ETV Bharat / bharat

দিল্লিতে 2 নিরাপত্তারক্ষীকে বেধড়ক মারধর, হাসপাতালে মৃত্যু

author img

By

Published : Jun 15, 2020, 12:42 AM IST

দুই নিরাপত্তারক্ষীকে গতকাল লাঠি দিয়ে বেধড়ক পেটায় কয়েকজন । লাঠির আঘাতে গুরুতর আহত হন তাঁরা । পরে হাসপাতালে তাঁঁদের মৃত্যু হয় ।

Two security guard died in Delhi
নিরাপত্তারক্ষীকে মার

দিল্লি, 14 জুন : গণপিটুনির জেরে মৃত্যু হল দুই নিরাপত্তারক্ষীর । দিল্লির নারেলা অঞ্চলের ঘটনা । নারেলার গৌতম কলোনিতে থাকতেন অমিত(22) ও সুনীল(24) নামে ওই দুই নিরাপত্তারক্ষী । পুলিশ সূত্রে খবর, একটি বেসরকারি সংস্থায় নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন ওই দুই যুবক । গতকাল রাতে সেখানে পাহারায় ছিলেন তাঁরা । সেইসময় তাঁঁদের স্থানীয় কিছু মানুষ লাঠি দিয়ে বেধড়ক পেটায় ।

অমিত ও সুনীলের চিৎকার শুনে বাকি নিরাপত্তারক্ষীরা ঘটনাস্থানে পৌঁঁছান । কিন্তু ততক্ষণে অভিযুক্তরা পাশের জঙ্গলে পালিয়ে যায়। অমিত ও সুনীলকে গুরুতর আহত অবস্থায় এম ভি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখান থেকে তাঁঁদের বি এস এ হাসপাতালে স্থানান্তর করা হয় । সেখানে তাঁদের মৃত্যু হয় ।

DCP সৌরভ শর্মা বলেন, ওই দুই নিরাপত্তারক্ষীর শরীরের বিভিন্ন জায়গায় হাড় ভেঙেছে । মাথায় ও অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গে আঘাতের চিহ্ন রয়েছে । তবে তাঁঁদের মেরে ফেলা অভিযুক্তদের উদ্দেশ্য ছিল না বলে মনে করছে পুলিশ । ঘটনার পিছনে কারণ কী ছিল তা জানতে তদন্ত শুরু হয়েছে । ঘটনায় বেসরকারি সংস্থার কোনও কর্মী না কি বহিরাগতরা যুক্ত ছিল তা খতিয়ে দেখছে পুলিশ ।

দিল্লি, 14 জুন : গণপিটুনির জেরে মৃত্যু হল দুই নিরাপত্তারক্ষীর । দিল্লির নারেলা অঞ্চলের ঘটনা । নারেলার গৌতম কলোনিতে থাকতেন অমিত(22) ও সুনীল(24) নামে ওই দুই নিরাপত্তারক্ষী । পুলিশ সূত্রে খবর, একটি বেসরকারি সংস্থায় নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন ওই দুই যুবক । গতকাল রাতে সেখানে পাহারায় ছিলেন তাঁরা । সেইসময় তাঁঁদের স্থানীয় কিছু মানুষ লাঠি দিয়ে বেধড়ক পেটায় ।

অমিত ও সুনীলের চিৎকার শুনে বাকি নিরাপত্তারক্ষীরা ঘটনাস্থানে পৌঁঁছান । কিন্তু ততক্ষণে অভিযুক্তরা পাশের জঙ্গলে পালিয়ে যায়। অমিত ও সুনীলকে গুরুতর আহত অবস্থায় এম ভি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখান থেকে তাঁঁদের বি এস এ হাসপাতালে স্থানান্তর করা হয় । সেখানে তাঁদের মৃত্যু হয় ।

DCP সৌরভ শর্মা বলেন, ওই দুই নিরাপত্তারক্ষীর শরীরের বিভিন্ন জায়গায় হাড় ভেঙেছে । মাথায় ও অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গে আঘাতের চিহ্ন রয়েছে । তবে তাঁঁদের মেরে ফেলা অভিযুক্তদের উদ্দেশ্য ছিল না বলে মনে করছে পুলিশ । ঘটনার পিছনে কারণ কী ছিল তা জানতে তদন্ত শুরু হয়েছে । ঘটনায় বেসরকারি সংস্থার কোনও কর্মী না কি বহিরাগতরা যুক্ত ছিল তা খতিয়ে দেখছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.