মুম্বই, 11 ফেব্রুয়ারি : 1993 মুম্বই ধারাবাহিক বিস্ফোরণে অন্যতম অভিযুক্ত মুনাফ হালারিকে গ্রেপ্তার করল গুজরাত ATS । মুম্বই বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয় । মুনাফ টাইগার মেমনের সহযোগী ও দাউদ ঘনিষ্ঠ বলে জানা গেছে ।
মুম্বই বিমানবন্দর থেকে দুবাইগামী বিমানে ওঠার আগেই তাকে গ্রেপ্তার করা হয় । তার কাছ থেকে পাকিস্তানের পাসপোর্ট পাওয়া গেছে । একটি মাদক মামলায় তাকে খুঁজছিল পুলিশ । গুজরাত উপকূল দিয়ে হেরোইন পাচারের সঙ্গে সে জড়িত বলে পুলিশের অনুমান । ইতিমধ্যেই ২ জানুয়ারি মাদক পাচারের সঙ্গে জড়িত পাঁচ পাকিস্তানের নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে ।
মুম্বই পুলিশের বক্তব্য অনুযায়ী, ১৯৯৩ মুম্বই বিস্ফোরণের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল মুনাফ । CBI-এর অনুরোধে তার বিরুদ্ধে রেড কর্নার নোটিশও জারি করা হয়েছিল ।
১৯৯৩ সালে ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে ওঠে মুম্বই । ২৫৭ জনের মৃত্যু হয় । পুলিশ সূত্রে খবর, মুম্বই বিস্ফোরণের পর মুনাফ বরেলিতে পালিয়ে যায় । সেখান থেকে ব্যাঙ্ককে যায় সে । পাকিস্তান প্রশাসনের সহযোগিতায় সেদেশের পাসপোর্ট পায় । এরপর আশ্রয় নেয় নাইরোবিতে । সেখান থেকেই আমদানি-রপ্তানির ব্যবসা চালাত । তার আড়ালে ভারতে মাদক ও বিস্ফোরক পাচারের চেষ্টা করত সে ।
২ জানুয়ারি মাদক পাচারের সঙ্গে জড়িত থাকায় আরব সাগর থেকে পাঁচ পাকিস্তানের নাগরিককে গ্রেপ্তার করা হয় । তাদের জেরা করে করাচির বাসিন্দা হাজি হাসানের নাম জানতে পারে গুজরাত ATS । তারা সংবাদমাধ্যমকে জানিয়েছে যে, গুজরাত উপকূল দিয়ে হেরোইন ও বিস্ফোরক পাচারের বিষয়ে হাজি হাসানের সঙ্গে মুনাফ হালারির টেলিফোনে কথা হয়েছিল । এরপরই রবিবার রাতে মুম্বই বিমানবন্দর থেকে মুনাফকে গ্রেপ্তার করা হয় ।