ETV Bharat / bharat

রাজস্থানের মন্দিরে প্যান্ডেল ভেঙে মৃত কমপক্ষে 14

রাজস্থানের বার্মেরে একটি প্যান্ডেল ভেঙে কমপক্ষে 14 জন মারা গেছে । মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা ।

রাজস্থানের মন্দিরে প্যান্ডেল ভেঙে মৃত কমপক্ষে 14
author img

By

Published : Jun 23, 2019, 6:33 PM IST

Updated : Jun 23, 2019, 8:46 PM IST

জয়পুর, 23 জুন : রাজস্থানের বার্মেরে একটি প্যান্ডেল ভেঙে কমপক্ষে 14 জন মারা গেছে । ঘটনায় গুরুতর আহত আরও 50 জন । মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা । আহতদের যোধপুরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । প্রবল বৃষ্টির জেরে প্যান্ডেলটি ভেঙে পড়ে বলে প্রাথমিক অনুমান ।

জয়পুর থেকে প্রায় 500 কিলোমিটার দূরে বার্মেরে অবস্থিত রানি ভাতিয়ানি মন্দিরে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে এসেছিল লোকজন । অনুষ্ঠানের জন্যই সেখানে প্যান্ডেল তৈরি করা হয়েছিল । অনুমান ভারী বৃষ্টির জেরে প্যান্ডেলের উপর অনেক জল জমে যায় । সেই ভার রাখতে না পেরেই প্যান্ডেলটি ভেঙে পড়ে । যার জেরে এই বিপত্তি ।

দুর্ঘটনায় শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটারে লেখেন, "রাজস্থানের বার্মেরে একটি প্যান্ডেল ভেঙে দুর্ঘটনা ঘটেছে । যা খুব দুর্ভাগ্যজনক । শোকগ্রস্ত পরিবারের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি । আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি ।" প্রধানমন্ত্রীর পাশাপাশি ঘটনায় শোক প্রকাশ করে টুইট করে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট জানিয়েছেন মৃতদের পরিবারকে 5 লাখ টাকা ও আহতদের 2 লাখ টাকা ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার । শোক প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।

জয়পুর, 23 জুন : রাজস্থানের বার্মেরে একটি প্যান্ডেল ভেঙে কমপক্ষে 14 জন মারা গেছে । ঘটনায় গুরুতর আহত আরও 50 জন । মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা । আহতদের যোধপুরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । প্রবল বৃষ্টির জেরে প্যান্ডেলটি ভেঙে পড়ে বলে প্রাথমিক অনুমান ।

জয়পুর থেকে প্রায় 500 কিলোমিটার দূরে বার্মেরে অবস্থিত রানি ভাতিয়ানি মন্দিরে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে এসেছিল লোকজন । অনুষ্ঠানের জন্যই সেখানে প্যান্ডেল তৈরি করা হয়েছিল । অনুমান ভারী বৃষ্টির জেরে প্যান্ডেলের উপর অনেক জল জমে যায় । সেই ভার রাখতে না পেরেই প্যান্ডেলটি ভেঙে পড়ে । যার জেরে এই বিপত্তি ।

দুর্ঘটনায় শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটারে লেখেন, "রাজস্থানের বার্মেরে একটি প্যান্ডেল ভেঙে দুর্ঘটনা ঘটেছে । যা খুব দুর্ভাগ্যজনক । শোকগ্রস্ত পরিবারের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি । আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি ।" প্রধানমন্ত্রীর পাশাপাশি ঘটনায় শোক প্রকাশ করে টুইট করে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট জানিয়েছেন মৃতদের পরিবারকে 5 লাখ টাকা ও আহতদের 2 লাখ টাকা ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার । শোক প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।


Srinagar (JandK), Jun 23 (ANI): At least terrorists were killed in an operation by security forces in Kashmir's Shopian district today morning. While speaking to ANI, Dilbagh Singh, DGP, Jammu and Kashmir Police on today's Shopian encounter said, "It was a successful operation in which 4 militants were neutralised. All of them were sort of IS inspired militants who were commanded by Shaukat Ahmed Butt of the same area. They were wanted in many terror-related crimes." The police have registered a case and requested citizens not to venture inside the encounter zone since such an area can prove dangerous due to stray explosive materials.
Last Updated : Jun 23, 2019, 8:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.