ETV Bharat / bharat

থমথমে জম্মু ও কাশ্মীরে নিকেশ 2 জইশ জঙ্গি - pakistan

সেনার তরফে জানানো হয়েছে, নিহত দুই জঙ্গির কাছে থেকে প্রচুর অস্ত্র উদ্ধার করা হয়েছে ৷ প্রাথমিকভাবে জানা গেছে, দু'জনেই জইশ-ই-মহম্মদের সদস্য ছিল ৷

থমথমে জম্মু ও কাশ্মীরে নিকেশ 2 জইশ জঙ্গি
author img

By

Published : Aug 3, 2019, 8:16 PM IST

শ্রীনগর, 3 অগাস্ট : সেনার গুলিতে খতম দুই জইশ-ই-মহম্মদ জঙ্গি । আজ কাশ্মীরের সোপোরে জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময় হয় সেনা জওয়ানদের ৷ তাতে নিকেশ হয় দুই জইশ জঙ্গি ৷ ঘটনায় জখম হয়েছেন এক জওয়ান । উপত্যকায় ইতিমধ্যেই থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে । এরই মধ্যে গোপন সূত্রে জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে আজ সোপোরে তল্লাশি চালায় সেনাবাহিনী ৷ এলাকা ঘিরে ফেললে জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা ৷ পালটা জবাব দেন জওয়ানরা ৷ দু'পক্ষের গুলির লড়াইয়ে মারা পড়ে দুই জঙ্গি৷

সোপোরের SSP জাভেদ ইকবাল ঘটনা প্রসঙ্গে বলেন, "প্রাথমির তদন্তের পর আমরা জানতে পেরেছি নিহত জঙ্গিরা জইশ-ই-মহম্মদের সঙ্গে যুক্ত ছিল । তাদের কাছ থেকে প্রচুর অস্ত্র উদ্ধার করা হয়েছে । আমরা এলাকায় চিরুনি তল্লাশি চালিয়েছি । ঘটনায় এক জওয়ান আহত হয়েছেনন । তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন ।"

বৃহস্পতিবার অমরনাথ যাত্রাপথে ল্যান্ডমাইন ও পাকিস্তান সেনার ব্যবহৃত স্নাইপার রাইফেল উদ্ধার হয় । সেনা আধিকারিকরা সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেয়, বড়সড় হামলার ছক কষেছিল জইশ জঙ্গিরা । পাকিস্তানের সেনার মদতেই হামলা চালানোর ছক কষা হয় বলে সূত্রের খবর । এরপরই অমরনাথ যাত্রী ও পর্যটকদের ফিরে আসার অনুরোধ জানায় জম্মু-কাশ্মীর প্রশাসন ।

গতকালও সোপিয়ানে সেনা-জঙ্গি সংঘর্ষে মৃত্যু হয় তিন জইশ জঙ্গির ।

শ্রীনগর, 3 অগাস্ট : সেনার গুলিতে খতম দুই জইশ-ই-মহম্মদ জঙ্গি । আজ কাশ্মীরের সোপোরে জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময় হয় সেনা জওয়ানদের ৷ তাতে নিকেশ হয় দুই জইশ জঙ্গি ৷ ঘটনায় জখম হয়েছেন এক জওয়ান । উপত্যকায় ইতিমধ্যেই থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে । এরই মধ্যে গোপন সূত্রে জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে আজ সোপোরে তল্লাশি চালায় সেনাবাহিনী ৷ এলাকা ঘিরে ফেললে জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা ৷ পালটা জবাব দেন জওয়ানরা ৷ দু'পক্ষের গুলির লড়াইয়ে মারা পড়ে দুই জঙ্গি৷

সোপোরের SSP জাভেদ ইকবাল ঘটনা প্রসঙ্গে বলেন, "প্রাথমির তদন্তের পর আমরা জানতে পেরেছি নিহত জঙ্গিরা জইশ-ই-মহম্মদের সঙ্গে যুক্ত ছিল । তাদের কাছ থেকে প্রচুর অস্ত্র উদ্ধার করা হয়েছে । আমরা এলাকায় চিরুনি তল্লাশি চালিয়েছি । ঘটনায় এক জওয়ান আহত হয়েছেনন । তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন ।"

বৃহস্পতিবার অমরনাথ যাত্রাপথে ল্যান্ডমাইন ও পাকিস্তান সেনার ব্যবহৃত স্নাইপার রাইফেল উদ্ধার হয় । সেনা আধিকারিকরা সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেয়, বড়সড় হামলার ছক কষেছিল জইশ জঙ্গিরা । পাকিস্তানের সেনার মদতেই হামলা চালানোর ছক কষা হয় বলে সূত্রের খবর । এরপরই অমরনাথ যাত্রী ও পর্যটকদের ফিরে আসার অনুরোধ জানায় জম্মু-কাশ্মীর প্রশাসন ।

গতকালও সোপিয়ানে সেনা-জঙ্গি সংঘর্ষে মৃত্যু হয় তিন জইশ জঙ্গির ।

Rajnandgaon (Chhattisgarh), Aug 03 (ANI): Seven Naxals were killed in an exchange of fire with security forces in Chhattisgarh's Rajnandgaon. The encounter took place in Sitagota Jungle. Arms and ammunition have been recovered from the spot. Further details are awaited.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.