ETV Bharat / bharat

যৌন নির্যাতনে বাধা দেওয়ায় নাবালিকাকে পুড়িয়ে মারার চেষ্টা, ধৃত যুবক - হায়দরাবাদ

13 বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের চেষ্টা ৷ বাধা দেওয়ায় নাবালিকাকে পেট্রল দিয়ে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ ।

পুড়িয়ে খুনের চেষ্টা নাবালিকাকে
পুড়িয়ে খুনের চেষ্টা নাবালিকাকে
author img

By

Published : Oct 6, 2020, 7:26 PM IST

খাম্মাম (তেলাঙ্গানা), 6 অক্টোবর : যৌন নির্যাতনে বাধা দেওয়ায় 13 বছরের নাবালিকাকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল ৷ গ্রেপ্তার 26 বছরের যুবক ৷ 18 সেপ্টেম্বর ঘটনাটি ঘটে তেলাঙ্গানার খাম্মাম জেলায় ৷ বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে ভরতি রয়েছে ওই নাবালিকা ৷ চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের 70 শতাংশই পুড়ে গিয়েছে ৷ তবে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে সে ৷

ইতিমধ্যেই ওই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ POCSO আইনে অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ ও খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছে পুলিশ ৷ খাম্মাম জেলার পুলিশ কমিশনার তখসির ইকবাল জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে তথ্য লোপাটের অভিযোগ দায়ের করা হয়েছে ৷

ওই নাবালিকা অভিযুক্ত যুবককে চিহ্নিত করেছে ৷ নাবালিকা যে বাড়িতে আয়ার কাজ করত সেই বাড়ির ছেলেই অভিযুক্ত বলে জানা গেছে ৷

ওই নাবালিকা পুলিশকে জানিয়েছে, 18 সেপ্টেম্বর রাতে ওই যুবক যৌন নির্যাতনের চেষ্টা করে । বাধা দিতে গেলে তার গায়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেয় ৷ যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে ওই যুবক ৷

খাম্মাম (তেলাঙ্গানা), 6 অক্টোবর : যৌন নির্যাতনে বাধা দেওয়ায় 13 বছরের নাবালিকাকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল ৷ গ্রেপ্তার 26 বছরের যুবক ৷ 18 সেপ্টেম্বর ঘটনাটি ঘটে তেলাঙ্গানার খাম্মাম জেলায় ৷ বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে ভরতি রয়েছে ওই নাবালিকা ৷ চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের 70 শতাংশই পুড়ে গিয়েছে ৷ তবে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে সে ৷

ইতিমধ্যেই ওই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ POCSO আইনে অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ ও খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছে পুলিশ ৷ খাম্মাম জেলার পুলিশ কমিশনার তখসির ইকবাল জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে তথ্য লোপাটের অভিযোগ দায়ের করা হয়েছে ৷

ওই নাবালিকা অভিযুক্ত যুবককে চিহ্নিত করেছে ৷ নাবালিকা যে বাড়িতে আয়ার কাজ করত সেই বাড়ির ছেলেই অভিযুক্ত বলে জানা গেছে ৷

ওই নাবালিকা পুলিশকে জানিয়েছে, 18 সেপ্টেম্বর রাতে ওই যুবক যৌন নির্যাতনের চেষ্টা করে । বাধা দিতে গেলে তার গায়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেয় ৷ যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে ওই যুবক ৷

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.