ETV Bharat / bharat

কর্নাটকে কোরোনামুক্ত 110 বছরের বৃদ্ধা - Battle against COVID 19

কর্নাটকের চিত্রদুর্গ জেলায় 110 বছরের বৃদ্ধা সুস্থ হলেন মারণ ভাইরাস থেকে ৷

ছবি
ছবি
author img

By

Published : Aug 2, 2020, 8:44 AM IST

চিত্রদুর্গ (কর্নাটক), 2 অগাস্ট : এবার কোরোনাকে জয় করলেন 110 বছরের বৃদ্ধা ৷ নাম সিদ্ধাম্মা ৷ তিনি কর্নাটকের চিত্রদুর্গ জেলার বাসিন্দা ৷ গতকাল তাঁকে হাসপাতালে থেকে ছুটি দেওয়া হয় ৷

বাসবরাজ নামে এক চিকিৎসক জানিয়েছেন, 27 জুলাই ওই বৃদ্ধার কোরোনা পজ়িটিভ রিপোর্ট আসে ৷ সুস্থ হওয়ার পর হাসপাতালের তরফে তাঁকে নতুন শাড়ি পরিয়ে গাড়ি করে বাড়ি পৌঁছে দিয়ে আসা হয় ৷

দেশে ক্রমাগত বেড়েই চলেছে কোরোনা সংক্রমণ ৷ তবে বেড়েছে সুস্থতার হার ৷ এই পরিস্থিতিতে কর্নাটকে 110 বছরের বৃদ্ধার সুস্থ হয়ে ওঠার খবর যথেষ্ট ইতিবাচক বলে মনে করা হচ্ছে।

গতকাল কর্নাটকে 5 হাজার 172 জন নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছেন ৷ মৃত্যু হয়েছে 98 জনের ৷ রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা 1 লাখ 29 হাজার 287 ৷ সক্রিয় আক্রান্ত 73 হাজার 219 ৷ 53 হাজার 648 জন কোরোনামুক্ত হয়েছেন ৷

চিত্রদুর্গ (কর্নাটক), 2 অগাস্ট : এবার কোরোনাকে জয় করলেন 110 বছরের বৃদ্ধা ৷ নাম সিদ্ধাম্মা ৷ তিনি কর্নাটকের চিত্রদুর্গ জেলার বাসিন্দা ৷ গতকাল তাঁকে হাসপাতালে থেকে ছুটি দেওয়া হয় ৷

বাসবরাজ নামে এক চিকিৎসক জানিয়েছেন, 27 জুলাই ওই বৃদ্ধার কোরোনা পজ়িটিভ রিপোর্ট আসে ৷ সুস্থ হওয়ার পর হাসপাতালের তরফে তাঁকে নতুন শাড়ি পরিয়ে গাড়ি করে বাড়ি পৌঁছে দিয়ে আসা হয় ৷

দেশে ক্রমাগত বেড়েই চলেছে কোরোনা সংক্রমণ ৷ তবে বেড়েছে সুস্থতার হার ৷ এই পরিস্থিতিতে কর্নাটকে 110 বছরের বৃদ্ধার সুস্থ হয়ে ওঠার খবর যথেষ্ট ইতিবাচক বলে মনে করা হচ্ছে।

গতকাল কর্নাটকে 5 হাজার 172 জন নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছেন ৷ মৃত্যু হয়েছে 98 জনের ৷ রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা 1 লাখ 29 হাজার 287 ৷ সক্রিয় আক্রান্ত 73 হাজার 219 ৷ 53 হাজার 648 জন কোরোনামুক্ত হয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.