প্রতাপগড় (উত্তরপ্রদেশ), 20 নভেম্বর : উত্তরপ্রদেশের প্রতাপগড়ে দুর্ঘটনায় মৃত্যু হল 14 জনের ৷ মৃতদের মধ্যে ছয় শিশু । আহতদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে।
বিয়েবাড়ির অনুষ্ঠান শেষে একটি বোলেরো গাড়িতে ফিরছিল কয়েকজন ৷ সেই সময় মানিকপুর থানা এলাকায় প্রয়াগরাজ-লখনউ হাইওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা মারে ৷
দুর্ঘটনার খবর পেয়ে মানিকপুর থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছায় ৷ গাড়িটি থেকে 14 জনের দেহ বের করা হয় ৷ পরে দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠায় তারা ৷
বোলেরো গাড়ির চালক ঘুমিয়ে পড়েছিলেন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের ৷ সেই কারণে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে তিনি লক্ষ্য করেননি ৷ গাড়ির যাত্রীরা সকলেই নবাবগজ এলাকায় একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে যোগ দিয়ে ফিরছিলেন ৷
শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । দ্রুত দুর্ঘটনাস্থানে পৌঁছাতে সিনিয়র আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি । আহতদের সবরকম সাহায্য করারও নির্দেশ দিয়েছেন ।