতে সব দোকান বন্ধ রাখতে বলা হয়েছে ।
দেশে কোরোনায় আক্রান্ত 26 হাজার 917 জন । যার মধ্যে 20 হাজার 177 টি সংক্রমণের কেস সক্রিয় রয়েছে । 5 হাজার 913 জন সুস্থ হয়েছেন বা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন । এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 826 জনের ।