ETV Bharat / bharat

মহারাষ্ট্রে বাস ও কন্টেনারের মুখোমুখি সংঘর্ষ, মৃত কমপক্ষে 15 - মহারাষ্ট্রে বাস ও কন্টেরারের মুখোমুখি সংঘর্ষ

মহারাষ্ট্রে বাস ও কন্টেনারের মুখোমুখি সংঘর্ষ ৷ মৃত্যু হয়েছে 15 জনের ৷

সংঘর্ষ
author img

By

Published : Aug 19, 2019, 8:13 AM IST

Updated : Aug 19, 2019, 10:24 AM IST

ধুলে, 19 অগাস্ট : মহারাষ্ট্রের ধুলেতে বাস ও কন্টেনারের সংঘর্ষে মৃত্যু হল কমপক্ষে 15 জনের ৷ আহত 35 জনেরও বেশি ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে ৷

গতরাত সাড়ে 10টা নাগাদ ধুলের নিমগুল গ্রামের কাছে উলটো দিক থেকে আসা সরকারি বাসকে ধাক্কা মারে একটি কন্টেনার ৷ বাসচালক সহ ঘটনাস্থানেই মৃত্যু হয় 11 জনের ৷ আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ ঘটনাস্থানে আসেন পর্যটনমন্ত্রী জয়াকুমার রাওয়াল ৷

দেখুন ভিডিয়ো

পুলিশের এক আধিকারিক জানান, ঔরঙ্গাবাদ থেকে শাহাদার দিকে যাচ্ছিল কন্টেনারটি ৷ বাসটি ঔরঙ্গাবাদের দিকে যাচ্ছিল ৷ নিমগুল গ্রামের কাছে দনদাইচিতে দুর্ঘটনাটি ঘটে ৷

ধুলে, 19 অগাস্ট : মহারাষ্ট্রের ধুলেতে বাস ও কন্টেনারের সংঘর্ষে মৃত্যু হল কমপক্ষে 15 জনের ৷ আহত 35 জনেরও বেশি ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে ৷

গতরাত সাড়ে 10টা নাগাদ ধুলের নিমগুল গ্রামের কাছে উলটো দিক থেকে আসা সরকারি বাসকে ধাক্কা মারে একটি কন্টেনার ৷ বাসচালক সহ ঘটনাস্থানেই মৃত্যু হয় 11 জনের ৷ আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ ঘটনাস্থানে আসেন পর্যটনমন্ত্রী জয়াকুমার রাওয়াল ৷

দেখুন ভিডিয়ো

পুলিশের এক আধিকারিক জানান, ঔরঙ্গাবাদ থেকে শাহাদার দিকে যাচ্ছিল কন্টেনারটি ৷ বাসটি ঔরঙ্গাবাদের দিকে যাচ্ছিল ৷ নিমগুল গ্রামের কাছে দনদাইচিতে দুর্ঘটনাটি ঘটে ৷

Intro:धुळे जिल्ह्यातील दोंडाईचा तालुक्यातील निमगुळ गावाजवळ एसटी बस आणि मालवाहू ट्रक यांच्यात जोरदार धडक....
Body:औरंगाबाद हुन शहादा कडे येणाऱ्या बसचा अपघात...

कंटेनरच्या धडकेत बसची ड्रायव्हर साईड कापली गेली असल्याने १४ जण दगावल्याची प्राथमिक माहिती समोर येत आहे...

एसटी बस चालक घटनास्थळीच दगावल्याची प्राथमिक माहिती...

जखमी प्रवाशांना उपचारासाठी दोंडाईचा येथील रुग्णालयात दाखल...
Conclusion:स्थानिक नागरिकांना घटनेची माहिती मिळताच मदत कार्याला सुरुवात...
Last Updated : Aug 19, 2019, 10:24 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.