ETV Bharat / bharat

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে অনিল আম্বানি সংক্রান্ত ভুল তথ্য পোস্ট, গ্রেপ্তার দুই - reliance

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে অনিল আম্বানি সংক্রান্ত ভুল তথ্য পোস্ট করার অভিযোগে দুই প্রাক্তন কর্মীকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশ।

অনিল আম্বানি
author img

By

Published : Apr 8, 2019, 7:23 PM IST

দিল্লি, ৮ এপ্রিল : সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে অনিল আম্বানি সংক্রান্ত ভুল তথ্য পোস্ট করার অভিযোগে দুই প্রাক্তন কর্মীকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশ। প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার মানব শর্মা ও তপন কুমারকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ এরিকসন মামলায় অনিল আম্বানির হাজিরা বাধ্যতামূলক নয় বলে ওয়েবসাইটে পোস্ট করেছিল তারা।

ক্রাইম ব্রাঞ্চ বিষয়টির তদন্ত করেছিল। তাদের এই কাজের পিছনে অনিল আম্বানির কী ভূমিকা তাও খতিয়ে দেখা হবে। তবে এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে দিল্লি পুলিশের কোনও আধিকারিক।

এর আগে ১৮ মার্চ দাদা মুকেশ আম্বানির সাহায্যে এরিকসনকে বকেয়া টাকা ফেরত দিয়ে জেলে যাওয়া থেকে বেঁচেছিলেন অনিল আম্বানি। ২০ ফেব্রুয়ারি শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল, আগামী চার সপ্তাহের মধ্যে রিলায়েন্স টেলিকম চেয়ারম্যান সতীশ শেঠ, রিলায়েন্স ইনফ্রাটেলের চেয়ারপার্সন ছায়া ভিরানিক ও অনিল আম্বানিকে বকেয়া ৪৫৩ কোটি টাকা দিতে হবে এরিকসন ইন্ডিয়াকে।

তবে জেলে যাওয়া থেকে রেহাই পেলেও বিতর্ক পিছু ছাড়ছে না অনিলকে। দাসোঁ নিয়ে বিতর্কের জেরে বিরোধীদের তোপের মুখে পড়তে হচ্ছে তাঁকে।

দিল্লি, ৮ এপ্রিল : সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে অনিল আম্বানি সংক্রান্ত ভুল তথ্য পোস্ট করার অভিযোগে দুই প্রাক্তন কর্মীকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশ। প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার মানব শর্মা ও তপন কুমারকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ এরিকসন মামলায় অনিল আম্বানির হাজিরা বাধ্যতামূলক নয় বলে ওয়েবসাইটে পোস্ট করেছিল তারা।

ক্রাইম ব্রাঞ্চ বিষয়টির তদন্ত করেছিল। তাদের এই কাজের পিছনে অনিল আম্বানির কী ভূমিকা তাও খতিয়ে দেখা হবে। তবে এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে দিল্লি পুলিশের কোনও আধিকারিক।

এর আগে ১৮ মার্চ দাদা মুকেশ আম্বানির সাহায্যে এরিকসনকে বকেয়া টাকা ফেরত দিয়ে জেলে যাওয়া থেকে বেঁচেছিলেন অনিল আম্বানি। ২০ ফেব্রুয়ারি শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল, আগামী চার সপ্তাহের মধ্যে রিলায়েন্স টেলিকম চেয়ারম্যান সতীশ শেঠ, রিলায়েন্স ইনফ্রাটেলের চেয়ারপার্সন ছায়া ভিরানিক ও অনিল আম্বানিকে বকেয়া ৪৫৩ কোটি টাকা দিতে হবে এরিকসন ইন্ডিয়াকে।

তবে জেলে যাওয়া থেকে রেহাই পেলেও বিতর্ক পিছু ছাড়ছে না অনিলকে। দাসোঁ নিয়ে বিতর্কের জেরে বিরোধীদের তোপের মুখে পড়তে হচ্ছে তাঁকে।

Mumbai, Apr 03 (ANI): The trailer for upcoming rom-com 'De De Pyaar De' was launched in Mumbai on the 50th birthday of bollywood actor Ajay Devgn, who stars in the lead role in the film. The movie also stars Tabu and Rakul Preet Singh in pivotal roles. The makers of the film also celebrated Devgn's birthday on the trailer launch. 'De De Pyaar De' is a contemporary rom-com with a quirky take on urban relationships. The film starring Ajay Devgn, Tabu and Rakul Preet Singh is directed by the renowned Hindi film editor, Akiv Ali.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.