ধুলে, 19 অগাস্ট : মহারাষ্ট্রের ধুলেতে বাস ও কন্টেনারের সংঘর্ষে মৃত্যু হল কমপক্ষে 15 জনের ৷ আহত 35 জনেরও বেশি ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে ৷
গতরাত সাড়ে 10টা নাগাদ ধুলের নিমগুল গ্রামের কাছে উলটো দিক থেকে আসা সরকারি বাসকে ধাক্কা মারে একটি কন্টেনার ৷ বাসচালক সহ ঘটনাস্থানেই মৃত্যু হয় 11 জনের ৷ আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ ঘটনাস্থানে আসেন পর্যটনমন্ত্রী জয়াকুমার রাওয়াল ৷
পুলিশের এক আধিকারিক জানান, ঔরঙ্গাবাদ থেকে শাহাদার দিকে যাচ্ছিল কন্টেনারটি ৷ বাসটি ঔরঙ্গাবাদের দিকে যাচ্ছিল ৷ নিমগুল গ্রামের কাছে দনদাইচিতে দুর্ঘটনাটি ঘটে ৷
-
Maharashtra: 10 dead and 20 injured after a bus collided with a canter truck near Nimgul village in Dhule, late last night. pic.twitter.com/7i49q3z3pT
— ANI (@ANI) August 19, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Maharashtra: 10 dead and 20 injured after a bus collided with a canter truck near Nimgul village in Dhule, late last night. pic.twitter.com/7i49q3z3pT
— ANI (@ANI) August 19, 2019Maharashtra: 10 dead and 20 injured after a bus collided with a canter truck near Nimgul village in Dhule, late last night. pic.twitter.com/7i49q3z3pT
— ANI (@ANI) August 19, 2019