ETV Bharat / bharat

কোটা-যোধপুরের পর  রাজকোট, এক মাসে মৃত শতাধিক শিশু

কোটার শিশু মৃত্যু নিয়ে যখন তোলপাড় গোটা দেশ তখনই সামনে এল আরও একটি ঘটনা ৷ রাজকোটের কেডি চিলড্রেন্স হসপিটালে গত একমাসে 111 জন শিশুর মৃত্যু হয়েছে ৷

image
রাজকোটে শিশু মৃত্যু
author img

By

Published : Jan 5, 2020, 9:57 AM IST

Updated : Jan 5, 2020, 12:59 PM IST

রাজকোট, 5 জানুয়ারি : জে কে লোন হসপাতালে শিশু মৃত্যুর ঘটনা তোলপাড় করেছে গোটা দেশে ৷ মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে 110 ৷ যোধপুরে এক মাসে প্রাণ হারিয়েছে 146টি শিশু ৷ এবার আরও একটি ঘটনা সামনে এল ৷ এমনকি কোটার থেকেও বেশি শিশু মৃত্যু হয়েছে রাজকোটের কেডি চিলড্রেন্স হাসাপাতলে ৷ 111 জন শিশু মৃত্যু হয়েছে এক মাসে ৷ তাদের মধ্যে 96 জন শিশুই ছিল অপরিণত (প্রি-ম্যাচিয়োর) ও কম ওজনের ৷

অন্যদিকে যোধপুরে এক মাসে মৃত্যু হয়েছে 146টি শিশুর । যার মধ্যে 98 জন সদ্যোজাত । গত ডিসেম্বরে রাজস্থানের যোধপুরে এস এন মেডিকেল কলেজে 146টি শিশুর মৃত্যু হয়েছে । এবারও অভিযোগ, সরকারি হাসপাতালের চিকিৎসা পরিকাঠামো বেহাল থাকায় এই ঘটনা ঘটেছে । মুখ্যমন্ত্রী অশোক গেহলটের বাড়ি যোধপুরে । সেখানে এমন ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে ।

1 ডিসেম্বর থেকে 5 জানুয়ারির মধ্যে কোটায় শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল 110 ৷ যদি শেষ ছয় বছরের হিসাব দেখা যায়, তাহলে মোট 6,652 জন শিশুর মৃত্যু হয়েছে জে কে লোন হাসপাতালে ৷ এবার রাজকোটের ঘটনাও সামনে এল ৷ রাজকোটের মৃত্যুর তদন্তে উঠে এসেছে হাসপাতালে পরিকাঠামোর অভাব ৷ হাসপাতালে NICU ইউনিট থাকলেও সেটি সম্পৃর্ণভাবে কাজ করে না ৷ এদিকে গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রুপানিকে শিশু মৃত্যুর ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি তা এড়িয়ে যান ৷ উত্তর না দিয়ে হেঁটে চলে যান তিনি ৷ এতেও শুরু হয়েছে বিতর্ক ৷

গত ডিসেম্বরে মোট 386 জন শিশুকে ভরতি করা হয়েছিল কেডি চিলড্রেন্স হাসপাতালে ৷ তাদের মধ্যে ডিসেম্বরেই মৃত্যু হয় 111 জনের ৷ ঘটনাটি সামনে আসতেই তোলপাড় শুরু হয় ৷ যদিও এখনও পর্যন্ত হাসপাতালের পক্ষ থেকেও কিছু পদক্ষেপ করা হয়নি ৷

রাজকোট, 5 জানুয়ারি : জে কে লোন হসপাতালে শিশু মৃত্যুর ঘটনা তোলপাড় করেছে গোটা দেশে ৷ মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে 110 ৷ যোধপুরে এক মাসে প্রাণ হারিয়েছে 146টি শিশু ৷ এবার আরও একটি ঘটনা সামনে এল ৷ এমনকি কোটার থেকেও বেশি শিশু মৃত্যু হয়েছে রাজকোটের কেডি চিলড্রেন্স হাসাপাতলে ৷ 111 জন শিশু মৃত্যু হয়েছে এক মাসে ৷ তাদের মধ্যে 96 জন শিশুই ছিল অপরিণত (প্রি-ম্যাচিয়োর) ও কম ওজনের ৷

অন্যদিকে যোধপুরে এক মাসে মৃত্যু হয়েছে 146টি শিশুর । যার মধ্যে 98 জন সদ্যোজাত । গত ডিসেম্বরে রাজস্থানের যোধপুরে এস এন মেডিকেল কলেজে 146টি শিশুর মৃত্যু হয়েছে । এবারও অভিযোগ, সরকারি হাসপাতালের চিকিৎসা পরিকাঠামো বেহাল থাকায় এই ঘটনা ঘটেছে । মুখ্যমন্ত্রী অশোক গেহলটের বাড়ি যোধপুরে । সেখানে এমন ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে ।

1 ডিসেম্বর থেকে 5 জানুয়ারির মধ্যে কোটায় শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল 110 ৷ যদি শেষ ছয় বছরের হিসাব দেখা যায়, তাহলে মোট 6,652 জন শিশুর মৃত্যু হয়েছে জে কে লোন হাসপাতালে ৷ এবার রাজকোটের ঘটনাও সামনে এল ৷ রাজকোটের মৃত্যুর তদন্তে উঠে এসেছে হাসপাতালে পরিকাঠামোর অভাব ৷ হাসপাতালে NICU ইউনিট থাকলেও সেটি সম্পৃর্ণভাবে কাজ করে না ৷ এদিকে গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রুপানিকে শিশু মৃত্যুর ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি তা এড়িয়ে যান ৷ উত্তর না দিয়ে হেঁটে চলে যান তিনি ৷ এতেও শুরু হয়েছে বিতর্ক ৷

গত ডিসেম্বরে মোট 386 জন শিশুকে ভরতি করা হয়েছিল কেডি চিলড্রেন্স হাসপাতালে ৷ তাদের মধ্যে ডিসেম্বরেই মৃত্যু হয় 111 জনের ৷ ঘটনাটি সামনে আসতেই তোলপাড় শুরু হয় ৷ যদিও এখনও পর্যন্ত হাসপাতালের পক্ষ থেকেও কিছু পদক্ষেপ করা হয়নি ৷

Intro:

રાજકોટમાં એક માસમાં 111 શિશુના મોત, હાહાકાર

રાજકોટ: રાજસ્થાનના કોટામાં એક માસમાં 100 જેટલા બાળકોના મોત થયા છે. ત્યારે ગુજરાતના રાજકોટમાં કોટા કરતા પણ વધારે નવજાત શિશુઓના મોતનો મામલો સામે આવ્યો છે. રાજકોટ સિવિલ હોસ્પિટલ કમ્પાઉન્ડમાં આવેલ કે.ડી ચિલ્ડ્રન હોસ્પિટલની આ ઘટના છે. મૃત પામેલ 111માંથી 96 બાળકો નવજાત પ્રિ- મેચ્યોર અને ઓછા વજન વાળા હતા. પ્રાથમિક તપાસમાં સામે આવ્યું છે કે હોસ્પિટલમાં એનઆઇસીયુના કાર્ય અભાવના કારણે આ પ્રકારની ઘટનાઓ વધી છે. ઉલ્લેખનીય છે કે હોસ્પિટલમાં એનઆઈસીયુ તો છે પરંતુ તે કાર્યક્ષમ નથી. ઉલ્લેખનીય છે કે ગત ડિસેમ્બર માસમાં અંદાજીત 386 બાળકો દાખલ થયા હતા જેમાંથી 111ના મોત થયા છે. જે છેલ્લા એકમાસમાંસૌથી વધારે છે.

Body:રાજકોટમાં એક માસમાં 111 શિશુના મોત, હાહાકારConclusion:રાજકોટમાં એક માસમાં 111 શિશુના મોત, હાહાકાર
Last Updated : Jan 5, 2020, 12:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.