ETV Bharat / bharat

পাকিস্তানের পাসপোর্ট সহ গ্রেপ্তার মুম্বই ধারাবাহিক বিস্ফোরণে অন্যতম অভিযুক্ত

একটি মাদক মামলায় তাকে খুঁজছিল পুলিশ । অবশেষে গ্রেপ্তার করা হল মুম্বই ধারাবাহিক বিস্ফোরণে অন্যতম অভিযুক্ত মুনাফ হালারিকে ।

Arrested in Serial Blasts
মুম্বই বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার
author img

By

Published : Feb 11, 2020, 3:08 AM IST

Updated : Feb 11, 2020, 5:45 AM IST

মুম্বই, 11 ফেব্রুয়ারি : 1993 মুম্বই ধারাবাহিক বিস্ফোরণে অন্যতম অভিযুক্ত মুনাফ হালারিকে গ্রেপ্তার করল গুজরাত ATS । মুম্বই বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয় । মুনাফ টাইগার মেমনের সহযোগী ও দাউদ ঘনিষ্ঠ বলে জানা গেছে ।

মুম্বই বিমানবন্দর থেকে দুবাইগামী বিমানে ওঠার আগেই তাকে গ্রেপ্তার করা হয় । তার কাছ থেকে পাকিস্তানের পাসপোর্ট পাওয়া গেছে । একটি মাদক মামলায় তাকে খুঁজছিল পুলিশ । গুজরাত উপকূল দিয়ে হেরোইন পাচারের সঙ্গে সে জড়িত বলে পুলিশের অনুমান । ইতিমধ্যেই ২ জানুয়ারি মাদক পাচারের সঙ্গে জড়িত পাঁচ পাকিস্তানের নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে ।

মুম্বই পুলিশের বক্তব্য অনুযায়ী, ১৯৯৩ মুম্বই বিস্ফোরণের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল মুনাফ । CBI-এর অনুরোধে তার বিরুদ্ধে রেড কর্নার নোটিশও জারি করা হয়েছিল ।

১৯৯৩ সালে ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে ওঠে মুম্বই । ২৫৭ জনের মৃত্যু হয় । পুলিশ সূত্রে খবর, মুম্বই বিস্ফোরণের পর মুনাফ বরেলিতে পালিয়ে যায় । সেখান থেকে ব্যাঙ্ককে যায় সে । পাকিস্তান প্রশাসনের সহযোগিতায় সেদেশের পাসপোর্ট পায় । এরপর আশ্রয় নেয় নাইরোবিতে । সেখান থেকেই আমদানি-রপ্তানির ব্যবসা চালাত । তার আড়ালে ভারতে মাদক ও বিস্ফোরক পাচারের চেষ্টা করত সে ।

২ জানুয়ারি মাদক পাচারের সঙ্গে জড়িত থাকায় আরব সাগর থেকে পাঁচ পাকিস্তানের নাগরিককে গ্রেপ্তার করা হয় । তাদের জেরা করে করাচির বাসিন্দা হাজি হাসানের নাম জানতে পারে গুজরাত ATS । তারা সংবাদমাধ্যমকে জানিয়েছে যে, গুজরাত উপকূল দিয়ে হেরোইন ও বিস্ফোরক পাচারের বিষয়ে হাজি হাসানের সঙ্গে মুনাফ হালারির টেলিফোনে কথা হয়েছিল । এরপরই রবিবার রাতে মুম্বই বিমানবন্দর থেকে মুনাফকে গ্রেপ্তার করা হয় ।

মুম্বই, 11 ফেব্রুয়ারি : 1993 মুম্বই ধারাবাহিক বিস্ফোরণে অন্যতম অভিযুক্ত মুনাফ হালারিকে গ্রেপ্তার করল গুজরাত ATS । মুম্বই বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয় । মুনাফ টাইগার মেমনের সহযোগী ও দাউদ ঘনিষ্ঠ বলে জানা গেছে ।

মুম্বই বিমানবন্দর থেকে দুবাইগামী বিমানে ওঠার আগেই তাকে গ্রেপ্তার করা হয় । তার কাছ থেকে পাকিস্তানের পাসপোর্ট পাওয়া গেছে । একটি মাদক মামলায় তাকে খুঁজছিল পুলিশ । গুজরাত উপকূল দিয়ে হেরোইন পাচারের সঙ্গে সে জড়িত বলে পুলিশের অনুমান । ইতিমধ্যেই ২ জানুয়ারি মাদক পাচারের সঙ্গে জড়িত পাঁচ পাকিস্তানের নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে ।

মুম্বই পুলিশের বক্তব্য অনুযায়ী, ১৯৯৩ মুম্বই বিস্ফোরণের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল মুনাফ । CBI-এর অনুরোধে তার বিরুদ্ধে রেড কর্নার নোটিশও জারি করা হয়েছিল ।

১৯৯৩ সালে ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে ওঠে মুম্বই । ২৫৭ জনের মৃত্যু হয় । পুলিশ সূত্রে খবর, মুম্বই বিস্ফোরণের পর মুনাফ বরেলিতে পালিয়ে যায় । সেখান থেকে ব্যাঙ্ককে যায় সে । পাকিস্তান প্রশাসনের সহযোগিতায় সেদেশের পাসপোর্ট পায় । এরপর আশ্রয় নেয় নাইরোবিতে । সেখান থেকেই আমদানি-রপ্তানির ব্যবসা চালাত । তার আড়ালে ভারতে মাদক ও বিস্ফোরক পাচারের চেষ্টা করত সে ।

২ জানুয়ারি মাদক পাচারের সঙ্গে জড়িত থাকায় আরব সাগর থেকে পাঁচ পাকিস্তানের নাগরিককে গ্রেপ্তার করা হয় । তাদের জেরা করে করাচির বাসিন্দা হাজি হাসানের নাম জানতে পারে গুজরাত ATS । তারা সংবাদমাধ্যমকে জানিয়েছে যে, গুজরাত উপকূল দিয়ে হেরোইন ও বিস্ফোরক পাচারের বিষয়ে হাজি হাসানের সঙ্গে মুনাফ হালারির টেলিফোনে কথা হয়েছিল । এরপরই রবিবার রাতে মুম্বই বিমানবন্দর থেকে মুনাফকে গ্রেপ্তার করা হয় ।


Hyderabad, Feb 10 (ANI): In a bid to provide clean water to every passenger, Indian Railways has installed atmospheric water generator system 'Meghdoot'. The installation has been made at Secunderabad railway station. This installation has been done under the 'Make in India' initiative. While speaking to ANI, an official said, "It directly harvests water from air through series of steps. Water quality meets standard of WHO and Jal Shakti Ministry. It is made under 'Make in India'".
Last Updated : Feb 11, 2020, 5:45 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.