এলাহাবাদ, 7 ডিসেম্বর : হায়দরাবাদ গণধর্ষণে অভিযুক্তদের এনকাউন্টারে মৃত্যুর খবর সামনে আসতেই হায়দরাবাদ পুলিশের প্রশংসা করে টুইট করেন BSP নেত্রী মায়াবতী । টুইটার বার্তায় উত্তরপ্রদেশ পুলিশকে কটাক্ষও করেন । লেখেন, "উত্তরপ্রদেশ ও দিল্লি পুলিশের হায়দরাবাদ পুলিশের থেকে শিক্ষা নেওয়া উচিত ।" মায়াবতীর এই কটাক্ষের জবাবে পালটা টুইট করল উত্তরপ্রদেশ পুলিশ । তাদের তরফে জানানো হল, গত দুই বছরে 103 জন অপরাধী পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে ।
পশু চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় চার অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু হয়েছে । গতকাল এই খবর সামনে আসতেই শুরু হয় বিতর্ক ৷ অনেকেই হায়দরাবাদ পুলিশের প্রশংসা করেন ৷ তবে একাংশের সমালোচনার মুখে পড়তে হয় পুলিশ প্রশাসনকে ৷ তবে হায়দরাবাদ পুলিশকে বাহবা দেন মায়াবতী । হায়দরাবাদ পুলিশের উদাহরণ টেনে উত্তরপ্রদেশ পুলিশকে কটাক্ষ করেন ৷ টুইটারে লেখেন , "উত্তরপ্রদেশে মহিলাদের উপর অত্যাচার দিন দিন বাড়ছে । কিন্তু রাজ্য সরকারের কোনও ভ্রুক্ষেপ নেই । BJP সরকার ঘুমাচ্ছে ৷ এখানকার ও দিল্লি পুলিশের উচিত হায়দরবাদ পুলিশের থেকে শিক্ষা নেওয়া ।"
-
The figures speak for themselves. Jungle Raj is a thing of the past. No longer now.
— UP POLICE (@Uppolice) December 6, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
103 criminals killed and 1859 injured in 5178 police engagements in the last more than 2 years.
17745 criminals surrendered or cancelled their own bails to go to jail.
Hardly state guests. https://t.co/3Tk8qFLtK3
">The figures speak for themselves. Jungle Raj is a thing of the past. No longer now.
— UP POLICE (@Uppolice) December 6, 2019
103 criminals killed and 1859 injured in 5178 police engagements in the last more than 2 years.
17745 criminals surrendered or cancelled their own bails to go to jail.
Hardly state guests. https://t.co/3Tk8qFLtK3The figures speak for themselves. Jungle Raj is a thing of the past. No longer now.
— UP POLICE (@Uppolice) December 6, 2019
103 criminals killed and 1859 injured in 5178 police engagements in the last more than 2 years.
17745 criminals surrendered or cancelled their own bails to go to jail.
Hardly state guests. https://t.co/3Tk8qFLtK3
মায়াবতীর টুইটের কয়েক ঘণ্টার মধ্যে উত্তরপ্রদেশ পুলিশের তরফেও একটি টুইট করা হয় । সেই বার্তায় মায়াবতীকে উত্তর দেওয়া হয় ৷ উত্তরপ্রদেশ পুলিশের সেই টুইট অনুযায়ী, গত দু'বছরে 5178 টি পুলিশি সংঘর্ষে 1859 জন জখম হয়েছে ও 103 জন অপরাধী নিহত হয়েছে । 17745 জন অপরাধী আত্মসমর্পণ করেছে অথবা জামিনের আবেদন প্রত্য়াহার করে নিয়েছে ।
গতকাল টুইটবার্তায় মায়াবতী উত্তরপ্রদেশ পুলিশের বিরুদ্ধে অপরাধীদের সঙ্গে সরকারি অতিথির মতো ব্যবহারের অভিযোগও আনেন । পাশাপাশি লেখেন, "উত্তরপ্রদেশে জঙ্গলরাজ চলছে ।" মায়াবতীর এই অভিযোগেরও উত্তর দেয় উত্তরপ্রদেশ পুলিশ । তাদের বার্তা, "জঙ্গলরাজ অতীত । এখন তার কোনওরকম চিহ্ন নেই ।"
উত্তরপ্রদেশ পুলিশ রাজ্যে অপরাধ দমনে কতটা তৎপর তা প্রমাণ করতে মরিয়া হলেও উন্নাও ধর্ষণ নিয়ে যোগী সরকারকে আক্রমণ করতে ছাড়ছে না বিরোধীরা । যদিও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, এই মামলাটি ফাস্ট ট্র্যাক কোর্টে তোলা হবে এবং অভিযুক্তদের দ্রুত শাস্তি দেওয়া হবে ।