ETV Bharat / bharat

মেঘালয়ে মাশরুম খেয়ে মৃত 2, অসুস্থ কয়েকজন - 2 die after consuming wild mushrooms in Meghalaya

বৃহস্পতিবার মোরিসন বাড়ির কাছে একটি জঙ্গল থেকে মাশরুম তুলে নিয়ে আসেন । কাতদিলিয়া এবং অন্যান্য কয়েকজন গ্রামবাসীও সেই মাশরুম নিয়ে আসেন বলে গ্রাম প্রধান গোল্ডেন গশাঙ্গ জানিয়েছেন ।

Meghalaya village
Meghalaya village
author img

By

Published : Apr 28, 2020, 11:49 AM IST

শিলং(মেঘালয়), 28 এপ্রিল : মেঘালয়ের একটি গ্রামে মাশরুম খেয়ে দু'জনের মৃত্যু হয়েছে । অসুস্থ হয়ে পড়েছেন কয়েকজন । ভারত-বাংলাদেশ সীমান্তে মেঘালয়ের পশ্চিম জৈনতিয়া জেলার ঘটনা । রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, রবিবার রাতে লামিন গ্রামের এই ঘটনা প্রকাশ্যে আসে । মোরিসন ধর(40) এবং কাতদিলিয়া খোলগ্লা(26) এই মাশরুম খেয়ে খুব অসুস্থ হয়ে পড়েছিলেন । তাঁদের মৃত্যু হয় ।

বৃহস্পতিবার মোরিসন বাড়ির কাছে একটি জঙ্গল থেকে মাশরুম তুলে নিয়ে আসেন । কাতদিলিয়া এবং অন্যান্য কয়েকজনও সেই মাশরুম নিয়ে আসেন বলে গ্রাম প্রধান গোল্ডেন গশাঙ্গ জানিয়েছেন ।গ্রাম প্রধান বলেন , “গ্রামের দুটি পরিবার এই মাশরুম রান্না করে খায় । মোরিসন এবং কাতদিলিয়া খুব অসুস্থ হয়ে পড়েন । নোংতালাং-এ একটি হাসপাতালে মোরিসনকে নিয়ে যাওয়া হয় । সেখান থেকে তাঁর পরিবার তাঁকে স্খেনতালাং-এ একটি হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় । হাসপাতালে যাওয়ার পথে বিকেল সাড়ে পাঁচটা নাগাদ তাঁর মৃ্ত্যু হয় । কাতাদিলিয়া ইটালং সদর হাসপাতালে রাত 8টা 30-এ মারা যান । ”

এই দুজনের পরিবারের সদস্যসহ মোট 16 জন অসুস্থ হয়েছেন । তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন । এঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক । কয়েকজনকে ছুটি দেওয়া হয়েছে । মেঘালয় স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, তারা এই ঘটনায় স্থানীয়স্তরের রিপোর্টের জন্য অপেক্ষা করছে ।

শিলং(মেঘালয়), 28 এপ্রিল : মেঘালয়ের একটি গ্রামে মাশরুম খেয়ে দু'জনের মৃত্যু হয়েছে । অসুস্থ হয়ে পড়েছেন কয়েকজন । ভারত-বাংলাদেশ সীমান্তে মেঘালয়ের পশ্চিম জৈনতিয়া জেলার ঘটনা । রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, রবিবার রাতে লামিন গ্রামের এই ঘটনা প্রকাশ্যে আসে । মোরিসন ধর(40) এবং কাতদিলিয়া খোলগ্লা(26) এই মাশরুম খেয়ে খুব অসুস্থ হয়ে পড়েছিলেন । তাঁদের মৃত্যু হয় ।

বৃহস্পতিবার মোরিসন বাড়ির কাছে একটি জঙ্গল থেকে মাশরুম তুলে নিয়ে আসেন । কাতদিলিয়া এবং অন্যান্য কয়েকজনও সেই মাশরুম নিয়ে আসেন বলে গ্রাম প্রধান গোল্ডেন গশাঙ্গ জানিয়েছেন ।গ্রাম প্রধান বলেন , “গ্রামের দুটি পরিবার এই মাশরুম রান্না করে খায় । মোরিসন এবং কাতদিলিয়া খুব অসুস্থ হয়ে পড়েন । নোংতালাং-এ একটি হাসপাতালে মোরিসনকে নিয়ে যাওয়া হয় । সেখান থেকে তাঁর পরিবার তাঁকে স্খেনতালাং-এ একটি হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় । হাসপাতালে যাওয়ার পথে বিকেল সাড়ে পাঁচটা নাগাদ তাঁর মৃ্ত্যু হয় । কাতাদিলিয়া ইটালং সদর হাসপাতালে রাত 8টা 30-এ মারা যান । ”

এই দুজনের পরিবারের সদস্যসহ মোট 16 জন অসুস্থ হয়েছেন । তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন । এঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক । কয়েকজনকে ছুটি দেওয়া হয়েছে । মেঘালয় স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, তারা এই ঘটনায় স্থানীয়স্তরের রিপোর্টের জন্য অপেক্ষা করছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.