ETV Bharat / bharat

আহমেদাবাদে কোরোনা আক্রান্তে মৃত্য়ুর 12 শতাংশ ছিপা সম্প্রদায়ের - corona update india

গুজরাতে সবচেয়ে বেশি কোরোনা সংক্রমণ হয়েছে আহমেদাবাদে । শহরের জামালপুরে আক্রান্ত সবথেকে বেশি । জামালপুরের অধিবাসী এই ছিপা সম্প্রদায় । যাঁদের মধ্যে মৃত্যুর হার সবচেয়ে বেশি । 13মে পর্যন্ত ছিপা সম্প্রদায়ের 53জনের মৃত্যু হয়েছে । যাঁরা প্রত্যেকেই জামালপুরের ।

gujrat
gujrat
author img

By

Published : May 15, 2020, 1:32 PM IST

আহমেদাবাদ, 15মে : গুজরাতে কোরোনা সংক্রমণ প্রচুর । ভারতে কোরোনা আক্রান্ত রাজ্যগুলির মধ্যে গুজরাত তৃতীয় স্থানে । সেখানে এখনও পর্যন্ত নয় হাজারের বেশি মানুষ কোরোনা আক্রান্ত হয়েছেন । রাজ্যের স্বাস্থ্যদপ্তরের তরফে প্রকাশিত তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত আহমেদাবাদে মৃতের সংখ্যা 446 । এবং এর বেশিরভাগই ছিপা সম্প্রদায়ের । আহমেদাবাদে কোরোনা আক্রান্তে মোট মৃতের 12 শতাংশই ছিপা সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ।

গুজরাতে সবচেয়ে বেশি কোরোনা সংক্রমণ হয়েছে আহমেদাবাদে । শহরের জামালপুরে আক্রান্ত সবথেকে বেশি । জামালপুরের অধিবাসী এই ছিপা সম্প্রদায় । যাঁদের মধ্যে মৃত্যুর হার সবচেয়ে বেশি । 13মে পর্যন্ত ছিপা সম্প্রদায়ের 53জনের মৃত্যু হয়েছে । যাঁরা প্রত্যেকেই জামালপুরের ।

কিন্তু কী কারণে ছিপা সম্প্রদায়ে মৃতের হার বেশি ?

আহমেদাবাদের জামালপুর, রাইখদ, অস্টোদিয়া, গোল লিমডায় দীর্ঘ প্রজন্ম ধরে রয়েছেন এই ছিপা সম্প্রদায়ের মানুষ । এইসব এলাকায় জন সংখ্যা অনেক বেশি । সামাজিক দূরত্বও অনেক সময় মেনে চলা সম্ভব হয়নি । তাই সংক্রমণ ছড়িয়েছে প্রচুর ।

গোল লিমডা এলাকায় ছিপা সম্প্রদায় কেন্দ্রে বিশেষ চিকিৎসা ব্যবস্থা শুরু করেছে আহমেদাবাদ পৌরনিগম । উপসর্গহীন কোরোনা রোগীদের এখানে রেখেই চিকিৎসা করা হচ্ছে । বিশেষ পর্যবেক্ষণে তাঁদের রাখা হয়েছে এবং প্রত্যেককে বিভিন্ন নিয়মের বিষয়ে শেখানো হচ্ছে । তবে কিছুদিন ধরে জামালপুরে কমেছে কোরোনা সংক্রমণ । আশা করা হচ্ছে, সংক্রমণ নিয়ন্ত্রণ করা গিয়েছে । তাই কিছুটা স্বস্তিতে স্থানীয়রা ।

আহমেদাবাদ, 15মে : গুজরাতে কোরোনা সংক্রমণ প্রচুর । ভারতে কোরোনা আক্রান্ত রাজ্যগুলির মধ্যে গুজরাত তৃতীয় স্থানে । সেখানে এখনও পর্যন্ত নয় হাজারের বেশি মানুষ কোরোনা আক্রান্ত হয়েছেন । রাজ্যের স্বাস্থ্যদপ্তরের তরফে প্রকাশিত তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত আহমেদাবাদে মৃতের সংখ্যা 446 । এবং এর বেশিরভাগই ছিপা সম্প্রদায়ের । আহমেদাবাদে কোরোনা আক্রান্তে মোট মৃতের 12 শতাংশই ছিপা সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ।

গুজরাতে সবচেয়ে বেশি কোরোনা সংক্রমণ হয়েছে আহমেদাবাদে । শহরের জামালপুরে আক্রান্ত সবথেকে বেশি । জামালপুরের অধিবাসী এই ছিপা সম্প্রদায় । যাঁদের মধ্যে মৃত্যুর হার সবচেয়ে বেশি । 13মে পর্যন্ত ছিপা সম্প্রদায়ের 53জনের মৃত্যু হয়েছে । যাঁরা প্রত্যেকেই জামালপুরের ।

কিন্তু কী কারণে ছিপা সম্প্রদায়ে মৃতের হার বেশি ?

আহমেদাবাদের জামালপুর, রাইখদ, অস্টোদিয়া, গোল লিমডায় দীর্ঘ প্রজন্ম ধরে রয়েছেন এই ছিপা সম্প্রদায়ের মানুষ । এইসব এলাকায় জন সংখ্যা অনেক বেশি । সামাজিক দূরত্বও অনেক সময় মেনে চলা সম্ভব হয়নি । তাই সংক্রমণ ছড়িয়েছে প্রচুর ।

গোল লিমডা এলাকায় ছিপা সম্প্রদায় কেন্দ্রে বিশেষ চিকিৎসা ব্যবস্থা শুরু করেছে আহমেদাবাদ পৌরনিগম । উপসর্গহীন কোরোনা রোগীদের এখানে রেখেই চিকিৎসা করা হচ্ছে । বিশেষ পর্যবেক্ষণে তাঁদের রাখা হয়েছে এবং প্রত্যেককে বিভিন্ন নিয়মের বিষয়ে শেখানো হচ্ছে । তবে কিছুদিন ধরে জামালপুরে কমেছে কোরোনা সংক্রমণ । আশা করা হচ্ছে, সংক্রমণ নিয়ন্ত্রণ করা গিয়েছে । তাই কিছুটা স্বস্তিতে স্থানীয়রা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.