ETV Bharat / bharat

অন্ধ্রপ্রদেশের চিত্তুরে মিল্ক ডেয়ারি ইউনিটে অ্যামোনিয়া গ্যাস লিক , অসুস্থ 14

author img

By

Published : Aug 21, 2020, 8:49 AM IST

Updated : Aug 21, 2020, 9:25 AM IST

ঘটনায় 14 জনকে হাসপাতালে ভরতি করা হয়েছে । তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক ।

ammonia gas leak at milk dairy unit in Andhra's Chittoor
চিত্তুরে মিল্ক ডেয়ারি ইউনিটে গ্যাস লিক

চিত্তুর , 21 অগাস্ট : অন্ধ্রপ্রদেশের চিত্তুরে মিল্ক ডেয়ারি ইউনিটে অ্যামোনিয়া গ্যাস লিক । ঘটনায় 14 জনকে হাসপাতালে ভরতি করা হয়েছে । বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটে ।

জেলা কালেক্টর নারায়ণভরত গুপ্ত বলেন , "পুটালাপাট্টু এলাকার কাছে মিল্ক ডেয়ারি ইউনিটে অ্যামোনিয়া গ্যাস লিক হওয়ার খবর পেয়েছি আমরা । বিকেল 5 টার সময় ঘটনাটি ঘটে । সেই সময় 14 জন কর্মী সেখানে কাজ করছিল । প্রত্যেকেই মহিলা । তাঁদের চিত্তুর হাসপাতালে ভরতি করা হয়েছে । তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক । বাকিদের অবস্থা স্থিতিশীল । "

তবে কী কারণে এই ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি । এই প্রসঙ্গে তিনি বলেন , " এই ঘটনা কম্পানির ব্যবস্থার কোনও গাফিলতি বা শ্রমিকদের অবহেলার ফলস্বরূপ কি না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি । শুক্রবার ঘটনাস্থান খতিয়ে দেখবেন ইন্ডাস্ট্রিজ় ডিপার্টমেন্ট জেনেরাল ম্যানেজার এবং দমকল বিভাগের কর্মকর্তারা । "

মন্ত্রী পেড্ডিরেড্ডি রামচন্দ্র রেড্ডি চিত্তুর জেলা কালেক্টরের সঙ্গে কথা বলেছেন এবং এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন । আহতেরা যাতে উন্নত চিকিৎসা পরিষেবা পায় , তারও নির্দেশ দিয়েছেন তিনি ।

চিত্তুর , 21 অগাস্ট : অন্ধ্রপ্রদেশের চিত্তুরে মিল্ক ডেয়ারি ইউনিটে অ্যামোনিয়া গ্যাস লিক । ঘটনায় 14 জনকে হাসপাতালে ভরতি করা হয়েছে । বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটে ।

জেলা কালেক্টর নারায়ণভরত গুপ্ত বলেন , "পুটালাপাট্টু এলাকার কাছে মিল্ক ডেয়ারি ইউনিটে অ্যামোনিয়া গ্যাস লিক হওয়ার খবর পেয়েছি আমরা । বিকেল 5 টার সময় ঘটনাটি ঘটে । সেই সময় 14 জন কর্মী সেখানে কাজ করছিল । প্রত্যেকেই মহিলা । তাঁদের চিত্তুর হাসপাতালে ভরতি করা হয়েছে । তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক । বাকিদের অবস্থা স্থিতিশীল । "

তবে কী কারণে এই ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি । এই প্রসঙ্গে তিনি বলেন , " এই ঘটনা কম্পানির ব্যবস্থার কোনও গাফিলতি বা শ্রমিকদের অবহেলার ফলস্বরূপ কি না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি । শুক্রবার ঘটনাস্থান খতিয়ে দেখবেন ইন্ডাস্ট্রিজ় ডিপার্টমেন্ট জেনেরাল ম্যানেজার এবং দমকল বিভাগের কর্মকর্তারা । "

মন্ত্রী পেড্ডিরেড্ডি রামচন্দ্র রেড্ডি চিত্তুর জেলা কালেক্টরের সঙ্গে কথা বলেছেন এবং এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন । আহতেরা যাতে উন্নত চিকিৎসা পরিষেবা পায় , তারও নির্দেশ দিয়েছেন তিনি ।

Last Updated : Aug 21, 2020, 9:25 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.