ETV Bharat / bharat

হায়দরাবাদ বিমানবন্দরে বাজেয়াপ্ত 21 কেজি সোনা - হায়দরাবাদে সোনা উদ্ধার

জানা গিয়েছে, পার্সেলটি মধ্য প্রাচ্যের কোনও একটি জায়গা থেকে এসেছে । হায়দরাবাদ হয়ে সেটি মুম্বই যাওয়ার কথা । পার্সেলে শুধুমাত্র একটি ফোন নম্বর ও ঠিকানা রয়েছে ।

Hyedrabad
Hyedrabad
author img

By

Published : Oct 4, 2020, 4:56 PM IST

হায়দরাবাদ, 4 অক্টোবর : রাজীব গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 21 কেজি সোনা উদ্ধার । জানা গিয়েছে, একটি পার্সেল থেকে কাস্টমস অফিসারা সোনার বিস্কুট, সোনার গয়না ও হিরে বাজেয়াপ্ত করেছেন । পার্সেলের মধ্যে শুধু মাত্র ফোন নম্বর ও ঠিকানা পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন শুল্ক কর্তারা । উদ্ধার হওয়া জিনিসের বাজার মূল্য প্রায় 25 কোটি টাকা ।

জানা গিয়েছে, পার্সেলটি মধ্য প্রাচ্যের কোনও একটি জায়গা থেকে এসেছে । হায়দরাবাদ হয়ে সেটি মুম্বই যাওয়ার কথা । পার্সেলে শুধুমাত্র একটি ফোন নম্বর ও ঠিকানা রয়েছে । সুত্রের খবর, পার্সেলে থাকা ঠিকানাটি ভুয়ো ।

এ বিষয়ে এক আধিকারিক বলেন, " পার্সেলটির হায়দরাবাদ হলে মুম্বই যেত । এত মূল্যবান জিনিসের ভিত্তিতে কোনও সঠিক কাগজ নেই । এমনকী ওই পার্সেলে যে ঠিকানা দেওয়া রয়েছে, সেখানে খোঁজ নেওয়া হয়েছিল । কিন্তু, সেই ঠিকানাটি ভুয়ো । "

পার্সেলে দেওয়া ঠিকানাটি ভুয়ো হওয়ার কারণে তদন্তে অসুবিধা হচ্ছে বলে জানা গিয়েছে । তবে, এই ঘটনার সঙ্গে অনেকেই জড়িত রয়েছে বলে সন্দেহ করছেন কাস্টমস অফিসাররা ।

হায়দরাবাদ, 4 অক্টোবর : রাজীব গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 21 কেজি সোনা উদ্ধার । জানা গিয়েছে, একটি পার্সেল থেকে কাস্টমস অফিসারা সোনার বিস্কুট, সোনার গয়না ও হিরে বাজেয়াপ্ত করেছেন । পার্সেলের মধ্যে শুধু মাত্র ফোন নম্বর ও ঠিকানা পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন শুল্ক কর্তারা । উদ্ধার হওয়া জিনিসের বাজার মূল্য প্রায় 25 কোটি টাকা ।

জানা গিয়েছে, পার্সেলটি মধ্য প্রাচ্যের কোনও একটি জায়গা থেকে এসেছে । হায়দরাবাদ হয়ে সেটি মুম্বই যাওয়ার কথা । পার্সেলে শুধুমাত্র একটি ফোন নম্বর ও ঠিকানা রয়েছে । সুত্রের খবর, পার্সেলে থাকা ঠিকানাটি ভুয়ো ।

এ বিষয়ে এক আধিকারিক বলেন, " পার্সেলটির হায়দরাবাদ হলে মুম্বই যেত । এত মূল্যবান জিনিসের ভিত্তিতে কোনও সঠিক কাগজ নেই । এমনকী ওই পার্সেলে যে ঠিকানা দেওয়া রয়েছে, সেখানে খোঁজ নেওয়া হয়েছিল । কিন্তু, সেই ঠিকানাটি ভুয়ো । "

পার্সেলে দেওয়া ঠিকানাটি ভুয়ো হওয়ার কারণে তদন্তে অসুবিধা হচ্ছে বলে জানা গিয়েছে । তবে, এই ঘটনার সঙ্গে অনেকেই জড়িত রয়েছে বলে সন্দেহ করছেন কাস্টমস অফিসাররা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.