মহারাষ্ট্র, 12 জুলাই : কোরোনার থাবা এবার মহারাষ্ট্রের রাজভবনে ৷ রাজভবনের 18 জন কর্মী কোরোনায় আক্রান্ত ৷ জানা গিয়েছে, আক্রান্তদের মধ্যে বেশ কয়েকজন রাজ্যপালের কাছে থেকেই কাজ করেন ৷ কর্মচারীরা কোরোনা পজ়িটিভ হওয়ায় হোম কোয়ারানটিনে রয়েছেন মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি ৷
রাজভবনের 100 জন কর্মীর নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয় ৷ যার মধ্যে 55 জনের রিপোর্ট আসে ৷ এঁদের মধ্যেই 18 জনের শরীরে কোরোনা সংক্রমণের হদিস মিলেছে ৷ বাকি কর্মীদের রিপোর্ট এখনও এসে পৌঁছায়নি ৷
মহারাষ্ট্রে দিনের পর দিন বেড়েই চলেছে কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ শনিবার মোট 8 হাজার 139 জনের শরীরে কোরোনা সংক্রমণের হদিস মিলেছে ৷ এনিয়ে মহারাষ্ট্রে মোট 2 লাখ 46 হাজার কোরোনা আক্রান্তের খোঁজ মিলেছে ৷ অপরদিকে মৃতের সংখ্যা 9 হাজার 893 ৷ কোরোনা সংক্রমণ রোধে ইতিমধ্যেই পুণে জেলায় 10 দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফে ৷
অপরদিকে, আজ দেশে একদিনে সর্বোচ্চ কোরোনা আক্রান্তের হদিস মিলেছে ৷ গত 24 ঘণ্টায় দেশে মোট আক্রান্ত হয়েছে 28 হাজার 637 জন ৷ সুস্থ হয়েছে 5 লাখ 34 হাজার 621 জন ৷ 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 553 জনের ৷ এনিয়ে দেশে মোট কোরোনায় মৃতের সংখ্যা 22 হাজার 674 ৷