কাবুল,17 জুন : ফের কাবুলে তালিবান জঙ্গি হামলায় রক্ত ঝরল ৷ এই হামলায় প্রাণ হারালেন 17 জন আফগান সেনা জওয়ান ৷ আহত অন্ততপক্ষে 11 জন ৷ উত্তর আফগানিস্তানে সেনা ছাউনিতে বুধবার জঙ্গিরা হামলা চালায় ৷ কয়েক মাস আগে রাজধানি কাবুলের এক হাসপাতালের প্রসূতি বিভাগেও জঙ্গিরা হামলা চালিয়েছিল ৷ এই হামলায় দুই শিশু সহ 12 জন মহিলা নিহত হয়েছিলেন ৷
উত্তর আফগানিস্তানের কুনদুজ জেলায় 5 জন আফগান সেনা নিহত হন ৷ কম করে 6 জন আহত হয়েছেন৷ এই জেলার রাজধানি কুনদুজ শহর থেকে 15 কিমি দূরে তালাওয়াকা অঞ্চলে এই হামলার ঘটনা ঘটে ৷ তালওয়াকা শির খান শহরে যাওয়ার লিংকরোড হিসাবে ব্যবহৃত হয় ৷ তালিবান জঙ্গিদের সঙ্গে সেনার প্রায় দু'ঘণ্টা গুলির লড়াই চলে ৷ পরে জঙ্গিরা সেখান থেকে ফিরে যেতে বাধ্য হয় ৷ এই সংঘর্ষে 4 জঙ্গিও মারা গিয়েছে ৷ সেনাবাহিনীর 217 পামির কর্পস আব্দুল কাদির এই সংবাদ জানিয়েছে ।
অন্যদিকে উত্তর জাজ্জান প্রদেশে,সেনা-জঙ্গি সংঘর্ষে 12 জন জওয়ানের সঙ্গে 5 জন জঙ্গিও নিহত হয় ৷ এই সংঘর্ষে 5 জন সেনা আধিকারিক এবং 10 জঙ্গি গুরুতর আহত হয়েছে ৷ আঞ্চা জেলার কৌশলগত এলাকা বালা হিশারে তালিবানরা সেনা শিবিরে হামলা চালায় ৷ এই বিষয়টি প্রাদেশিক সরকারের এক মুখপাত্র নিশ্চিত করেছে । তালিবান ও সেনার এভাবে লড়াই আফগানিস্তানে যেন ঐতিহ্য হয়ে গিয়েছে ৷ বসন্ত এবং গ্রীষ্মের সময় আফগানিস্তান লড়াইয়ের মরসুম হিসাবে পরিচিত । এই সময়ে তালিবান জঙ্গিরা এলাকা দখল করতে চেষ্টা করে ৷ এই কারণে আফগানিস্তানে বিক্ষিপ্ত সংঘর্ষ ও লড়াই চলে ৷