ETV Bharat / bharat

পাকিস্তানে আটকে পড়া 208 ভারতীয় ফিরল দেশে

author img

By

Published : Jun 28, 2020, 1:14 PM IST

গতকাল আটারি-ওয়াঘা বর্ডার দিয়ে পাকিস্তান থেকে 208 জনকে দেশে ফেরানো হল ৷ সেখানে আটকে পড়েছে মোট 748 জন ৷ বাকিদের আগামী 2 দিনে ফেরানো হবে ৷

208 Indians stranded in Pakistan return home
পাকিস্তানে আটকে পড়া 208 জন ভারতীয় ফিরল দেশে

অমৃতসর, 28 জুন : পাকিস্তানে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরানো হল ৷ কোরোনা আবহে লকডাউনের জেরে আটকে পড়া 208 জনকে গতকাল আটারি-ওয়াঘা বর্ডার দিয়ে অমৃতসরে ফেরানো হয় ৷ স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, তাদের প্রত্যেককেই নিজেদের রাজ্যে কোয়ারানটিনে পাঠানো হবে ৷

জানা গেছে, লকডাউনের জেরে পাকিস্তানে আটকে পড়েছেন মোট 748 জন ভারতীয় ৷ তারা ভারতে ফেরার জন্য নিজেদের নাম রেজিস্টার করায় ৷ তাদের মধ্যে থেকেই 208 জনকে ফেরানো হয় ৷ আগামী 2 দিনে আটারি-ওয়াঘা বর্ডার দিয়ে বাকী আটকে পড়া ভারতীয়দের ফেরানো হবে ৷

কোরোনার জেরে বর্তমানে আন্তর্জাতিক সীমান্ত সিল করেছে দেশগুলি ৷ সেকারণে বন্ধ ভারত -পাকিস্তান সীমান্তও ৷ সম্প্রতি, গত শুক্রবার আটারি-ওয়াঘা বর্ডার দিয়ে জম্মু-কাশ্মীরে ফেরানো হয়েছে 271 জনকে ৷ পাকিস্তানে আটকে পড়া বেশিরভাগই তাদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে কিংবা ধর্মীয় যাত্রায় গেছিলেন ৷

অমৃতসর, 28 জুন : পাকিস্তানে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরানো হল ৷ কোরোনা আবহে লকডাউনের জেরে আটকে পড়া 208 জনকে গতকাল আটারি-ওয়াঘা বর্ডার দিয়ে অমৃতসরে ফেরানো হয় ৷ স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, তাদের প্রত্যেককেই নিজেদের রাজ্যে কোয়ারানটিনে পাঠানো হবে ৷

জানা গেছে, লকডাউনের জেরে পাকিস্তানে আটকে পড়েছেন মোট 748 জন ভারতীয় ৷ তারা ভারতে ফেরার জন্য নিজেদের নাম রেজিস্টার করায় ৷ তাদের মধ্যে থেকেই 208 জনকে ফেরানো হয় ৷ আগামী 2 দিনে আটারি-ওয়াঘা বর্ডার দিয়ে বাকী আটকে পড়া ভারতীয়দের ফেরানো হবে ৷

কোরোনার জেরে বর্তমানে আন্তর্জাতিক সীমান্ত সিল করেছে দেশগুলি ৷ সেকারণে বন্ধ ভারত -পাকিস্তান সীমান্তও ৷ সম্প্রতি, গত শুক্রবার আটারি-ওয়াঘা বর্ডার দিয়ে জম্মু-কাশ্মীরে ফেরানো হয়েছে 271 জনকে ৷ পাকিস্তানে আটকে পড়া বেশিরভাগই তাদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে কিংবা ধর্মীয় যাত্রায় গেছিলেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.