ETV Bharat / bharat

কাশ্মীরে মিনিবাস খাদে পড়ে মৃত 33

জম্মুর কিস্তওয়ার জেলায় বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে 33 জন । আহত আরও 13 ।

কাশ্মীরে মিনি বাস খাদে পড়ে মৃত 25
author img

By

Published : Jul 1, 2019, 10:37 AM IST

Updated : Jul 1, 2019, 1:33 PM IST

জম্মু, 1 জুলাই : জম্মুর কিস্তওয়ার জেলায় বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে 33 জন । আহত আরও 13 । আজ সকাল সাড়ে সাতটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে । কেশওয়ান থেকে কিস্তওয়ার যাওয়ার পথে শিড়গওয়ারির কাছে মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় । বাসটিতে 50 জনের মতো যাত্রী ছিলেন ।

জম্মু জেলার IG এম কে সিনহা জানান, এখনও পর্যন্ত 20টি দেহ উদ্ধার করা হয়েছে । উদ্ধারকাজ এখনও চলছে । কিস্তওয়ারের ডেপুটি কমিশনার অংরেজ় সিংহ রাণা জানান, আহতদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে ।

ঘটনায় শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সহ জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা টুইট করেন । সকলেই আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন ।

জম্মু, 1 জুলাই : জম্মুর কিস্তওয়ার জেলায় বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে 33 জন । আহত আরও 13 । আজ সকাল সাড়ে সাতটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে । কেশওয়ান থেকে কিস্তওয়ার যাওয়ার পথে শিড়গওয়ারির কাছে মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় । বাসটিতে 50 জনের মতো যাত্রী ছিলেন ।

জম্মু জেলার IG এম কে সিনহা জানান, এখনও পর্যন্ত 20টি দেহ উদ্ধার করা হয়েছে । উদ্ধারকাজ এখনও চলছে । কিস্তওয়ারের ডেপুটি কমিশনার অংরেজ় সিংহ রাণা জানান, আহতদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে ।

ঘটনায় শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সহ জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা টুইট করেন । সকলেই আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন ।

RESTRICTION SUMMARY: AP CLIENTS ONLY
SHOTLIST:
US NETWORK POOL - AP CLIENTS ONLY
Joint Base Andrews, Maryland - 30 June 2019
1. US President Donald Trump walks down stairs from plane, walks across tarmac, boards helicopter
US NETWORK POOL - AP CLIENTS ONLY
Washington, DC - 30 June 2019
2. Trump walks out of helicopter into White House
STORYLINE:
US President Donald Trump returned to The White House on Sunday, following his trip to the G20 summit in Japan, North and South Korea.
On Sunday, Trump met with North Korea's Kim Jong Un at the Demilitarized Zone between North and South Korea,
becoming the first American president to set foot in North Korea.
===========================================================
Clients are reminded:
(i) to check the terms of their licence agreements for use of content outside news programming and that further advice and assistance can be obtained from the AP Archive on: Tel +44 (0) 20 7482 7482 Email: info@aparchive.com
(ii) they should check with the applicable collecting society in their Territory regarding the clearance of any sound recording or performance included within the AP Television News service
(iii) they have editorial responsibility for the use of all and any content included within the AP Television News service and for libel, privacy, compliance and third party rights applicable to their Territory.
Last Updated : Jul 1, 2019, 1:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.