দিল্লি, 15 জুন : মুক্তি পেলেন ইসলামাবাদে ভারতীয় দূতাবাসের দুই আধিকারিক । আজ সকাল আটটা থেকেই তাঁদের খোঁজ পাওয়া যাচ্ছিল না । তাঁদের ISI আটকে রেখেছিল বলে জানা যায় । শেষে আজ রাতেই তাঁদের ছেড়ে দেওয়া হয় ।
কয়েকদিন আগে জানা গেছিল, পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI ভারতীয় দূতাবাসের আধিকারিকদের হেনস্থা করছে । এমনকী ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনার গৌরব আলুওয়ালিয়ার বাড়িতে ISI-এর কয়েকজন যাতায়াতও শুরু করে ।
তার কয়েকদিন আগেই পাকিস্তানের দুই আধিকারিককে দিল্লি থেকে গুপ্তচরবৃত্তির অভিযোগে ধরা হয় । তাঁরা দিল্লি থেকে সরকারি তথ্য জানার চেষ্টা করছিলেন বলে অভিযোগ । পুলিশ খবর পেয়ে তাঁদের হাতেনাতে ধরে ।
বিষয়টির উপর কড়া নজর রাখছে কেন্দ্রীয় সরকার । দু'জনের নিখোঁজ হওয়ার বিষয়টি ইসলামাবাদের দূতাবাসের তরফে স্থানীয় প্রশাসনের কাছে জানানো হয়েছে । একটি অভিযোগও দায়ের হয়েছে । ভারতের তরফে বিষয়টি পাকিস্তান বিদেশমন্ত্রকে জানানো হয়েছে ।
পাকিস্তান প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বলে ভারতের বিদেশমন্ত্রক । মাত্র দু'সপ্তাহ আগেই পাকিস্তান হাই কমিশনের দুই আধিকারিককে গ্রেপ্তার করেছিল ভারতীয় পুলিশ । এরা দুজনেই দিল্লিতে পাকিস্তানের দূতাবাসে ভিসা বিভাগে কাজ করতেন । তাঁদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ রয়েছে ।
এরপর থেকেই পাকিস্তানের ভারতীয় দূতাবাসের আধিকারিকদের বিভিন্নভাবে হেনস্থা করা শুরু হয় । ভারতীয় দূতাবাসের আধিকারিকদের উপর নজরদারি বাড়ানো হয় বলেও অভিযোগ উঠেছিল পাকিস্তান প্রশাসনের বিরুদ্ধে ।
মার্চ মাস থেকেই ভারতীয়দের উপর এমন নজরদারি শুরু হয়েছে পাকিস্তানে । এদিকে শুধুমাত্র মার্চ মাসেই 13 বার ভারতীয়দের হেনস্থা করার খবর সামনে এসেছিল । বিদেশমন্ত্রকের তরফে তখনও পাকিস্তানকে সতর্ক করা হয়েছিল । এরপর ফের আজ ইসলামাবাদের ভারতীয় দূতাবাসের দুই আধিকারিককে তুলে নিয়ে যায় ISI ।