ETV Bharat / bharat

রণক্ষেত্র ত্রিপুরা, অবরোধে অ্যাম্বুলেন্স আটকে মৃত্যু শিশুর - CAB 2019

নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়েছে ত্রিপুরায় । ১১ ঘণ্টার অবরোধে ৪০ জন আহত । আটক করা হয় রাস্তাও । হাসপাতালে যাওয়ার পথে আটকে পড়ে অ্যাম্বুলেন্স । পথেই মৃত্যু হয় ২ বছরের শিশুর ।

tripura
tripura
author img

By

Published : Dec 11, 2019, 4:09 AM IST

Updated : Dec 11, 2019, 5:10 AM IST

রতলা, ১১ ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে উত্তপ্ত ত্রিপুরা ৷ গতকাল বনধ ডাকেন পড়ুয়ারা । ১১ ঘণ্টা চলে অবরোধ। বিলের প্রতিবাদে রাস্তায় নামেন পড়ুয়ারা । দফায় দফায় চলে বিক্ষোভ । প্রকাশ্য়ে পোড়ানো হয় টায়ার । বিক্ষোভ চলাকালীন রাস্তা আটকানো হয় । হাসপাতালে যাওয়ার পথেই মৃত্যু হয় দুমাসের এক শিশুর । এছাড়াও ১১ ঘণ্টায় মোট ৪০ জন বিক্ষোভকারী আহত হয়েছেন । BJP সরকারের তরফে রাজ্যে মোবাইল ইন্টারনেট ও SMS পরিষেবা বন্ধ রাখা হয়েছে ৷

গুজব রুখতে যোগাযোগ ব্যবস্থা বন্ধ রাখা হয়েছে বলে ত্রিপুরা সরকারের দাবি । যদিও বিরোধীদের দাবি নাগরিকত্ব বিলের প্রতিবাদে বিক্ষোভ নিয়ন্ত্রণ করতেই সরকারের এই পদক্ষেপ ।

গতকাল আগরতলার একাধিক জায়গায় বিক্ষোভকারীদের জমায়েত হয় ৷ নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে , ত্রিপুরা সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলেন । চলে স্লোগান । তাঁদের দাবি ছিল, এই বিতর্কিত বিলের আওতায় ত্রিপুরাকে রাখা চলবে না । রাজ্যপ্রশাসন বিক্ষোভ রোখার চেষ্টা করে । সেপাহিজালা জেলার বিশ্রামগঞ্জে পুলিশ বিক্ষোভকারীদের রুখতে শূন্যে চার রাউন্ড গুলি চালায় ৷ সেখানে প্রায় ১৫ জন আহত হন । ফলে আরও ভয়াবহ আকার নেয় বিক্ষোভ । আটক করা হয় রাস্তা । হাসপাতালে যাওয়ার পথে আটকে পড়ে একটি অ্যাম্বুলেন্স । মৃত্যু হয় দু'মাসের এক শিশুর । পুলিশের তরফে জানানো হয়েছে , গোমতী জেলার উদয়পুর থেকে শিশুটিকে চিকিৎসার জন্য ঢালাই জেলার আম্বাসায় নিয়ে যাওয়া হচ্ছিল । এছাড়াও স্থানীয় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে আহত হন ১৫ জন গ্রামবাসী । তিনটি এলাকায় ১৪৪ ধারা জারি করা হয় ।

যদিও সোমবার লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করার সময়ে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বলেছিলেন TTADC(ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল)-কে এই বিলের আওতায় রাখা হবে না ।

আরও পড়ুন : সংখ্যাই শেষ কথা, আজ নাগরিকত্ব সংশোধনী বিল পেশ রাজ্যসভায়

গতকালের এই ১১ ঘণ্টার বনধ ত্রিপুরায় প্রভাব ফেলেছে । আপাতত রাজ্যের ইন্টারনেট পরিষেবা বন্ধ । উল্লেখ্য, অসমের একাধিক বিশ্ববিদ্যালয়ে নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে মঙ্গলবার সারারাত ধরে বিক্ষোভ প্রদর্শন চলে ৷

রতলা, ১১ ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে উত্তপ্ত ত্রিপুরা ৷ গতকাল বনধ ডাকেন পড়ুয়ারা । ১১ ঘণ্টা চলে অবরোধ। বিলের প্রতিবাদে রাস্তায় নামেন পড়ুয়ারা । দফায় দফায় চলে বিক্ষোভ । প্রকাশ্য়ে পোড়ানো হয় টায়ার । বিক্ষোভ চলাকালীন রাস্তা আটকানো হয় । হাসপাতালে যাওয়ার পথেই মৃত্যু হয় দুমাসের এক শিশুর । এছাড়াও ১১ ঘণ্টায় মোট ৪০ জন বিক্ষোভকারী আহত হয়েছেন । BJP সরকারের তরফে রাজ্যে মোবাইল ইন্টারনেট ও SMS পরিষেবা বন্ধ রাখা হয়েছে ৷

গুজব রুখতে যোগাযোগ ব্যবস্থা বন্ধ রাখা হয়েছে বলে ত্রিপুরা সরকারের দাবি । যদিও বিরোধীদের দাবি নাগরিকত্ব বিলের প্রতিবাদে বিক্ষোভ নিয়ন্ত্রণ করতেই সরকারের এই পদক্ষেপ ।

গতকাল আগরতলার একাধিক জায়গায় বিক্ষোভকারীদের জমায়েত হয় ৷ নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে , ত্রিপুরা সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলেন । চলে স্লোগান । তাঁদের দাবি ছিল, এই বিতর্কিত বিলের আওতায় ত্রিপুরাকে রাখা চলবে না । রাজ্যপ্রশাসন বিক্ষোভ রোখার চেষ্টা করে । সেপাহিজালা জেলার বিশ্রামগঞ্জে পুলিশ বিক্ষোভকারীদের রুখতে শূন্যে চার রাউন্ড গুলি চালায় ৷ সেখানে প্রায় ১৫ জন আহত হন । ফলে আরও ভয়াবহ আকার নেয় বিক্ষোভ । আটক করা হয় রাস্তা । হাসপাতালে যাওয়ার পথে আটকে পড়ে একটি অ্যাম্বুলেন্স । মৃত্যু হয় দু'মাসের এক শিশুর । পুলিশের তরফে জানানো হয়েছে , গোমতী জেলার উদয়পুর থেকে শিশুটিকে চিকিৎসার জন্য ঢালাই জেলার আম্বাসায় নিয়ে যাওয়া হচ্ছিল । এছাড়াও স্থানীয় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে আহত হন ১৫ জন গ্রামবাসী । তিনটি এলাকায় ১৪৪ ধারা জারি করা হয় ।

যদিও সোমবার লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করার সময়ে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বলেছিলেন TTADC(ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল)-কে এই বিলের আওতায় রাখা হবে না ।

আরও পড়ুন : সংখ্যাই শেষ কথা, আজ নাগরিকত্ব সংশোধনী বিল পেশ রাজ্যসভায়

গতকালের এই ১১ ঘণ্টার বনধ ত্রিপুরায় প্রভাব ফেলেছে । আপাতত রাজ্যের ইন্টারনেট পরিষেবা বন্ধ । উল্লেখ্য, অসমের একাধিক বিশ্ববিদ্যালয়ে নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে মঙ্গলবার সারারাত ধরে বিক্ষোভ প্রদর্শন চলে ৷

Lucknow (UP), Dec 10 (ANI): After attending a review meeting on enhancing security for women safety in wake of increasing instances of crimes, Uttar Pradesh's DIG (Law and Order) Vijay Bhushan on December 10 informed about the decisions which were taken in the meeting. He said that to enhance the efficiency of the police against crimes against women, it is being decided that about 300 voice logger, 4 in each district will be installed, anti-romeo squads formed for security of the women. Not only that, the administration is also going to provide 25,000 body-worn camera to traffic management officials and 5,000 mobile tablets and 1,500 desktops will be made available to increase efficiency.
Last Updated : Dec 11, 2019, 5:10 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.