ETV Bharat / bharat

চিতাবাঘের সঙ্গে লড়ে ভাইয়ের প্রাণ বাঁচাল নাবালিকা - minors

দুঃসাহসিকতার পরিচয় দিল উত্তরাখণ্ডের এক নাবালিকা ৷ বাড়ির সামনেই 4 বছরের ভাইয়ের সঙ্গে খেলছিল ৷ আচমকাই চিতাবাঘের হানা ৷ পালিয়ে যাওয়ার পরিবর্তে ভাইয়ের উপর শুয়ে পড়ে সে ৷ নিজে জখম হয়ে ভাইকে বাঁচায় ৷

ছবিটি প্রতীকী
author img

By

Published : Oct 9, 2019, 7:20 PM IST

পাউরি, 9 অক্টোবর : ভাইয়ের সঙ্গে বাড়ির সামনেই খেলছিল মেয়েটি ৷ নাম রাখি ৷ বয়স 11 ৷ আচমকাই চিতাবাঘের হানা ৷ আতঙ্কে পালিয়ে গেল না সে ৷ বরং ঝাঁপিয়ে শুয়ে পড়ল ভাইয়ের উপর ৷ আচ্ছাদন হয়ে ঢেকে রাখল ভাইকে ৷ যাতে কোনও ক্ষতি না হয় ৷ বাধা দিল চিতাবাঘটিকে ৷ নিজে গুরুতর জখম হয়েও বাঁচাল ভাইকে ৷ উত্তরাখণ্ডের দেবকুণ্ডাই তাল্লি গ্রামের ঘটনা ৷ ভয়ে আতঙ্কে পালিয়ে যাওয়ার পরিবর্তে ভাইয়ের ওপর শুয়ে পড়ে তাকে বাঁচানোর চেষ্টা করে সে ৷

নাবালিকার চিৎকারেই স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থানে এসে চিতাবাঘটিকে তাড়িয়ে দেয় ৷ উদ্ধার করা হয় দু'জনকে ৷ পরিবারের তরফে বলা হয়েছে, রাখির ভাইয়ের তেমন কিছু না হলেও, গুরুতর জখম হয় নাবালিকা ৷ ঘাড়ে গভীর ক্ষত নিয়ে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে ৷ আঘাত গুরুতর হওয়ার কারণে অন্যত্র নিয়ে যাওয়ার কথা জানায় হাসপাতাল কর্তৃপক্ষ ৷

দিল্লির সরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানেও ভরতি নেওয়া হয়নি ৷ বাধ্য হয়ে তাদের পরিবার উত্তরাখণ্ডের পর্যটন মন্ত্রী ও স্থানীয় বিধায়ক এস মহারাজের দ্বারস্থ হয় ৷ মন্ত্রীর হস্তক্ষেপে 7 অক্টোবর রাখিকে অন্য একটি হাসপাতালে ভরতি করা হয় ৷ সেরে উঠছে রাখি, জানিয়েছে তার পরিবার ৷

মন্ত্রীর তরফে নাবালিকার চিকিৎসার জন্য 1 লাখ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়েছে ৷ রাখির সাহসিকতার জন্য তাকে পুরস্কার দেওয়ার কথাও বলেন পাউরির জেলা শাসক ডি এস গড়ব্যাল ৷

পাউরি, 9 অক্টোবর : ভাইয়ের সঙ্গে বাড়ির সামনেই খেলছিল মেয়েটি ৷ নাম রাখি ৷ বয়স 11 ৷ আচমকাই চিতাবাঘের হানা ৷ আতঙ্কে পালিয়ে গেল না সে ৷ বরং ঝাঁপিয়ে শুয়ে পড়ল ভাইয়ের উপর ৷ আচ্ছাদন হয়ে ঢেকে রাখল ভাইকে ৷ যাতে কোনও ক্ষতি না হয় ৷ বাধা দিল চিতাবাঘটিকে ৷ নিজে গুরুতর জখম হয়েও বাঁচাল ভাইকে ৷ উত্তরাখণ্ডের দেবকুণ্ডাই তাল্লি গ্রামের ঘটনা ৷ ভয়ে আতঙ্কে পালিয়ে যাওয়ার পরিবর্তে ভাইয়ের ওপর শুয়ে পড়ে তাকে বাঁচানোর চেষ্টা করে সে ৷

নাবালিকার চিৎকারেই স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থানে এসে চিতাবাঘটিকে তাড়িয়ে দেয় ৷ উদ্ধার করা হয় দু'জনকে ৷ পরিবারের তরফে বলা হয়েছে, রাখির ভাইয়ের তেমন কিছু না হলেও, গুরুতর জখম হয় নাবালিকা ৷ ঘাড়ে গভীর ক্ষত নিয়ে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে ৷ আঘাত গুরুতর হওয়ার কারণে অন্যত্র নিয়ে যাওয়ার কথা জানায় হাসপাতাল কর্তৃপক্ষ ৷

দিল্লির সরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানেও ভরতি নেওয়া হয়নি ৷ বাধ্য হয়ে তাদের পরিবার উত্তরাখণ্ডের পর্যটন মন্ত্রী ও স্থানীয় বিধায়ক এস মহারাজের দ্বারস্থ হয় ৷ মন্ত্রীর হস্তক্ষেপে 7 অক্টোবর রাখিকে অন্য একটি হাসপাতালে ভরতি করা হয় ৷ সেরে উঠছে রাখি, জানিয়েছে তার পরিবার ৷

মন্ত্রীর তরফে নাবালিকার চিকিৎসার জন্য 1 লাখ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়েছে ৷ রাখির সাহসিকতার জন্য তাকে পুরস্কার দেওয়ার কথাও বলেন পাউরির জেলা শাসক ডি এস গড়ব্যাল ৷


Patna (Bihar), Oct 09 (ANI): Union Law and Justice Minister Ravi Shankar Prasad on October 9 visited a government hospital in Patna to take stock of the health services after flood water receded in the city. He inspected the facilities provided by the hospital authorities and also talked to the patients. While speaking to the mediapersons he said, "I'm here to take stock of health services after flood water receded. There were 119 cases of dengue in hospital, of which 16 are still there. Centre and state are working together to control outbreak of diseases."As the floodwater drained out, the concern of spreading of dengue and other diseases is haunting the state. Authorities are taking measures like spraying of bleaching powder and anti- larval materials to stop the viral diseases. Over 73 people lost their lives after heavy rain in Bihar.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.