চিত্রকূট (উত্তরপ্রদেশ) , 14 জুন : নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। উত্তরপ্রদেশের চিত্রকূটের ঘটনা। ঘটনার পর থেকে অভিযুক্ত ওই যুবক পলাতক ।
সূত্রের খবর, ওই নাবালিকা মাঠে গবাদি পশুকে খাওয়াতে নিয়ে যায়। সেখানেই তাঁর উপর চড়াও হয় বছর কুড়ির ওই যুবক।
এপ্রসঙ্গে পুলিশ আধিকারিক সুভাষচন্দ্র চৌরাসিয়া জানান, "ওই নাবালিকা মাঠে গবাদি পশুকে খাওয়ানোর জন্য যায়। সেখানেই বছর কুড়ির এক যুবক তাঁকে ধর্ষণ করে। এমনকী, ধর্ষণের কথা কাউকে বললে তাঁকে খুনের হুমকি দেয় ওই যুবক ।"
তবে, বাড়িতে পৌঁছানোর পরই নাবালিকা সমস্ত ঘটনাটি বাড়ির লোককে জানান।
ঘটনার পর থেকেই অভিযুক্ত ওই যুবক পলাতক। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। পুলিশ সূত্রের খবর, অভিযুক্তের বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণ ও খুনের হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে।