ETV Bharat / bharat

কেরালায় কোরোনা আক্রান্ত আরও 12 - মন্ত্রী সুনীল কুমার

কেরালাতে ফের খোঁজ মিলল কোরোনা আক্রান্তের ৷ কাল নতুন করে 12 জন সংক্রামিত ব্যক্তির খোঁজ পাওয়া যায় ৷

Corona positive in Kerala
কোরোনা আক্রান্ত
author img

By

Published : Mar 21, 2020, 8:50 AM IST

তিরুবনন্তপুরম, 21 মার্চ : প্রথম কোরোনা আক্রান্তের খোঁজ মিলেছিল কেরালাতেই ৷ গতকাল কেরালায় আরও 12 জনের রিপোর্ট পজ়িটিভ আসায় সেরাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল 40 ৷ এঁদের মধ্যে তিনজন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়াও পেয়েছেন ৷ গতকাল কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানান, ‘‘নতুন করে যে 12 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন তাঁদের চিকিৎসা চলছে ৷"

আক্রান্তদের মধ্যে ছ'জন কাসারাগড়, পাঁচজন এরনাকুলাম ও একজন পালাক্কারের বাসিন্দা ৷ অন্যদিকে পাঁচজন ব্রিটিশ নাগরিক, যাঁরা কোচির একটি হাসপাতালে আইসোলেশনে ছিলেন তাঁদের কোরোনা ভাইরাসের রিপোর্টও পজ়িটিভ এসেছে ৷ কেরালার মন্ত্রী সুনীল কুমার বলেন, ‘‘মোট 19 জনের একটি দল ব্রিটেন থেকে ফিরেছিল ৷ তাঁদের আইসোলেশনে রাখা হয় ও কোরোনা পরীক্ষা করা হয় ৷ এঁদের মধ্যে 12 জনের রিপোর্ট নেগেটিভ আসায় তাঁদের দেশে ফিরতে সাহায্য করা হবে সরকারের তরফে ৷ সকলেরই বয়স 60 থেকে 80 বছরের মধ্যে ৷’’

কোরোনা মোকাবিলায় সরকারের প্রস্তুতি নিয়ে তিনি বলেন, ‘‘ এরনাকুলামে 4,196 জন বাড়িতে কোয়ারানটাইনে রয়েছেন৷ কোচিন বিমানবন্দর থেকে 2,262 জনকে কোয়ারানটাইনে পাঠানো হয়েছে ৷ এঁদের মধ্যে 27 জনের কোরোনার উপসর্গ দেখা দিয়েছে।’’

  • Kerala Government: All govt offices & other offices of public & private organizations will remain closed for one week in Kasargod, starting from 21st March. Shops & establishments to remain open only between 11 am to 5 pm, except those that provide essential services. #COVID19 https://t.co/lBHIW0Xaiz

    — ANI (@ANI) March 20, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সরকারি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড ও বেডের সংখ্যা বাড়ানোর পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলির সঙ্গেও বৈঠক করা হয়েছে পরিস্থিতির মোকাবিলার জন্য ৷ মন্ত্রী সুনীল কুমার বলেন, ‘‘24টি বেসরকারি হাসপাতালে মোট 197টি আইসোলেশন বেড, 94টি ICU বেড, 35টি ভেন্টিলেটর ও 120টি বেডের 6টি ওয়ার্ড ইতিমধ্যেই প্রস্তুত রাখা হয়েছে কোরোনার মোকাবিলায় ৷’’

ভারতে কোরোনা আক্রান্তের মোট সংখ্যা পৌঁছেছে 237-এ, এর মধ্যে 32 জন বিদেশি ৷

তিরুবনন্তপুরম, 21 মার্চ : প্রথম কোরোনা আক্রান্তের খোঁজ মিলেছিল কেরালাতেই ৷ গতকাল কেরালায় আরও 12 জনের রিপোর্ট পজ়িটিভ আসায় সেরাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল 40 ৷ এঁদের মধ্যে তিনজন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়াও পেয়েছেন ৷ গতকাল কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানান, ‘‘নতুন করে যে 12 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন তাঁদের চিকিৎসা চলছে ৷"

আক্রান্তদের মধ্যে ছ'জন কাসারাগড়, পাঁচজন এরনাকুলাম ও একজন পালাক্কারের বাসিন্দা ৷ অন্যদিকে পাঁচজন ব্রিটিশ নাগরিক, যাঁরা কোচির একটি হাসপাতালে আইসোলেশনে ছিলেন তাঁদের কোরোনা ভাইরাসের রিপোর্টও পজ়িটিভ এসেছে ৷ কেরালার মন্ত্রী সুনীল কুমার বলেন, ‘‘মোট 19 জনের একটি দল ব্রিটেন থেকে ফিরেছিল ৷ তাঁদের আইসোলেশনে রাখা হয় ও কোরোনা পরীক্ষা করা হয় ৷ এঁদের মধ্যে 12 জনের রিপোর্ট নেগেটিভ আসায় তাঁদের দেশে ফিরতে সাহায্য করা হবে সরকারের তরফে ৷ সকলেরই বয়স 60 থেকে 80 বছরের মধ্যে ৷’’

কোরোনা মোকাবিলায় সরকারের প্রস্তুতি নিয়ে তিনি বলেন, ‘‘ এরনাকুলামে 4,196 জন বাড়িতে কোয়ারানটাইনে রয়েছেন৷ কোচিন বিমানবন্দর থেকে 2,262 জনকে কোয়ারানটাইনে পাঠানো হয়েছে ৷ এঁদের মধ্যে 27 জনের কোরোনার উপসর্গ দেখা দিয়েছে।’’

  • Kerala Government: All govt offices & other offices of public & private organizations will remain closed for one week in Kasargod, starting from 21st March. Shops & establishments to remain open only between 11 am to 5 pm, except those that provide essential services. #COVID19 https://t.co/lBHIW0Xaiz

    — ANI (@ANI) March 20, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সরকারি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড ও বেডের সংখ্যা বাড়ানোর পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলির সঙ্গেও বৈঠক করা হয়েছে পরিস্থিতির মোকাবিলার জন্য ৷ মন্ত্রী সুনীল কুমার বলেন, ‘‘24টি বেসরকারি হাসপাতালে মোট 197টি আইসোলেশন বেড, 94টি ICU বেড, 35টি ভেন্টিলেটর ও 120টি বেডের 6টি ওয়ার্ড ইতিমধ্যেই প্রস্তুত রাখা হয়েছে কোরোনার মোকাবিলায় ৷’’

ভারতে কোরোনা আক্রান্তের মোট সংখ্যা পৌঁছেছে 237-এ, এর মধ্যে 32 জন বিদেশি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.