ETV Bharat / bharat

সোপিয়ানে নিকেশ ২ জইশ জঙ্গি - terrorists

আজ সকালে সোপিয়ানের মিমান্দার এলাকায় তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তারক্ষীরা। নিরাপত্তারক্ষীদের হাতে খতম ২ জইশ-ই-মহম্মদ জঙ্গি।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Feb 27, 2019, 9:48 AM IST

শ্রীনগর, ২৭ ফেব্রুয়ারি : সোপিয়ানে নিরাপত্তারক্ষীদের হাতে খতম ২ জইশ-ই-মহম্মদ জঙ্গি। আজ সকালে সোপিয়ানের মিমান্দার এলাকায় তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তারক্ষীরা। জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পায় তারা। অভিযানে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের গুলির লড়াই শুরু হয়। মারা পড়ে দুই জঙ্গি।

গতকাল নিয়ন্ত্রণরেখা পার করে বালাকোটে বেশ কয়েকটি জঙ্গিঘাঁটি ধ্বংস করে ভারতীয় বায়ুসেনা। তারপর থেকে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে জম্মু ও কাশ্মীরে ভারতীয় সেনার পোস্ট লক্ষ্য গুলি চালাতে শুরু করে পাকিস্তান সেনা। এরইমধ্যে আজ ভোরে মিমান্দারে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পান নিরাপত্তারক্ষীরা। শুরু হয় অভিযান।

সেনাসূত্রে খবর, তল্লাশি অভিযান চালানোর সময় বিনা প্ররোচনার গুলি চালায় জঙ্গিরা। জবাবে পালটা গুলটি চালান নিরাপত্তারক্ষীরা। নিকেশ হয় দুই জঙ্গি। তবে জঙ্গিদের নাম এখনও জানা যায়নি। এলাকায় তল্লাশি অভিযান জারি রয়েছে।

শ্রীনগর, ২৭ ফেব্রুয়ারি : সোপিয়ানে নিরাপত্তারক্ষীদের হাতে খতম ২ জইশ-ই-মহম্মদ জঙ্গি। আজ সকালে সোপিয়ানের মিমান্দার এলাকায় তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তারক্ষীরা। জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পায় তারা। অভিযানে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের গুলির লড়াই শুরু হয়। মারা পড়ে দুই জঙ্গি।

গতকাল নিয়ন্ত্রণরেখা পার করে বালাকোটে বেশ কয়েকটি জঙ্গিঘাঁটি ধ্বংস করে ভারতীয় বায়ুসেনা। তারপর থেকে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে জম্মু ও কাশ্মীরে ভারতীয় সেনার পোস্ট লক্ষ্য গুলি চালাতে শুরু করে পাকিস্তান সেনা। এরইমধ্যে আজ ভোরে মিমান্দারে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পান নিরাপত্তারক্ষীরা। শুরু হয় অভিযান।

সেনাসূত্রে খবর, তল্লাশি অভিযান চালানোর সময় বিনা প্ররোচনার গুলি চালায় জঙ্গিরা। জবাবে পালটা গুলটি চালান নিরাপত্তারক্ষীরা। নিকেশ হয় দুই জঙ্গি। তবে জঙ্গিদের নাম এখনও জানা যায়নি। এলাকায় তল্লাশি অভিযান জারি রয়েছে।


New Delhi, Feb 19 (ANI): The rock band Queen is all set to perform at the Academy Awards ceremony on Sunday.The Academy took to their Twitter handle to share the news and wrote, "Is this the real life? Is this just fantasy? We welcome @QueenWillRock and @adamlambert to this year's #Oscars."The move comes in the wake of the success of 'Bohemian Rhapsody', a biopic based on the band's career and its late singer, Freddie Mercury.The musical drama earned five Oscar nominations, including best picture, best actor (Rami Malek), best sound editing, best sound mixing and best film editing.The band now performs under the name of Queen + Adam Lambert, with two of the four original members, guitarist Brian May and drummer Roger Taylor, fronted by singer-songwriter Adam Lambert.Bassist John Deacon has not performed with the rock band for many years now, reported Variety.The Academy also shared another tweet which included a compilation of clips that showed the band and the current lead singer Lambert performing as Queen's hit track 'We Will Rock You' played.Queen also shared the news on its Twitter handle, while Lambert too posted the same video and tweeted, "We will rock The Oscars."Lambert first played with original members Brian May and Roger Taylor while he was competing in 'American Idol' in 2009. The singer began to tour with the rock band in 2012, reported The Hollywood Reporter.Queen will join other performers including Jennifer Hudson, Gillian Welch, David Rawlings, Bradley Cooper, Lady Gaga and Bette Midler, who will all perform their songs nominated in the best original song category.The 91st Academy Awards will take place on February 24 at the Dolby Theatre at Hollywood and Highland Centre.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.