থানে, 22 অক্টোবর : মহারাষ্ট্রের থানেতে বাজ পড়ে আহত প্রায় 25 ৷ গতকাল রাতে থানের শিরোল পঞ্চায়েতের শাহাপুর তালুকার দু'টি বাড়িতে বাজ পড়ে ৷ ঘটনাস্থানে আহত হয় প্রায় 25 জন ৷ তাদের মধ্যে ছিল একটি 6 মাসের শিশুও ৷ আহতদের শাহাপুরে স্থানীয় সরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে ৷
গত কয়েক সপ্তাহ ধরেই মহারাষ্ট্রে ভারী বৃষ্টি চলছে ৷ গত সপ্তাহে , ভারী বৃষ্টি ও বন্যায় পুনে , ঔরঙ্গাবাদ ও কোঙ্কন ডিভিশনে মারা যায় কমপক্ষে 48 জন ৷ কয়েকলাখ হেক্টর চাষ জমি ক্ষতিগ্রস্ত হয় ৷
কাটগাঁওতে একটি বৈঠকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বলেন, আবহাওয়া দপ্তর জানিয়েছে ভারী বৃষ্টির আশঙ্কা কেটেছে ৷ তবে, আগামী সাত থেকে আট দিন হতে পারে বজ্রপাত ৷