ETV Bharat / bharat

পুনেয় দেওয়াল ভেঙে মৃত 15 শ্রমিক

পুনের কন্ধোয়ায় দেওয়াল ভেঙে 15 জনের মৃত্যু হয়েছে ।

পুনেয় দেওয়াল ভেঙে মৃত 14
author img

By

Published : Jun 29, 2019, 7:17 AM IST

Updated : Jun 29, 2019, 12:19 PM IST

পুনে, 29 জুন : পুনের কন্ধোয়ায় দেওয়াল ভেঙে 14 জনের মৃত্যু হয়েছে । দেওয়ালটি নির্মাণ শ্রমিকদের বাড়ির উপর ভেঙে পড়ে । ঘটনাটি গতকাল রাতের । মৃতদের মধ্যে এ রাজ্যের কয়েকজন শ্রমিক রয়েছেন বলে স্থানীয় প্রশাসন প্রাথমিকভাবে দাবি করলেও পরে জানা যায় তাঁরা সবাই বিহারের বাসিন্দা ছিলেন ।

পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, যাঁরা মারা গিয়েছেন তাঁদের মধ্যে দুটি শিশু রয়েছে । 14টি দেহ উদ্ধার হয়েছে । এখনও কয়েকজন নিখোঁজ বলে জানা গেছে । দুর্ঘটনায় আহতর সংখ্যা 4 । তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থানে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে দমকল । উদ্ধার কাজে সাহায্য করছে NDRF । পুনের জেলাশাসক নভাল কিশোর রাম বলেন, "ভারী বৃষ্টিতে দেওয়ালটি ভেঙে পড়েছে । তবে এই দুর্ঘটনায় নির্মাণ সংস্থার কোনও গাফিলতি রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ।" দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থানে যান পুনের পুলিশ কমিশনার কে ভেঙ্কটেশ্যাম । তিনি বলেন, "পুলিশ তদন্ত করছে । দুর্ঘটনায় যদি কারও গাফিলতি থাকে তবে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে । "

ভারী বৃষ্টির জেরে গতকাল রাত 2টা নাগাদ মুম্বইয়ের চেম্বুরে রাস্তার পাশে পার্ক করা একটি অটোর উপর দেওয়াল ভেঙে পড়ে । তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই ।

পুনে, 29 জুন : পুনের কন্ধোয়ায় দেওয়াল ভেঙে 14 জনের মৃত্যু হয়েছে । দেওয়ালটি নির্মাণ শ্রমিকদের বাড়ির উপর ভেঙে পড়ে । ঘটনাটি গতকাল রাতের । মৃতদের মধ্যে এ রাজ্যের কয়েকজন শ্রমিক রয়েছেন বলে স্থানীয় প্রশাসন প্রাথমিকভাবে দাবি করলেও পরে জানা যায় তাঁরা সবাই বিহারের বাসিন্দা ছিলেন ।

পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, যাঁরা মারা গিয়েছেন তাঁদের মধ্যে দুটি শিশু রয়েছে । 14টি দেহ উদ্ধার হয়েছে । এখনও কয়েকজন নিখোঁজ বলে জানা গেছে । দুর্ঘটনায় আহতর সংখ্যা 4 । তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থানে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে দমকল । উদ্ধার কাজে সাহায্য করছে NDRF । পুনের জেলাশাসক নভাল কিশোর রাম বলেন, "ভারী বৃষ্টিতে দেওয়ালটি ভেঙে পড়েছে । তবে এই দুর্ঘটনায় নির্মাণ সংস্থার কোনও গাফিলতি রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ।" দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থানে যান পুনের পুলিশ কমিশনার কে ভেঙ্কটেশ্যাম । তিনি বলেন, "পুলিশ তদন্ত করছে । দুর্ঘটনায় যদি কারও গাফিলতি থাকে তবে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে । "

ভারী বৃষ্টির জেরে গতকাল রাত 2টা নাগাদ মুম্বইয়ের চেম্বুরে রাস্তার পাশে পার্ক করা একটি অটোর উপর দেওয়াল ভেঙে পড়ে । তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই ।

Puri (Odisha), June 29 (ANI): Few days left for the famous Rath Yatra of Lord Jagannath, final touches are being given to the preparations for the grand event in Odisha's Puri. Every year, the Jagannath Rath Yatra is witnessed by lakhs of devotees from all corners of the world. Three chariots have already been constructed for the deities- Lord Balabhadra, Lord Jagannath and Devi Subhadra. Traditional artists are painting fresh and glowing colours on different idols. While speaking to ANI, a Painter said, "We start the works 15 to 20 days before and gives the final touch to Rath Yatra before 1 to 2 days. Around 40 to 50 artists work for this Yatra." This year, the annual Rath Yatra of Lord Jagannath, Devi Subhadra and Lord Balabhadra will be celebrated on July 4.
Last Updated : Jun 29, 2019, 12:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.