ETV Bharat / bharat

তেলাঙ্গানা থেকে ফেরানো হল অন্ধ্রপ্রদেশের 176 জন শ্রমিককে - ভিন রাজ্যের শ্রমিক

লকডাউনের কারণে তেলাঙ্গানায় আটকে পড়া মোট 176 জন শ্রমিককে অন্ধ্রপ্রদেশে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয় । স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশ মেনে গতকাল তাঁদের ছয়টি বাসে ফিরিয়ে দেওয়া হয় ।

labourers
শ্রমিক
author img

By

Published : May 2, 2020, 9:53 AM IST

হায়দরাবাদ, 2 মে: অন্ধ্রপ্রদেশ থেকে তেলাঙ্গানায় কাজ করতে এসেছিলেন 176 জন শ্রমিক । লকডাউন ঘোষিত হওয়ার পর কাজ বন্ধ হয়ে যায় । এই অবস্থায় বাড়ি ফিরতে পারছিলেন না তাঁরা । কেন্দ্রের নির্দশিকা অনুযায়ী গতকাল তেলাঙ্গানার নালগোন্ডা থেকে তাঁদের নিজের রাজ্যে ফিরিয়ে দেওয়া হয় ।

এক সরকারি আধিকারিক বলেন, "অন্ধ্রপ্রদেশ থেকে মোট 176 জন শ্রমিক তেলাঙ্গানায় কাজ করতে এসেছিলেন । কেন্দ্রের নির্দেশিকা মেনে আমরা তাঁদের নিজ রাজ্যে ফিরিয়ে দিই । গতকাল রাত 8 টা নাগাদ মোট ছয়টি বাসে তাঁদের অন্ধ্রপ্রদেশে পৌঁছে দেওয়া হয় । স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকা ও সমস্ত প্রোটোকল মেনেই তাঁদের পাঠানো হয়েছে ।" ওই আধিকারিক জানিয়েছেন, এতদিন তেলাঙ্গানার একটি ত্রাণ শিবিরে ওই শ্রমিকদের রাখা হয়েছিল ।

ভিনরাজ্য থেকে কাজ করতে আসা শ্রমিকদের ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে রাজ্য সরকারগুলিকে। এই মর্মে নির্দেশিকা জারি হয়েছে কেন্দ্রের তরফে । এই নির্দেশিকা পাওয়ার পর গুন্টুর জেলা প্রশাসনিক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে নালগোন্ডা জেলা কর্তৃপক্ষ । এর আগে বুধবার প্রায় 1200 শ্রমিককে ঝাড়খণ্ডের হাতিয়ায় ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয় । একটি বিশেষ ট্রেনে হায়দরাবাদের লিঙ্গমপল্লি স্টেশন থেকে তাঁদের নিজ রাজ্যে পাঠানোর ব্যবস্থা করা হয়েছিল ।

হায়দরাবাদ, 2 মে: অন্ধ্রপ্রদেশ থেকে তেলাঙ্গানায় কাজ করতে এসেছিলেন 176 জন শ্রমিক । লকডাউন ঘোষিত হওয়ার পর কাজ বন্ধ হয়ে যায় । এই অবস্থায় বাড়ি ফিরতে পারছিলেন না তাঁরা । কেন্দ্রের নির্দশিকা অনুযায়ী গতকাল তেলাঙ্গানার নালগোন্ডা থেকে তাঁদের নিজের রাজ্যে ফিরিয়ে দেওয়া হয় ।

এক সরকারি আধিকারিক বলেন, "অন্ধ্রপ্রদেশ থেকে মোট 176 জন শ্রমিক তেলাঙ্গানায় কাজ করতে এসেছিলেন । কেন্দ্রের নির্দেশিকা মেনে আমরা তাঁদের নিজ রাজ্যে ফিরিয়ে দিই । গতকাল রাত 8 টা নাগাদ মোট ছয়টি বাসে তাঁদের অন্ধ্রপ্রদেশে পৌঁছে দেওয়া হয় । স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকা ও সমস্ত প্রোটোকল মেনেই তাঁদের পাঠানো হয়েছে ।" ওই আধিকারিক জানিয়েছেন, এতদিন তেলাঙ্গানার একটি ত্রাণ শিবিরে ওই শ্রমিকদের রাখা হয়েছিল ।

ভিনরাজ্য থেকে কাজ করতে আসা শ্রমিকদের ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে রাজ্য সরকারগুলিকে। এই মর্মে নির্দেশিকা জারি হয়েছে কেন্দ্রের তরফে । এই নির্দেশিকা পাওয়ার পর গুন্টুর জেলা প্রশাসনিক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে নালগোন্ডা জেলা কর্তৃপক্ষ । এর আগে বুধবার প্রায় 1200 শ্রমিককে ঝাড়খণ্ডের হাতিয়ায় ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয় । একটি বিশেষ ট্রেনে হায়দরাবাদের লিঙ্গমপল্লি স্টেশন থেকে তাঁদের নিজ রাজ্যে পাঠানোর ব্যবস্থা করা হয়েছিল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.