ETV Bharat / bharat

দু'সপ্তাহে 6 শীর্ষনেতাসহ কমপক্ষে 22 জঙ্গি নিকেশ : জম্মু ও কাশ্মীর পুলিশ - জম্মু ও কাশ্মীরের খবর

নৌশেরা সেক্টর দিয়ে চোরা অনুপ্রবেশ করতে গিয়ে নিকেশ হয় তিন জঙ্গি । কালাকোটে সেক্টর দিয়ে অনুপ্রবেশের চেষ্টায় নিকেশ হয় অন্য এক জঙ্গি ।

দিলবাগ সিং
দিলবাগ সিং
author img

By

Published : Jun 8, 2020, 3:28 PM IST

জম্মু, 8 জুন : শেষ দুই সপ্তাহে নয়টি পৃথক অভিযানে 6 শীর্ষনেতাসহ কমপক্ষে 22 জঙ্গি নিকেশ হয়েছে । জানালেন জম্মু ও কাশ্মীর পুলিশের ডিরেক্টর জেনারেল দিলবাগ সিং । শোপিয়ানে শেষ দু'দিনে হিজ়বুল মুজ়াহিদিনের নয় জঙ্গি খতম হয়েছে সেনা ও পুলিশের যৌথ অভিযানে । আজ সকালেই চার জঙ্গি নিকেশ হয়েছে ।

আজ এক সাংবাদিক বৈঠকে দিলবাগ সিং জানান, "বিগত দুই সপ্তাহ ধরে নিরাপত্তারক্ষী বাহিনী জম্মু ও কাশ্মীরে একাধিক জঙ্গিনিধন অভিযান চালিয়েছে । শেষ দুই দিনে হিজ়বুল মুজ়াহিদিনের নয় জঙ্গি খতম হয়েছে । এদের মধ্যে রয়েছে তিন শীর্ষ জঙ্গিনেতা । এদের বিরুদ্ধে নিরাপরাধ স্থানীয়দের হত্যা করা, পুলিশ ও সেনা জওয়ানদের উপর হামলাসহ একাধিক অভিযোগ রয়েছে ।"

তিনি আরও বলেন, "অবন্তিপোরায় পুলিশি সক্রিয়তার কারণে জঙ্গি সংগঠনে যোগ দেওয়ার আগেই গ্রেপ্তার হয় বেশ কিছু যুবক । জঙ্গিদের কবল থেকে তিন কিশোরকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে । শেষ দুই সপ্তাহে নয়টি পৃথক অভিযানে 6 শীর্ষনেতাসহ কমপক্ষে 22 জঙ্গি নিকেশ হয়েছে । "

কাশ্মীরের নৌশেরা সেক্টরে দিয়ে অনুপ্রবেশকারী তিন জঙ্গিকে নিকেশ করা হয়েছে । পাশাপাশি কালাকোটে সেক্টর দিয়ে অনুপ্রবেশের সময়ে অন্য এক জঙ্গি নিকেশ হয় । এর থেকেই প্রমাণিত হয়, পাকিস্তান সব দিক থেকে জঙ্গি ঢোকানোর চেষ্টা করছে । এমনই মনে করছেন জম্মু ও কাশ্মীর পুলিশের ডিরেক্টর জেনারেল দিলবাগ সিং ।

এদিকে, গতকাল শোপিয়ানের পিঞ্জোরা গ্রামে সেনা ও জঙ্গি, দু'পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয় ৷ সংঘর্ষে খতম হয়েছিল কাশ্মীর পুলিশ ও নিরাপত্তাবাহিনীর জওয়ানরা যখন টহল দিচ্ছিল তখনই এই গুলির লড়াই শুরু হয় বলে জম্মু-কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছিল ৷ রেবান এলাকায় তল্লাশি অভিযান চালানোর সময়ই জঙ্গিরা জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে । পালটা গুলি চালায় জওয়ানরাও । বেশ কিছু সময় ধরে চলে গুলির লড়াই ।

জম্মু, 8 জুন : শেষ দুই সপ্তাহে নয়টি পৃথক অভিযানে 6 শীর্ষনেতাসহ কমপক্ষে 22 জঙ্গি নিকেশ হয়েছে । জানালেন জম্মু ও কাশ্মীর পুলিশের ডিরেক্টর জেনারেল দিলবাগ সিং । শোপিয়ানে শেষ দু'দিনে হিজ়বুল মুজ়াহিদিনের নয় জঙ্গি খতম হয়েছে সেনা ও পুলিশের যৌথ অভিযানে । আজ সকালেই চার জঙ্গি নিকেশ হয়েছে ।

আজ এক সাংবাদিক বৈঠকে দিলবাগ সিং জানান, "বিগত দুই সপ্তাহ ধরে নিরাপত্তারক্ষী বাহিনী জম্মু ও কাশ্মীরে একাধিক জঙ্গিনিধন অভিযান চালিয়েছে । শেষ দুই দিনে হিজ়বুল মুজ়াহিদিনের নয় জঙ্গি খতম হয়েছে । এদের মধ্যে রয়েছে তিন শীর্ষ জঙ্গিনেতা । এদের বিরুদ্ধে নিরাপরাধ স্থানীয়দের হত্যা করা, পুলিশ ও সেনা জওয়ানদের উপর হামলাসহ একাধিক অভিযোগ রয়েছে ।"

তিনি আরও বলেন, "অবন্তিপোরায় পুলিশি সক্রিয়তার কারণে জঙ্গি সংগঠনে যোগ দেওয়ার আগেই গ্রেপ্তার হয় বেশ কিছু যুবক । জঙ্গিদের কবল থেকে তিন কিশোরকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে । শেষ দুই সপ্তাহে নয়টি পৃথক অভিযানে 6 শীর্ষনেতাসহ কমপক্ষে 22 জঙ্গি নিকেশ হয়েছে । "

কাশ্মীরের নৌশেরা সেক্টরে দিয়ে অনুপ্রবেশকারী তিন জঙ্গিকে নিকেশ করা হয়েছে । পাশাপাশি কালাকোটে সেক্টর দিয়ে অনুপ্রবেশের সময়ে অন্য এক জঙ্গি নিকেশ হয় । এর থেকেই প্রমাণিত হয়, পাকিস্তান সব দিক থেকে জঙ্গি ঢোকানোর চেষ্টা করছে । এমনই মনে করছেন জম্মু ও কাশ্মীর পুলিশের ডিরেক্টর জেনারেল দিলবাগ সিং ।

এদিকে, গতকাল শোপিয়ানের পিঞ্জোরা গ্রামে সেনা ও জঙ্গি, দু'পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয় ৷ সংঘর্ষে খতম হয়েছিল কাশ্মীর পুলিশ ও নিরাপত্তাবাহিনীর জওয়ানরা যখন টহল দিচ্ছিল তখনই এই গুলির লড়াই শুরু হয় বলে জম্মু-কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছিল ৷ রেবান এলাকায় তল্লাশি অভিযান চালানোর সময়ই জঙ্গিরা জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে । পালটা গুলি চালায় জওয়ানরাও । বেশ কিছু সময় ধরে চলে গুলির লড়াই ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.