ETV Bharat / bharat

জয়পুর বিস্ফোরণে 4 দোষীসাব্যস্তর ফাঁসির সাজা - hanging

2008 সালে জয়পুরে বোমা বিস্ফোরণ মামলায় 4 দোষীসাব্যস্তকে ফাঁসির সাজা শোনাল জয়পুরের বিশেষ আদালত ৷

jaipur
ব্রেকিং জয়পুর
author img

By

Published : Dec 20, 2019, 4:37 PM IST

Updated : Dec 20, 2019, 6:44 PM IST

জয়পুর, 20 ডিসেম্বর : 2008 সালে জয়পুরে বোমা বিস্ফোরণ মামলায় 4 দোষীসাব্যস্তকে ফাঁসির সাজা শোনাল জয়পুরের বিশেষ আদালত ৷ দোষীসাব্যস্তরা হল সারভার আজ়মি, মহম্মদ সইফ, সাইফুর রহমান এবং সলমান ৷

2008 সালে জয়পুর বিস্ফোরণ প্রাণ কেড়েছিল 80 জনের । জখম হন প্রায় 170 জন । মৃত্যু মিছিল থমকে দিয়েছিল দেশকে । প্রথমে ত্রিপলিয়া বাজার, তারপর একে একে হনুমান মন্দির, মানস চক, বড় চৌপলসহ জয়পুরের আরও কয়েক জায়গায় বিস্ফোরণ হয় । একটি বিস্ফোরণস্থান থেকে উদ্ধার হয় সাইকেল । তাতেই RDX রাখা ছিল বলে পরে মনে করে তদন্তকারী আধিকারিকরা । গ্রেপ্তার করা হয় বেশ কয়েকজনকে । অভিযোগের আঙুল ওঠে ইন্ডিয়ান মুজাহিদিনের বিরুদ্ধে ।

পুরো ঘটনাটি আজ়মগড়, উত্তরপ্রদেশের মহম্মদ আতিনের মস্তিস্কপ্রসূত বলে মনে করা হয় । তবে, এই আতিন ও তার এক সঙ্গী বাতলা হাউজ় বিস্ফোরণে খতম হয় । বাকি থাকে 8 জন । তাদের মধ্যে একজনকে তথ্য প্রমাণের অভাবে ছেড়ে দেওয়া হয় । তিন জন তিহার জেলে রয়েছে ৷ আর আজ চারজনের ফাঁসির সাজা শোনালেন বিশেষ বিচারক অজয়কুমার শর্মা ।

jaipur
এই চারজনের বিরুদ্ধেই ফাঁসির সাজা শোনাল জয়পুরের বিশেষ আদালত

জয়পুর, 20 ডিসেম্বর : 2008 সালে জয়পুরে বোমা বিস্ফোরণ মামলায় 4 দোষীসাব্যস্তকে ফাঁসির সাজা শোনাল জয়পুরের বিশেষ আদালত ৷ দোষীসাব্যস্তরা হল সারভার আজ়মি, মহম্মদ সইফ, সাইফুর রহমান এবং সলমান ৷

2008 সালে জয়পুর বিস্ফোরণ প্রাণ কেড়েছিল 80 জনের । জখম হন প্রায় 170 জন । মৃত্যু মিছিল থমকে দিয়েছিল দেশকে । প্রথমে ত্রিপলিয়া বাজার, তারপর একে একে হনুমান মন্দির, মানস চক, বড় চৌপলসহ জয়পুরের আরও কয়েক জায়গায় বিস্ফোরণ হয় । একটি বিস্ফোরণস্থান থেকে উদ্ধার হয় সাইকেল । তাতেই RDX রাখা ছিল বলে পরে মনে করে তদন্তকারী আধিকারিকরা । গ্রেপ্তার করা হয় বেশ কয়েকজনকে । অভিযোগের আঙুল ওঠে ইন্ডিয়ান মুজাহিদিনের বিরুদ্ধে ।

পুরো ঘটনাটি আজ়মগড়, উত্তরপ্রদেশের মহম্মদ আতিনের মস্তিস্কপ্রসূত বলে মনে করা হয় । তবে, এই আতিন ও তার এক সঙ্গী বাতলা হাউজ় বিস্ফোরণে খতম হয় । বাকি থাকে 8 জন । তাদের মধ্যে একজনকে তথ্য প্রমাণের অভাবে ছেড়ে দেওয়া হয় । তিন জন তিহার জেলে রয়েছে ৷ আর আজ চারজনের ফাঁসির সাজা শোনালেন বিশেষ বিচারক অজয়কুমার শর্মা ।

jaipur
এই চারজনের বিরুদ্ধেই ফাঁসির সাজা শোনাল জয়পুরের বিশেষ আদালত
Kolkata, Dec 20 (ANI): Reacting to West Bengal Chief Minister Mamata Banerjee's demand for United Nations-monitored referendum on Citizenship Amendment Act (CAA) and National Register of Citizens (NRC), Union Textile Minister Smriti Irani said the former's remark is an insult to the Indian Parliament. "Every Indian political parties and citizens know that Indian constitution and parliament are supreme. CM questioning legislation passed by the Parliament is an insult of Indian Parliament. The people who are supporting violence, I appeal the state government to take strict action against them," Irani told reporters in Kolkata.
Last Updated : Dec 20, 2019, 6:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.