বিশাখাপটনম, 11 মে : বাসের সঙ্গে জ়িপের সংঘর্ষে মৃত্যু হল 14 জনের । দুর্ঘটনাটি অন্ধ্রপ্রদেশের কুর্নুলের ভেলদুর্তির । আহত হয়েছে বেশ কয়েকজন । তাদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে ।
হায়দরাবাদ থেকে বেঙ্গালুরুর দিকে যাচ্ছিল বাসটি । ভেলদুর্তির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে জ়িপে ধাক্কা মারে। ঘটনাস্থানেই 13 জনের মৃত্যু হয়। স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করেন । হাসপাতাল নিয়ে যাওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ। মৃতদের বাড়ি গাদোয়ালা জেলার ওয়াড্ডেপল্লির রামাপুরমে । ঘটনার তদন্ত চলছে ।