মুম্বই, 24 মে : মহারাষ্ট্রে নতুন করে আরও 2,608 জন কোরোনায় আক্রান্ত হলেন । এনিয়ে ওই রাজ্যে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা(গতকাল পর্যন্ত) বেড়ে হয়েছে 47,190 ।
মহারাষ্ট্র স্বাস্থ্য দপ্তর প্রকাশিত তথ্য অনুযায়ী, গতকাল 60 জন কোরোনা আক্রান্তের মৃত্যু হয়েছে । তাঁদের মধ্যে 40 জন মুম্বইয়ের । পুনেতে মৃত্যু হয়েছে 14 জনের । সোলাপুরে দুইজনের । ভাসাই-ভিরার, সাতারা, থানে এবং ননদেদে একজন করে ব্যক্তির মৃত্যু হয়েছে । রাজ্যে মোট মৃতের সংখ্যা 1577 ।
গতকাল 821 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন । এখনও পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 13,404 জন । মহারাষ্ট্রের 47,190 জন আক্রান্তের মধ্যে মুম্বই শহরেরই 28,817 জন । এখানে মারা গেছেন 949 জন ।
স্বাস্থ্য দপ্তর প্রকাশিত তথ্য অনুযায়ী, 4,85,623 জন হোম কোয়ারানটিনে রয়েছেন । 33,545 জন ইন্সটিটিউশনাল কোয়ারানটিনে রয়েছেন । এখন সক্রিয় রয়েছেন 32,209 জন । এখনও পর্যন্ত 3,48,026 জনের সোয়াব নমুনা পরীক্ষা করা হয়েছে ।