ধেনকানাল (ওড়িশা), 8 জুন : আজ সকালে ওড়িশার ধেনকানাল জেলায় ভেঙে পড়ল একটি বিমান ৷ আধিকারিকরা জানান, এই টু-সিটার বিমানটিতে একজন ট্রেনি পাইলট ও তাঁর প্রশিক্ষক ছিলেন ৷ দুর্ঘটনায় দু'জনেরই মৃত্যু হয়েছে ৷
অতিরিক্ত জেলাশাসক বি কে নায়ক বলেন, ধেনকানাল জেলার বিরাসালাতে সরকারি অ্যাভিয়েশন ট্রেনিং ইনস্টিটিউট (GATI)-র ভিতর প্রশিক্ষক বিমানটি ভেঙে পড়ে ৷ বিমানে দু'জন ছিলেন ৷ তাঁদের উদ্ধার করে সঙ্গে সঙ্গে কামাক্ষানগরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন ৷
খবর পেয়ে ঘটনাস্থানে যান পুলিশ ও জেলা আধিকারিকরা ৷ কীভাবে দুর্ঘটনাটি ঘটল তা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে ৷ তবে, আধিকারিকদের প্রাথমিক অনুমান, প্রযুক্তিগত ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ৷
কামাক্ষানগর থানার ইন্সপেক্টর-ইন-চার্জ এ দালুয়া বলেন, যিনি প্রশিক্ষণ নিচ্ছিলেন তিনি একজন মহিলা ও প্রশিক্ষক হিসেবে ছিলেন একজন পুরুষ ৷ দু'জনেরই পরিচয় জানা গেছে ।