ETV Bharat / bharat

সাক্ষী 1918 সালের স্প্যানিশ ফ্লুয়ের, কোরোনামুক্ত 113 বছরের বৃদ্ধা - old woman beats corona

ব্রায়ান্সের জন্ম 4 মার্চ, 1907 সালে সান ফ্রান্সিসকোয় ৷ 1918-19 সালে স্প্যানিশ ফ্লুয়ের সময় তিনি 11 বছরের বালিকা ৷ 1936-39 তিনি স্পেনের গৃহযুদ্ধও দেখেছিলেন ৷ এবার জয় করলেন কোরোনা যুদ্ধ ৷

coronavirus
মারিয়া ব্রায়ান্সের
author img

By

Published : May 13, 2020, 5:51 PM IST

মাদ্রিদ, 13 মে: কুঁচকানো চামড়া ,মাথা ভর্তি সাদা চুল ৷ মুখে একটা অদ্ভুত মিষ্টি হাসি ৷ মানুষটির মুখ দেখলে বোঝাই যাবে না বয়স 113 বছর ৷ শুধু বার্ধক্যকে নয়, সম্প্রতি তিনি আরও একটি মারাত্মক প্যানডেমিককে জয় করেছেন ৷ আর সেটা হল কোরোনা ভাইরাস ৷ এই ভাইরাস কাড়তে পারেনি মারিয়া ব্রায়ান্সের অফুরন্ত জীবনীশক্তিকে ৷

স্পেনীয় মারিয়া ব্রায়ান্সের জন্ম হয়েছিল অ্যামেরিকায় ৷ তবে , দীর্ঘ 20 বছর ধরে তিনি বসবাস করছেন স্পেনের ওলত শহরের সান্তা মারিয়া দেল তুরা নামক একটি আবাসনে ৷ কোরোনা থাবায় এপিল মাস থেকে আবাসনটি প্রায় মৃত্যুপুরী হয়ে উঠেছিল ৷ আর সেই সময়ই অর্থাৎ এপ্রিল মাসে শতবর্ষীয় এই বৃদ্ধা শ্বাসকষ্টজনিত সমস্যার পর আক্রান্ত হন কোরোনাতয় ৷ চিকিৎসা চলছিল নিজের ঘরে ৷ শুধুমাত্র একজন ডাক্তার বিশেষ নিরাপত্তা নিয়ে তাঁকে পরীক্ষা করতে যেতেন ৷

স্পেনের সংবাদমাধ্যম AFP কে দেওয়া এক সাক্ষাৎকারে ওই আবাসনের মুখপাত্র শুধুমাত্র এইটুকু জানান," দীর্ঘ এক মাস পর এখন তিনি খানিকটা সুস্থ ৷ তবে , সাময়িক অসুস্থতা এখনও আছে ৷ সুস্থ হওয়ার পর কোরোনা পজ়িটিভ কিনা তা জানার জন্য একটি টেস্ট করানো হয় ৷ সেটি নেগেটিভ বের হয় ৷ "

"আমি খুব সৌভাগ্যবতী ৷ তাই এত দিন ধরে বেঁচে আছি এবং সুস্বাস্থ্য পেয়েছি ৷ " নিজের দীর্ঘ জীবন নিয়ে জিজ্ঞাসা করলে ,তিনি এই কথাগুলিই বলেন ৷ 113 বছর বয়সি ওই বৃদ্ধা ইতিমধ্যেই স্পেনের প্রতিটি খবরের শিরোনামে ৷ কারণ তিনি স্পেনের সবচেয়ে বয়স্ক মহিলা ৷

ব্রায়ান্সের জন্ম 4 মার্চ, 1907 সালে সান ফ্রান্সিসকোতে ৷ তাঁর বাবা পেশায় সাংবাদিক ছিলেন এবং তিনি অ্যামেরিকায় কাজ করতেন৷ ব্রায়ান্স স্পেনে এসেছিলেন প্রথম বিশ্বযুদ্ধের সময় ৷ এই দীর্ঘজীবনে তিনি মুখোমুখি হয়েছেন 1918-1919 সালের স্প্যানিশ ফ্লুয়েরও ৷ 1936-39 তিনি স্পেনের গৃহযুদ্ধও দেখেছিলেন ৷ এবার জয় করলেন কোরোনা যুদ্ধ ৷

মাদ্রিদ, 13 মে: কুঁচকানো চামড়া ,মাথা ভর্তি সাদা চুল ৷ মুখে একটা অদ্ভুত মিষ্টি হাসি ৷ মানুষটির মুখ দেখলে বোঝাই যাবে না বয়স 113 বছর ৷ শুধু বার্ধক্যকে নয়, সম্প্রতি তিনি আরও একটি মারাত্মক প্যানডেমিককে জয় করেছেন ৷ আর সেটা হল কোরোনা ভাইরাস ৷ এই ভাইরাস কাড়তে পারেনি মারিয়া ব্রায়ান্সের অফুরন্ত জীবনীশক্তিকে ৷

স্পেনীয় মারিয়া ব্রায়ান্সের জন্ম হয়েছিল অ্যামেরিকায় ৷ তবে , দীর্ঘ 20 বছর ধরে তিনি বসবাস করছেন স্পেনের ওলত শহরের সান্তা মারিয়া দেল তুরা নামক একটি আবাসনে ৷ কোরোনা থাবায় এপিল মাস থেকে আবাসনটি প্রায় মৃত্যুপুরী হয়ে উঠেছিল ৷ আর সেই সময়ই অর্থাৎ এপ্রিল মাসে শতবর্ষীয় এই বৃদ্ধা শ্বাসকষ্টজনিত সমস্যার পর আক্রান্ত হন কোরোনাতয় ৷ চিকিৎসা চলছিল নিজের ঘরে ৷ শুধুমাত্র একজন ডাক্তার বিশেষ নিরাপত্তা নিয়ে তাঁকে পরীক্ষা করতে যেতেন ৷

স্পেনের সংবাদমাধ্যম AFP কে দেওয়া এক সাক্ষাৎকারে ওই আবাসনের মুখপাত্র শুধুমাত্র এইটুকু জানান," দীর্ঘ এক মাস পর এখন তিনি খানিকটা সুস্থ ৷ তবে , সাময়িক অসুস্থতা এখনও আছে ৷ সুস্থ হওয়ার পর কোরোনা পজ়িটিভ কিনা তা জানার জন্য একটি টেস্ট করানো হয় ৷ সেটি নেগেটিভ বের হয় ৷ "

"আমি খুব সৌভাগ্যবতী ৷ তাই এত দিন ধরে বেঁচে আছি এবং সুস্বাস্থ্য পেয়েছি ৷ " নিজের দীর্ঘ জীবন নিয়ে জিজ্ঞাসা করলে ,তিনি এই কথাগুলিই বলেন ৷ 113 বছর বয়সি ওই বৃদ্ধা ইতিমধ্যেই স্পেনের প্রতিটি খবরের শিরোনামে ৷ কারণ তিনি স্পেনের সবচেয়ে বয়স্ক মহিলা ৷

ব্রায়ান্সের জন্ম 4 মার্চ, 1907 সালে সান ফ্রান্সিসকোতে ৷ তাঁর বাবা পেশায় সাংবাদিক ছিলেন এবং তিনি অ্যামেরিকায় কাজ করতেন৷ ব্রায়ান্স স্পেনে এসেছিলেন প্রথম বিশ্বযুদ্ধের সময় ৷ এই দীর্ঘজীবনে তিনি মুখোমুখি হয়েছেন 1918-1919 সালের স্প্যানিশ ফ্লুয়েরও ৷ 1936-39 তিনি স্পেনের গৃহযুদ্ধও দেখেছিলেন ৷ এবার জয় করলেন কোরোনা যুদ্ধ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.