গান্ধিনগর, 18 মে : ছাঁটাই করা হল নরেন্দ্র মোদির স্বপ্নের প্রকল্প ঘোঘা-দহেজ রো-রো ফেরি সার্ভিসের 29 জন কর্মচারীকে। এই পরিষেবার দায়িত্বে থাকা সংস্থাটি চলতি মাস থেকে সমস্ত কর্মচারীদের অর্ধেক বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
অর্ধেক বেতন দেওয়ার পর 33 জন কর্মীর মধ্যে 29 জনকেই ছাঁটাই করা হয়েছে। এখন 4 জন কর্মী রয়েছেন । তাঁরাই কাজ চালাচ্ছেন । 31 মার্চ থেকে বন্ধ রয়েছে রো-রো ফেরি পরিষেবা। তবে সংস্থার CEO ডি কে মনরাল জানিয়েছেন, একবার পরিষেবা শুরু হলে এই কর্মীদের পুনরায় ফিরিয়ে আনা হবে ।
জানা গেছে গুজরাত মেরিটাইম বোর্ড ঠিক করে ড্রেজ়িংয়ের কাজ করেনি সমুদ্রে । আর এর জেরে গভীরতার অভাবে সমুদ্রে চলাচল করতে পারছে না জাহাজ ।