দিল্লি, 19 নভেম্বর : কোরোনা সংক্রমণ রুখতে এবার কড়া দাওয়াই অরবিন্দ কেজরিওয়ালের দিল্লি সরকারের ৷ রাজধানীর রাস্তায় মাস্ক ছাড়া বেরলে দিতে হবে 2000 টাকা জরিমানা ৷ যা আগে ছিল 500 টাকা ৷ লাগাতার 3 সপ্তাহ ধরে দিল্লিতে কোরোনার সংক্রমণের হার এত বেশি, যে তা নিয়ন্ত্রণ করতে এবার কঠোর মনোভাব নিল কেজরিওয়াল সরকার ৷ আজ এই ঘোষণা করার সময় দিল্লির মুখ্য়মন্ত্রী রাজনৈতিক দল ও সমাজিক বিভিন্ন সংস্থাগুলির কাছে আবেদন রাখেন, দিল্লিতে পথচলতি মানুষের মধ্য়ে যেন মাস্ক বিতরণ করেন তারা ৷
দিল্লি সরকারে এই কঠোর নির্দেশিকা জারি হল, মানুষের কাছে কেজরিওয়ালের নিয়ম মানার আবেদনের একদিন পরেই ৷ প্রসঙ্গত, দিল্লির তাপমাত্রা যতো নামছে, তত কোরোনা ভাইরাস ধোঁয়ার মতো ছড়িয়ে পড়ছে ৷ সেই কারণেই মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দিল্লিবাসীর কাছে আবেদন করেছিলেন, যাতে সবাই বাইরে বেরনোর সময় মাস্ক পড়েন এবং কোভিডের থেকে বাঁচতে সবরকম নিরাপত্তাবিধি মেনে চলেন ৷ কিন্তু, উৎসবের মরসুমে দিল্লিতে একটি বিশাল ভীড় রাস্তায় বেরিয়ে পড়ে ৷ যারপর থেকেই রোজ কোরোনার সংক্রমণের গ্রাফ উপরের দিকে উঠতে শুরু করে ৷ এমনকি মৃত্য়ুর হারও রাজধানীতে লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করে ৷ যা নভেম্বরের শুরু থেকেই ক্রমশ বেড়ে চলেছে ৷
তবে, গত সপ্তাহ থেকে দিল্লিতে প্রতিদিনের কোরোনা সংক্রমণ 8000 হাজারের উপরে উঠে যায় ৷ যে পরিস্থিতি সামাল দিতে কেন্দ্র সরকার দিল্লি প্রশাসনের সঙ্গে হাত মিলিয়ে হাসপাতালগুলিতে শয্য়া সংখ্য়া বাড়ানোর সিদ্ধান্ত নেয় ৷ এই পরিস্থিতিতে এদিন মাস্ক ছাড়া বেরলে 2000 টাকা জরিমানার কথ ঘোষণা করেন দিল্লির মুখ্য়মন্ত্রী ৷ পাশাপাশি, কেজরিওয়াল এ দিন আরও জানান, প্রায় 1400 ICU শয্য়ার ব্য়বস্থা করেছে দিল্লি সরকার ৷ যার মধ্য়ে 663 টি দিল্লি সরকারের হাসপাতালে এবং বাকি 750টি শয্য়া কেন্দ্রীয় সরকারি হাসপাতালে রয়েছে ৷ এমনকি বেসরকারি হাসপাতালগুলিতে সাধারণ কোরোনা শয্য়ার আসন 50%-60% পর্যন্ত বাড়ানো হয়েছে ৷ কেন্দ্র সরকারের প্রকাশিত কোরোনা সংক্রমণের পরিসংখ্য়ান বলছে, গত 24 ঘণ্টায় দিল্লিতে 7486 জনের কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷ ফলে দিল্লিতে সংক্রমণের সংখ্য়া 5 লক্ষ ছাড়িয়ে গিয়েছে ৷ এমনকি 24 ঘণ্টায় দেশের রাজধানীতে 131 জনের মৃত্য়ু হয়েছে ৷ যা এখনও পর্যন্ত দিল্লিতে সবচেয়ে বেশি ৷ দিল্লির মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, রাজধানীতে লকডাউনের সম্ভাবনা উড়িয়ে দিয়েছিলেন ৷ তবে, এবার দিল্লির হটস্পট এলাকাগুলিতে বাজার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দিল্লি প্রশাসন ৷