ETV Bharat / bharat

ইউক্রেন থেকে দেশে ফিরল 144 পড়ুয়া - Vande Bharat Mission

144 জন পড়ুয়াকে নিয়ে ইউক্রেন থেকে দেশে ফিরল এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমান । লকডাউনের জেরে সেদেশে আটকে পড়ে তারা । পড়ুয়া সমেত ওই বিমানটি আজ ইন্দোর এয়ারপোর্টে এসে পৌঁছায় ।

ছবি
ছবি
author img

By

Published : Jul 1, 2020, 10:47 AM IST

Updated : Jul 1, 2020, 2:02 PM IST

ইন্দোর , 1 জুলাই : বন্দে ভারত মিশনের আওতায় 144 জন পড়ুয়াকে নিয়ে ইউক্রেন থেকে ভারতের উদ্দেশে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমান । লকডাউনের জেরে সেদেশে আটকে পড়ে তারা । পড়ুয়া সমেত ওই বিমানটি আজ ইন্দোর এয়ারপোর্টে এসে পৌঁছায় ।

এয়ারপোর্টের ডিরেক্টর অর্যমা স্যান্যাল জানিয়েছেন, আজ ভোর 5টা 15 নাগাদ ইউক্রেন থেকে দিল্লি হয়ে ওই বিশেষ বিমানটি অহল্যাবাই হলকার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় । সেদেশে আটকে পড়া 144 জন ভারতীয় পড়ুয়াকে নিয়ে বিমানটি দেশে পৌঁছেছে । বিমানবন্দরে পড়ুয়াদের স্ক্রিনিং টেস্ট করা হয়েছে । পাশাপাশি তাদের জিনিসপত্র স্যানিটাইজ় করা হয়েছে । স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, এই শিক্ষার্থীদের বেশিরভাগই মধ্যপ্রদেশের । পাশাপাশি ইন্দোরের 29 জন আছে । তাদের 7 দিনের জন্য কোয়ারানটিন সেন্টারে পাঠানো হয়েছে ।

এছাড়াও, ছত্তিশগড়, গুজরাত, মহারাষ্ট্রেরও কয়েকজন পড়ুয়া রয়েছে । তাদেরও নিজের রাজ্যে পাঠিয়ে দেওয়া হবে বলে জানান তিনি ।

ইন্দোর , 1 জুলাই : বন্দে ভারত মিশনের আওতায় 144 জন পড়ুয়াকে নিয়ে ইউক্রেন থেকে ভারতের উদ্দেশে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমান । লকডাউনের জেরে সেদেশে আটকে পড়ে তারা । পড়ুয়া সমেত ওই বিমানটি আজ ইন্দোর এয়ারপোর্টে এসে পৌঁছায় ।

এয়ারপোর্টের ডিরেক্টর অর্যমা স্যান্যাল জানিয়েছেন, আজ ভোর 5টা 15 নাগাদ ইউক্রেন থেকে দিল্লি হয়ে ওই বিশেষ বিমানটি অহল্যাবাই হলকার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় । সেদেশে আটকে পড়া 144 জন ভারতীয় পড়ুয়াকে নিয়ে বিমানটি দেশে পৌঁছেছে । বিমানবন্দরে পড়ুয়াদের স্ক্রিনিং টেস্ট করা হয়েছে । পাশাপাশি তাদের জিনিসপত্র স্যানিটাইজ় করা হয়েছে । স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, এই শিক্ষার্থীদের বেশিরভাগই মধ্যপ্রদেশের । পাশাপাশি ইন্দোরের 29 জন আছে । তাদের 7 দিনের জন্য কোয়ারানটিন সেন্টারে পাঠানো হয়েছে ।

এছাড়াও, ছত্তিশগড়, গুজরাত, মহারাষ্ট্রেরও কয়েকজন পড়ুয়া রয়েছে । তাদেরও নিজের রাজ্যে পাঠিয়ে দেওয়া হবে বলে জানান তিনি ।

Last Updated : Jul 1, 2020, 2:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.