ETV Bharat / bharat

লড়াই শেষ, মারা গেলেন মহারাষ্ট্রের সেই অগ্নিদগ্ধ অধ্যাপিকা

author img

By

Published : Feb 10, 2020, 1:43 PM IST

আজ সকাল 6:55 নাগাদ ওই যুবতিকে মৃত ঘোষণা করা হয় তাঁর মৃত্যুর কারণ সম্ভবত সেপ্টিসেমিক শক৷ ময়নাতদন্তের জন্য তাঁর দেহ পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে

maharashtra woman set ablaze
মাহারাষ্ট্রে 24 বছরের যুবতির গায় আগুন- গ্রেপ্তার অভিযুক্ত

মহারাষ্ট্র, 10 ফেব্রুয়ারি : থেমে গেল লড়াই ৷ মারা গেলেন মহারাষ্ট্রের সেই 24 বছরের অধ্যাপিকা ৷ গত সপ্তাহের সোমবার ওয়ারধা জেলায় হিনগংঘাটে কলেজ যাওয়ার পথে তাঁর গায়ে পেট্রল ছুড়ে আগুন ধরিয়ে দেয় এক যুবক৷ তারপর থেকে নাগপুরের এর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ওই যুবতি ৷ আজ সকাল 6:55 নাগাদসেখানেই মারা যান তিনি ৷

ওই হাসপাতালের ডিরেক্টর ডাক্তার অনুপ মারার বলেন, "আজ সকাল 6:55 নাগাদ ওই যুবতিকে মৃত ঘোষণা করা হয়৷ তাঁর মৃত্যুর কারণ সম্ভবত সেপ্টিসেমিক শক৷ ময়নাতদন্তের জন্য তাঁর দেহ পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷" হাসপাতালের এক কর্তা জানিয়েছেন, "ওই যুবতির শারীরিক অবস্থা ক্রমে খারাপ হচ্ছিল ও রক্তচাপ ওঠা-নামা করছিল৷ দু'বার তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ৷ প্রথমবার তাঁকে আমরা বাঁচাতে পারলেও, দ্বিতীয়বার পারলাম না ৷ তাঁর শরীর এতটাই অগ্নিদগ্ধ হয়ে পড়ে যে চামড়ার তিনটি স্তর পুড়ে যায়৷ এর ফলে বেশ কিছু অঙ্গে ইনফেকশনও হতে শুরু করে৷ ফুসফুসের উপরও আগুনের প্রভাব পড়ার ফলে শ্বাস-প্রশ্বাসের সমস্যাও দেখা দেয়৷"

লড়াই শেষ, মারা গেলেন মহারাষ্ট্রের সেই অগ্নিদগ্ধ অধ্যাপিকা

পুলিশের তরফে জানা গেছে, যুবতির উপর আক্রমণের ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত বিকি নাগরালেকে তাকলঘাট থেকে গ্রেপ্তার করা হয়৷ হিনগংঘাট থানার পুলিয আধিকারিক সত্যবীর ভান্ডিবর বলেন, "কিছুদিন ধরেই ওই যুবতিকে উত্যক্ত করছিল বিকি৷ সেদিন ও বাইকে করে এসে ওই যুবতির গায়ে পেট্রল ছুড়ে গায়ে আগুন ধরিয়ে দেয় ৷"

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত বিকি বিবাহিত ৷ তার একটি সাত মাসের সন্তান রয়েছে৷ গত বছর বিকি আত্মহত্যার চেষ্টা করে৷ এই ঘটনায় তার বিরুদ্ধে 307 ও 326 ধারায় মামলা রুজু করেছে পুলিশ৷

মহারাষ্ট্র, 10 ফেব্রুয়ারি : থেমে গেল লড়াই ৷ মারা গেলেন মহারাষ্ট্রের সেই 24 বছরের অধ্যাপিকা ৷ গত সপ্তাহের সোমবার ওয়ারধা জেলায় হিনগংঘাটে কলেজ যাওয়ার পথে তাঁর গায়ে পেট্রল ছুড়ে আগুন ধরিয়ে দেয় এক যুবক৷ তারপর থেকে নাগপুরের এর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ওই যুবতি ৷ আজ সকাল 6:55 নাগাদসেখানেই মারা যান তিনি ৷

ওই হাসপাতালের ডিরেক্টর ডাক্তার অনুপ মারার বলেন, "আজ সকাল 6:55 নাগাদ ওই যুবতিকে মৃত ঘোষণা করা হয়৷ তাঁর মৃত্যুর কারণ সম্ভবত সেপ্টিসেমিক শক৷ ময়নাতদন্তের জন্য তাঁর দেহ পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷" হাসপাতালের এক কর্তা জানিয়েছেন, "ওই যুবতির শারীরিক অবস্থা ক্রমে খারাপ হচ্ছিল ও রক্তচাপ ওঠা-নামা করছিল৷ দু'বার তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ৷ প্রথমবার তাঁকে আমরা বাঁচাতে পারলেও, দ্বিতীয়বার পারলাম না ৷ তাঁর শরীর এতটাই অগ্নিদগ্ধ হয়ে পড়ে যে চামড়ার তিনটি স্তর পুড়ে যায়৷ এর ফলে বেশ কিছু অঙ্গে ইনফেকশনও হতে শুরু করে৷ ফুসফুসের উপরও আগুনের প্রভাব পড়ার ফলে শ্বাস-প্রশ্বাসের সমস্যাও দেখা দেয়৷"

লড়াই শেষ, মারা গেলেন মহারাষ্ট্রের সেই অগ্নিদগ্ধ অধ্যাপিকা

পুলিশের তরফে জানা গেছে, যুবতির উপর আক্রমণের ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত বিকি নাগরালেকে তাকলঘাট থেকে গ্রেপ্তার করা হয়৷ হিনগংঘাট থানার পুলিয আধিকারিক সত্যবীর ভান্ডিবর বলেন, "কিছুদিন ধরেই ওই যুবতিকে উত্যক্ত করছিল বিকি৷ সেদিন ও বাইকে করে এসে ওই যুবতির গায়ে পেট্রল ছুড়ে গায়ে আগুন ধরিয়ে দেয় ৷"

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত বিকি বিবাহিত ৷ তার একটি সাত মাসের সন্তান রয়েছে৷ গত বছর বিকি আত্মহত্যার চেষ্টা করে৷ এই ঘটনায় তার বিরুদ্ধে 307 ও 326 ধারায় মামলা রুজু করেছে পুলিশ৷

Intro:हिंगणघाट पिढीता मृतरदेह शासकीय वैद्यकीय रुग्णलायात शवविच्छेद गृहात नेताना चे नेताना चे विसुअल्स पाठविले आहेतBody:प्लझ checkConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.