লখনউ, 16 মে : রাজস্থান থেকে ফেরার পথে ট্রাক দুর্ঘটনায় মৃত্যু হল ভিনরাজ্যের 24 জন শ্রমিকের । আহত 22 । সকলকে সাইফাই PGI হাসপাতালে ভরতি করা হয়েছে । তাঁদের মধ্যে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন 15 জন । জানা গেছে, ওই ট্রাকে বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের শ্রমিকরা ছিলেন । দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সরকারের তরফে বাংলার মৃত শ্রমিকদের পরিবারপিছু 2 লাখ টাকা করে ঘোষণা করা হয়েছে ।
রাজস্থান থেকে একটি ট্রাকে করে বাড়ি ফিরছিলেন ভিনরাজ্যের এই শ্রমিকরা । আজ ভোররাত 3 টে নাগাদ উত্তরপ্রদেশের অউরাইয়া জেলায় তাঁদের ট্রাকটিকে ধাক্কা মারে উলটো দিক থেকে আসা খাদ্যসামগ্রী বহনকারী একটি ট্রাক । দুর্ঘটনায় মৃত্যু হয় 24 জনের । অউরাইয়ার জেলাশাসক অভিষেক সিং জানিয়েছেন, এই ট্রাকে বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের শ্রমিকরা নিজেদের বাড়ি ফিরছিলেন ।
দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । মৃত শ্রমিকদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি । পাশাপাশি নির্দেশ দিয়েছেন, আহতদের যেন দ্রুত চিকিৎসা পরিষেবা দেওয়া হয় । কানপুরের IG-কে তিনি নির্দেশ দিয়েছেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে । মৃতদের পরিবারপিছু 2 লাখ টাকা ও আহতদের পরিবারপিছু 50 হাজার টাকা ঘোষণা করেন ।
দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি । আহতদের জন্য আরোগ্য কামনা করেছেন ।
এদিকে পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র দপ্তরের তরফে জানানো হয়েছে, আজ উত্তরপ্রদেশের অউরাইয়ায় বাংলার তিন থেকে চারজনের মৃত্যু হয়েছে । পুরুলিয়ায় ফিরছিলেন তাঁরা । মৃতদের পরিবারপ্রতি 2 লাখ টাকা করে দেওয়া হবে ।