ETV Bharat / bharat

ঝাড়খণ্ডে নাবালিকাকে গণধর্ষণের পর খুন, তদন্তে SIT গঠন - গণধর্ষণ

দুমকার পুলিশ সুপার অম্বর লাকরা জানান, প্রাথমিকভাবে এটিকে গণধর্ষণের পর খুন বলে মনে করা হচ্ছে ৷ কিন্তু, ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত, নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না ৷ তদন্তের জন্য় একটি SIT গঠন করা হয়েছে ৷ দোষীরা দ্রুত ধরা পড়বে ৷

12-year_old_tribal_girl_gangraped_and_murdered_in_jharkhand
ঝাড়খণ্ডে নাবালিকাকে গণধর্ষণের পর খুন, অনুমান পুলিশের
author img

By

Published : Oct 17, 2020, 1:41 PM IST

দুমকা (ঝাড়খণ্ড), 17 অক্টোবর : এবার ঝাড়খণ্ডের দুমকায় নাবালিকাকে গণধর্ষণ করে খুন ৷ এমনই অনুমান স্থানীয় পুলিশ প্রশাসনের ৷ ঘটনাটি ঝাড়খণ্ডের দুমকার চিডি গ্রামের ৷ শুক্রবার একটি ঝোপের আড়াল থেকে নাবালিকার দেহ উদ্ধার করে পুলিশ ৷ ঘটনায় কড়া হাতে পুলিশকে ব্য়বস্থা নিতে নির্দেশ দিয়েছেন ঝাড়খণ্ডের মুখয়মন্ত্রী হেমন্ত সোরেন ৷

পুলিশের তরফে জানানো হয়েছে, শুক্রবার টিউশন পড়তে বাড়ি থেকে বেরিয়েছিল পঞ্চম শ্রেণির ওই ছাত্রী ৷ এরপর থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না ৷ এনিয়ে দুমকার পুলিশ সুপার অম্বর লাকরা জানান, প্রাথমিকভাবে এটিকে গণধর্ষণের পর খুন বলে মনে করা হচ্ছে ৷ কিন্তু, ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত, নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না ৷ তদন্তের জন্য় একটি SIT গঠন করা হয়েছে ৷ দোষীরা দ্রুত ধরা পড়বে ৷

  • दुमका में हमारी बहन पर हुई ज़्यादती के सारे आरोपी को जल्द से जल्द पकड़ -उन्हें कड़ी से कड़ी सजा दिलायी जायेगी - ऐसा मैं वादा करता हूँ, प्रण लेता हूँ।

    साथ ही भाजपा के अपने साथियों को बताना चाहूँगा की यह हमारा झारखण्ड है, उत्तर प्रदेश नहीं।यहाँ हाथरस की तरह रात के अंधियारे में 1/3

    — Hemant Soren (घर में रहें - सुरक्षित रहें) (@HemantSorenJMM) October 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুখ্য়মন্ত্রী হেমন্ত সোরেন এ নিয়ে ঝাড়খণ্ড পুলিশের DG-কে দ্রুত ব্য়বস্থা নিতে নির্দেশ দিয়েছেন ৷ পুরো ঘটনার রিপোর্ট মুখ্য়মন্ত্রীর সচিবালয়ে জানাতে বলেছেন ৷ পাশাপাশি জেলাশাসক স্তরেও কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন তিনি ৷

এই ঘটনায় রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে ঝাড়খণ্ডে ৷ নভেম্বরের 3 তারিখ ঝাড়খণ্ডের দু'টি বিধানসভায় উপনির্বাচন রয়েছে ৷ তার মধ্য়ে একটি কেন্দ্র দুমকা ৷ ফলে এই কেন্দ্রেই নাবালিকাকে গণধর্ষণের মতো ঘটনায় মুখ্য়মন্ত্রী হেমন্ত সোরেনকে চেপে ধরেছে বিরোধী BJP শিবির ৷ রাজ্য়ের আইনশৃঙ্খলা নিয়ে শাসক দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চাকে আক্রমণ করেছে তারা ৷

দুমকা (ঝাড়খণ্ড), 17 অক্টোবর : এবার ঝাড়খণ্ডের দুমকায় নাবালিকাকে গণধর্ষণ করে খুন ৷ এমনই অনুমান স্থানীয় পুলিশ প্রশাসনের ৷ ঘটনাটি ঝাড়খণ্ডের দুমকার চিডি গ্রামের ৷ শুক্রবার একটি ঝোপের আড়াল থেকে নাবালিকার দেহ উদ্ধার করে পুলিশ ৷ ঘটনায় কড়া হাতে পুলিশকে ব্য়বস্থা নিতে নির্দেশ দিয়েছেন ঝাড়খণ্ডের মুখয়মন্ত্রী হেমন্ত সোরেন ৷

পুলিশের তরফে জানানো হয়েছে, শুক্রবার টিউশন পড়তে বাড়ি থেকে বেরিয়েছিল পঞ্চম শ্রেণির ওই ছাত্রী ৷ এরপর থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না ৷ এনিয়ে দুমকার পুলিশ সুপার অম্বর লাকরা জানান, প্রাথমিকভাবে এটিকে গণধর্ষণের পর খুন বলে মনে করা হচ্ছে ৷ কিন্তু, ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত, নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না ৷ তদন্তের জন্য় একটি SIT গঠন করা হয়েছে ৷ দোষীরা দ্রুত ধরা পড়বে ৷

  • दुमका में हमारी बहन पर हुई ज़्यादती के सारे आरोपी को जल्द से जल्द पकड़ -उन्हें कड़ी से कड़ी सजा दिलायी जायेगी - ऐसा मैं वादा करता हूँ, प्रण लेता हूँ।

    साथ ही भाजपा के अपने साथियों को बताना चाहूँगा की यह हमारा झारखण्ड है, उत्तर प्रदेश नहीं।यहाँ हाथरस की तरह रात के अंधियारे में 1/3

    — Hemant Soren (घर में रहें - सुरक्षित रहें) (@HemantSorenJMM) October 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুখ্য়মন্ত্রী হেমন্ত সোরেন এ নিয়ে ঝাড়খণ্ড পুলিশের DG-কে দ্রুত ব্য়বস্থা নিতে নির্দেশ দিয়েছেন ৷ পুরো ঘটনার রিপোর্ট মুখ্য়মন্ত্রীর সচিবালয়ে জানাতে বলেছেন ৷ পাশাপাশি জেলাশাসক স্তরেও কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন তিনি ৷

এই ঘটনায় রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে ঝাড়খণ্ডে ৷ নভেম্বরের 3 তারিখ ঝাড়খণ্ডের দু'টি বিধানসভায় উপনির্বাচন রয়েছে ৷ তার মধ্য়ে একটি কেন্দ্র দুমকা ৷ ফলে এই কেন্দ্রেই নাবালিকাকে গণধর্ষণের মতো ঘটনায় মুখ্য়মন্ত্রী হেমন্ত সোরেনকে চেপে ধরেছে বিরোধী BJP শিবির ৷ রাজ্য়ের আইনশৃঙ্খলা নিয়ে শাসক দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চাকে আক্রমণ করেছে তারা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.