ETV Bharat / bharat

এবার ছত্তিশগড়, কিশোরীকে গণধর্ষণের অভিযোগ - ছত্তিশগড়ে 14বছরের আদিবাসী মেয়েকে গণধর্ষণ

পুলিশ দ্রুত ওই জায়গায় পৌঁছে কিশোরীকে উদ্ধার করে ।

14-year-old C'garh tribal girl out with male friend gang-raped
14-year-old C'garh tribal girl out with male friend gang-raped
author img

By

Published : Nov 24, 2020, 8:27 AM IST

করধাওয়া (ছত্তিশগড়), 24 নভেম্বর : ছত্তিশগড়ে 14 বছরের এক আদিবাসী কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠল । বন্ধুর থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে চার যুবক । ছত্তিশগড়ের করধাওয়া টাউনের ঘটনা ।

রবিবার সন্ধ্যায় এক বন্ধুর সঙ্গে বেরিয়েছিল ওই আদিবাসী কিশোরী । নির্যাতিতার অভিযোগ অনুযায়ী, তাদের দুজনের পথ আটকায় চার যুবক । ভয় দেখিয়ে বন্ধুটিকে চলে যেতে বাধ্য করে । এরপর অচেনা একটি জায়গায় টেনে নিয়ে গিয়ে ধর্ষণের পর পালিয়ে যায় অভিযুক্তরা ।

কবীরধামের পুলিশ সুপার সলাভ সিনহা জানিয়েছেন, মেয়েটির চিৎকার শুনে স্থানীয়রা টহলরত পুলিশকে জানায় । পুলিশ দ্রুত ওই জায়গায় পৌঁছে কিশোরীকে উদ্ধার করে । অপরিচিত অভিযুক্তদের বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ জানিয়েছে নির্যাতিতা । তিনি আরও জানিয়েছেন, "কিশোরীর দেওয়া বর্ণনা অনুযায়ী অভিযুক্তদের ধরার চেষ্টা করা হচ্ছে । সন্দেহভাজন কয়েকজনকে আটক করা হয়েছে । তাদের জিজ্ঞাসাবাদ চলছে ।"

করধাওয়া (ছত্তিশগড়), 24 নভেম্বর : ছত্তিশগড়ে 14 বছরের এক আদিবাসী কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠল । বন্ধুর থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে চার যুবক । ছত্তিশগড়ের করধাওয়া টাউনের ঘটনা ।

রবিবার সন্ধ্যায় এক বন্ধুর সঙ্গে বেরিয়েছিল ওই আদিবাসী কিশোরী । নির্যাতিতার অভিযোগ অনুযায়ী, তাদের দুজনের পথ আটকায় চার যুবক । ভয় দেখিয়ে বন্ধুটিকে চলে যেতে বাধ্য করে । এরপর অচেনা একটি জায়গায় টেনে নিয়ে গিয়ে ধর্ষণের পর পালিয়ে যায় অভিযুক্তরা ।

কবীরধামের পুলিশ সুপার সলাভ সিনহা জানিয়েছেন, মেয়েটির চিৎকার শুনে স্থানীয়রা টহলরত পুলিশকে জানায় । পুলিশ দ্রুত ওই জায়গায় পৌঁছে কিশোরীকে উদ্ধার করে । অপরিচিত অভিযুক্তদের বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ জানিয়েছে নির্যাতিতা । তিনি আরও জানিয়েছেন, "কিশোরীর দেওয়া বর্ণনা অনুযায়ী অভিযুক্তদের ধরার চেষ্টা করা হচ্ছে । সন্দেহভাজন কয়েকজনকে আটক করা হয়েছে । তাদের জিজ্ঞাসাবাদ চলছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.