ETV Bharat / bharat

অন্ধ্রপ্রদেশের কুর্নুলে বাস-জ়িপ সংঘর্ষ, মৃত 14 - bengaluru

হায়দরাবাদ থেকে বেঙ্গালুরুর দিকে যাচ্ছিল বাসটি । ভেলদুর্তির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে জ়িপে ধাক্কা মারে। ঘটনাস্থানেই 13 জনের মৃত্যু হয়।

দুর্ঘটনাস্থানের ছবি
author img

By

Published : May 11, 2019, 8:50 PM IST

বিশাখাপটনম, 11 মে : বাসের সঙ্গে জ়িপের সংঘর্ষে মৃত্যু হল 14 জনের । দুর্ঘটনাটি অন্ধ্রপ্রদেশের কুর্নুলের ভেলদুর্তির । আহত হয়েছে বেশ কয়েকজন । তাদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে ।

হায়দরাবাদ থেকে বেঙ্গালুরুর দিকে যাচ্ছিল বাসটি । ভেলদুর্তির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে জ়িপে ধাক্কা মারে। ঘটনাস্থানেই 13 জনের মৃত্যু হয়। স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করেন । হাসপাতাল নিয়ে যাওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ। মৃতদের বাড়ি গাদোয়ালা জেলার ওয়াড্ডেপল্লির রামাপুরমে । ঘটনার তদন্ত চলছে ।

বিশাখাপটনম, 11 মে : বাসের সঙ্গে জ়িপের সংঘর্ষে মৃত্যু হল 14 জনের । দুর্ঘটনাটি অন্ধ্রপ্রদেশের কুর্নুলের ভেলদুর্তির । আহত হয়েছে বেশ কয়েকজন । তাদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে ।

হায়দরাবাদ থেকে বেঙ্গালুরুর দিকে যাচ্ছিল বাসটি । ভেলদুর্তির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে জ়িপে ধাক্কা মারে। ঘটনাস্থানেই 13 জনের মৃত্যু হয়। স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করেন । হাসপাতাল নিয়ে যাওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ। মৃতদের বাড়ি গাদোয়ালা জেলার ওয়াড্ডেপল্লির রামাপুরমে । ঘটনার তদন্ত চলছে ।

Tehri (Uttarakhand)/ Dehradun (Uttarakhand), May 11 (ANI): A massive forest fire broke out in Uttarakhand's Tehri district. Forest fire has been raging for over two days in the region. This incident took place in the forests of Bhilangna range. More details are awaited in this incident.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.